টাকার চেয়ে আপনার ব্যক্তিগত তথ্যের দাম বেশি বলেই আপনি বিয়ামূল্যে ফেসবুক, ইউটিউব বা উইন্ডোজ চালাতে পারছেন।
উইন্ডোজের নজরদারি এড়াতে লিনাক্স ব্যবহারের বিকল্প নেই। সাধারণ মানুষের জন্য linux mint সবচেয়ে ভাল। আপডেট দিয়ে বিপদে পড়ার ঝুঁকি এড়াতে লিনাক্স মিন্টের LMDE [Faye] ভার্সন ইন্সটল করতে পারেন।
উইন্ডোজে ব্যবহৃত সফটওয়্যারের বিকল্প লিনাক্স ভার্সন পেতে alternativeto.net সাইটের সাহায্য নিতে পারেন।
ফায়ারফক্স চালানো আর উইন্ডোজ চালানো একই কথা। বিকল্প হিসাবে Librewolf, ungoogled chromium আছে। সহজে অপ্রয়োজনীয় সফটওয়্যার সরাতে কিছু debloat স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন।
অভ্র কিবোর্ডের বিকল্প openbangla রয়েছে। https://openbangla.github.io/install/
যেভাবে Configure করবেন। https://github.com/OpenBangla/OpenBa...on-Cinnamon-DE
বিজ্ঞাপন থেকে বাঁচতে এটার সহযোগিতা নিতে পারেন https://github.com/AdroitAdorKhan/EnergizedProtection
এছাড়া উইন্ডোজের কোন সফটওয়্যার চালাতে হলে QEMU install করে নিবেন।
ফেসবুক, টেলিগ্রামে বাংলাদেশি লিনাক্স ব্যবহারকারীদের কাছ থেকে যেকোন অসুবিধায় সাহায্য নিতে পারবেন।