হযরত ওসমান ইবনে মাযউন (রাদিঃ) সম্পর্কে হযরত ওমর ইবনে খাত্তাব (রাদিঃ)-এর ভুল ধারণা
ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওতবা রহ. বর্ণনা করেন যে, তাঁর নিকট এই সংবাদ পৌঁছেছে যে, হযরত ওমর ইবনে খাত্তাব (রাদিঃ) বলেন, হযরত ওসমান ইবনে মাযউন (রাদিঃ) শহীদ না হয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন তখন আমার দৃষ্টিতে তাঁর মর্যাদা অনেক কমে গেল । আমি মনে মনে বললাম, এই ব্যক্তিকে দেখ, সে দুনিয়া হতে অনেক দূরে সরে থাকতো তদুপরি স্বাভাবিক মৃত্যুবরণ করল ; শাহাদাত নসীব হল না । এইভাবে আমার দৃষ্টিতে তাঁর মর্যাদা কমেই রইল । অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও (শাহাদাত ছাড়া) স্বাভাবিক ইন্তেকাল হল । তখন আমি মনে মনে বললাম, তর্ নাশ হউক, আমাদের উত্তম ব্যক্তিবর্গরা (শাহাদাত ছাড়াই) মৃত্যুবরণ করছেন । অতপর হযরত আবু বকর (রাদিঃ)-ও স্বাভাবিক মৃত্যুবরণ করলেন । তখন আমি মনে মনে বললাম, তর্ নাশ হউক, আমাদের উত্তম ব্যক্তিবর্গরা (শাহাদাত ছাড়া) স্বাভাবিক মৃত্যুবরণ করছেন । অতএব হযরত ওসমান ইবনে মাযউন (রাদিঃ)-এর মর্যাদা আমার দৃষ্টিতে পূর্বের ন্যায় হয়ে গেল । (মুন্তাখাবুল কানয)
হায়াতুস্ সাহাবাহ্ ২য় খণ্ড
-------
হযরত খালেদ বিন ওলীদ (রাদিঃ)-ও স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন ।
-------
মোল্লা উমর রহ.-ও স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন ।
হায়াতুস্ সাহাবাহ্ ২য় খণ্ড
-------
হযরত খালেদ বিন ওলীদ (রাদিঃ)-ও স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন ।
-------
মোল্লা উমর রহ.-ও স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন ।