রুমের বাদশা নাকফুর যখন তার পূর্বসুরীদের দিয়ে আসা কর আদায় করতে অস্বীকার করে খলিফা হারুনুর রশিদকে চিঠি দিয়েছিল । তখন হারুনুর রশিদ (রহঃ) তাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, " আমিরুল মুমিনীন হারুনুর রশিদের পক্ষ থেকে রুমের কুকুর নাকফুরের প্রতি । তোমার চিঠি আমি পড়েছি, উত্তরটা তোমাকে না শুনিয়ে দেখিয়ে দিতে চাই।" পরবর্তীতে সে আবার জিজিয়া দিতে সম্মতি প্রকাশ করে । তিনি মেঘকে উদ্দেশ্য করে বলতেন, তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও, তোমার খেরাজ ঠিকই আমার কাছে এসে পৌছুবে ।