হযরত কা’ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
তিনি এরশাদ করেন, বায়তুল মাকদিসের (জেরুজালেমের) একজন বাদশাহ ভারতের দিকে সৈন্য প্রেরণ করবেন। মুজাহিদরা ভারত বিজয় করবেন এবং সেখানকার যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবেন। পরবর্তীতে বাদশাহ এই সম্পদ বাইতুল মাকদিসের সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করবেন। (ঐ সময় ভারত বায়তুল মাকদিসের একটি অংশ হয়ে যাবে)। এই সৈন্যদল ভারতের রাজা (শাসককে) শিকল পড়তে বাধ্য করবে এবং তাকে বাদশাহের সামনে শিকল পরিহিত অবস্থায় পেশ করা হবে। এই বাদশাহের নেতৃত্বে মুজাহিদরা পূর্ব থেকে পশ্চিমের সকল ভূমিতে জয়ী হবে এবং দাজ্জালের আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত ভারতে অবস্থান করবে।
(কিতাব আল ফিতান – ইমাম নুআইম ইবনে হাম্মাদ রহিমাহুল্লাহ)
সংগৃহীত
তিনি এরশাদ করেন, বায়তুল মাকদিসের (জেরুজালেমের) একজন বাদশাহ ভারতের দিকে সৈন্য প্রেরণ করবেন। মুজাহিদরা ভারত বিজয় করবেন এবং সেখানকার যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবেন। পরবর্তীতে বাদশাহ এই সম্পদ বাইতুল মাকদিসের সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করবেন। (ঐ সময় ভারত বায়তুল মাকদিসের একটি অংশ হয়ে যাবে)। এই সৈন্যদল ভারতের রাজা (শাসককে) শিকল পড়তে বাধ্য করবে এবং তাকে বাদশাহের সামনে শিকল পরিহিত অবস্থায় পেশ করা হবে। এই বাদশাহের নেতৃত্বে মুজাহিদরা পূর্ব থেকে পশ্চিমের সকল ভূমিতে জয়ী হবে এবং দাজ্জালের আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত ভারতে অবস্থান করবে।
(কিতাব আল ফিতান – ইমাম নুআইম ইবনে হাম্মাদ রহিমাহুল্লাহ)
সংগৃহীত