আমার দ্বীনি ভাইয়েরা আপনারা জানেন, বর্তমান যুগে মুসলিম চিন্তাবিদ ও আলেম সমাজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। প্রথমত তাদেরকে দৃঢ়তার সাথে এসব সমকালীন চ্যালেঞ্জের মুকাবেলা করতে হবে এবং প্রমান করতে হবে যে,এক্ষেএে একমাএ ইসলামই পারে বিশ্বের নেতৃত্ব দিতে, দিতে পারে সঠিক দিক-নির্দেশনা, বাতলাতে পারে উওরণের পথ। অত:পর আলেম সমাজ ও ইসলামী চিন্তাবিদদের একান্ত করণীয় হচ্ছে, যে কোন দল,সংগঠন, প্রতিষ্ঠান, মাদ্রাসা... সব কিছুর ওপর ইসলামকেই প্রাধান্য দিতে হবে। তারা যদি আসলেই ইসলামের স্হায়িত্ব চায়, তা হলে এর দাবি হচ্ছে, অন্য সব পরিচয় মুছে দিতে হবে। বিভিন্ন দল ও সংগঠনের নামে বিচিএ সাইনবোর্ড, বর্ণালী ব্যানার, পতাকা ও প্রতীক সব মুছে ফেলতে হবে। সবকিছুর ঊর্ধ্বে থেকে ইসলামের স্বার্থে কাজ করতে হবে। ইসলামের স্বার্থেই সংগ্রাম চলবে, চলবে জিহাদ,। ইসলামই হতে হবে তাদের অভিষ্ট লক্ষ্য। চলার পথে এতটুকু দ্বিধা করা যাবে না। এক মুহূর্তের বাধাও বরদাশত করা হবে না। চালিয়ে যেতে হবে তাদেরকে এক বিরতিহীন দুর্বার সংগ্রাম। অনুরুপ কাজ করতে গিয়ে সংগ্রামী বন্ধুদের সামনে বিভিন্ন ধরনের স্বার্থ আসবে। এক্ষেএে তাদেরকে সংগঠন কিংবা দলীয় স্বার্থেরর ওপর দীন ও আক্বীদাগত স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দিতে হবে। দীন ও ইমান এবং এতদু'ভয়ের বিজয়ই তাদের সামনে একমাএ টার্গেট হিসেবে পরিষ্কার থাকতে হবে। কৃতিত্ব যারই হোক, আমাদের কিংবা অন্য কোন দীনি মু'মিন ভাইয়ের, আমাদের দলের নাকি অন্য দলের-তা বিবেচ্য নয়, ইসলামের বিজয় হকো, দীন ও ইমানের জয় হোক, সর্বোপরি আল্লাহর কালেমা বুলন্দ হোক...এ বাসনাই থাকা উচিত, আল্লাহর রাহে সংগ্রামরত প্রতিটি মুসলমানের।
Announcement
Collapse
No announcement yet.
আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য যারা সংগ্রাম করছেন তাদের জন্য।
Collapse
Comment