সহজে লিনাক্স শিখি: পর্ব ০১ - ভূমিকা
بسم الله الرحمن الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد
বর্তমান যামানায় কম্পিউটার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কম্পিউটার তো একটি যন্ত্র। এটি কাজ করে অপারেটিং সিস্টেমের মাধ্যমে, যাকে সংক্ষেপে বলা হয় (OS)। ওএসের ভিতর বিভিন্ন সফটওয়ার, এপ্লিকেশন, টুল, ফিচার থাকে।
এই কম্পিউটার, ওএস, সফট, এপ সব কাফেরদের তৈরি। তারা তো আমাদের বন্ধু নয়। তারা আমাদের উপকারে কিছু করবে না, যা করবে তাদের নিজেদের সুবিধার জন্য করবে। একদিকে তারা আমাদের কাছে এগুলো বিক্রি করে আমাদের অর্থ হাতিয়ে নেয়, অপরদিকে এগুলোর মাধ্যমে আমাদেরকে ফাঁদে ফেলে শিকার করে। এগুলোর মাধ্যমে তারা এক গোপন জাল বিস্তার করে রেখেছে আমাদের উপর। আমরা তাদের হাতের মুঠোয়, তাদের কব্জায় চলে যাচ্ছি। আমাদের নাকে তারা বরশি লাগিয়েছে। যখন দরকার শুধু টান দেয়।
আপনি হয়তো শুনে থাকবেন, এক কাফের বাদশা এক মুসলিম সুলতানকে একটি আতর উপহার দিয়েছিলো। সুলতান সরল মনে ব্যবহার করতে করতে করতে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আসলে আতরে এক বিশেষ বিষ মিশ্রিত ছিল যা খুব ধীরে ধীরে কাজ করতো, সাধারণ দৃষ্টিতে নজরে পড়তো না।
এ হচ্ছে একদিকার বাস্তবতা।
অপরদিকে এসব জিনিস ব্যবহার না করেও আমরা পারি না। আমাদের স্বার্থেই ব্যবহার করা জরুরী হয়ে আছে। তাহলে আমরা কি করবো? যেটি নিরাপদ বলে পরীক্ষিত সেটি ব্যবহার করবো; যা সামনে পাই তা-ই ব্যবহার করতে যাবো না। তারা বিভিন্ন প্রলোভনে আমাদেরকে ফাঁদে ফেলতে চাইবে, আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ।
উইন্ডজে সমস্যা কি?
উইন্ডজ একটি সহজ ওএস। যেকেউ সহজে ব্যবহার করতে পারে। সেটাপ প্রক্রিয়া, সফটওয়ার ইনস্টলেশন ও ব্যবহার সবই তুলনামূলক সহজ। তবে এই সহজ করার পেছনে আছে গোপন রহস্য।
☐ উইন্ডজ মানে জানালা। সহজ করে সবাইকে উইন্ডজে এনে গোপন জানালা দিয়ে তারা আমাদের সব কিছু দেখছে। উইন্ডজের কোম্পানী হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট ভয়ানক রকমের চোর। এটি ওপেন সিকরেট। সবাই জানে। মাইক্রোসফট আমাদের তথ্য চুরি করে সরকারদের কাছে বিক্রি করে। এটি তার ব্যবসা, আমাদের তথ্য তার পুঁজি। আপনি কি লিখছেন, কি বলছেন, কোন কোন সাইট ব্রাউজ করছেন, কোথায় কোথায় লগিন করছেন- তারা দেখছে, সংরক্ষণ করছে।
☐ উইন্ডজ হচ্ছে একটি বাণিজ্যিক সফটওয়ার। মানে এটি দিয়ে তারা ব্যবসা করে। তারা এটিকে এমনভাবে সাজিয়েছে, এর ভিতরে যে গোপনে গোপনে কি আছে তা আপনার পক্ষে জানা সম্ভব নয়। এ ধরনের সফটওয়ারকে বলে:
ক্লোজ সোর্স সফটওয়ার।
অর্থাৎ যার কোডগুলো আপনার জানা নেই, ফলে তাতে কি আছে তা জানার এবং তাকে নিয়ন্ত্রণ করার সাধ্য আপনার নেই। হতে পারে আতরে বিষ আছে কিন্তু আপনি জানেন না।
☐ উইন্ডজে কিছু সফট আছে যেগুলো আপনি চাইলেও আনইনস্টল করতে পারবেন না।
☐ এছাড়াও প্রি ইনস্টলড অনেক এপ থাকে যেগুলো আপনার রেম খেয়ে ফেলে। সিস্টেম স্লো করে। অধিকন্তু উইন্ডজ নিজেই একটি ভারি ওএস, যা ব্যবহারের জন্য একটু ভালো মানের পিসি ও অধিক রেম দরকার। নতুবা স্লো করবে। বিশেষত উইন্ডজ ১০ ও ১১। উইন্ডজ চালাতে যে এপগুলো লাগে, সেগুলোও প্রায়শই ভারি হয় এবং টাকা দিয়ে কিনতে হয়।
☐ উইন্ডজের আপডেট সমস্যা সবার জানা। বন্ধ করলেও আসলে পূর্ণ বন্ধ হয় না। আপনার অজান্তে চালু হয়ে যায়। ফলে আপনার সীমিত ইন্টারনেট ডাটা আপনার অজান্তে ফুরিয়ে যায়।
☐ ভাইরাসও একটি বড় সমস্যা। কত রকমের ভাইরাস, ভাইরাস প্রতিরোধের জন্য আবার কত রকমের এন্টি ভাইরাস। ব্যবসা বেশ জমজমাট। অনেকটা আমাদের খাবারের মতো। খাবারে দিবে বিষ। ভালো হবার জন্য খেতে হবে অষুধ। অষুধেও থাকবে আবার বিষ। এভাবে আপনি ডাক্তার আর ফার্মেসিতে ঘুরতে থাকবেন আর টাকা ফুরাতে থাকবেন। আপনি সুস্থ হয়ে গেলে অষুধ কোম্পানীর কি লাভ, ডাক্তার বা সরকারেরই বা কি লাভ, কাফের বিশ্বেরই বা কি লাভ।
কেন লিনাক্স (Linux)?
এই সমস্যা সমাধানে আছে আরেকটি অপারেটিং সিস্টেম যারা নাম লিনাক্স। হাঁ, এটিও কাফেরদেরই তৈরি। তবে একে নিয়ন্ত্রণ করার যথেষ্ট সাধ্য আপনার আছে। এর ভিতর কি আছে তা সকলের সামনে অপেন। চাইলে আপনি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারেন। এর কোডগুলো সবার জন্য উন্মুক্ত থাকে। কোনো সমস্যা আছে কিনা পরীক্ষা করে দেখা যায়। সমস্যা ধরা পড়লে ব্যবস্থাও নেয়া যায়। অধিকন্তু এটি এবং এতে ব্যবহারের সফটওয়ারগুলো সাধারণত ফ্রিতে পাওয়া যায়; টাকা দিয়ে কিনতে হয় না। এ ধরনের সফটওয়ারকে বলে:
ফ্রি এন্ড অপেন সোর্স সফটওয়ার (FOSS)।
বি.দ্র.
বিষয়গুলো আমি অত্যন্ত সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে আগ্রহী যে কেউ চাইলে সহজে বুঝতে পারে। অনেক কথাই শাস্ত্রীয় পরিভাষার সাথে পূর্ণ মিলবে না হয়তো। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো সহজে বুঝানোর, যাতে নতুন আগ্রহী ভাইয়েরা সহজে লিনাক্স ব্যবহার করায় পা দিতে পারেন। কোনো বিষয় অস্পষ্ট থাকলে আপনারা নেটে সার্চ করেও সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষত ডাক এআই ও চ্যাটজিপিটি থেকে সাহায্য নিতে পারেন। গুগুল ও ইউটুউবে অনেক টিউটোরিয়াল পাবেন। বিশেষত ইংরেজি ও উর্দু-হিন্দিতে অনেক উপাদান পাবেন। যারা বিশেষজ্ঞ আছেন সহায়তা করবেন। ভুল হলে শুধরে দিবেন ইনশাআল্লাহ। যাতে আপনার জানা একটি জ্ঞান দ্বারা উম্মাহর ভাইয়েরা উপকৃত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের এ যাত্রাকে সহজ করে দিন। আমীন।
=====================
এই পর্বে আমরা যা জানলাম
☐ OS তথা অপারেটিং সিস্টেম কি।
☐ ক্লোজ সোর্স সফটওয়ার।
☐ অপেন সোর্স সফটওয়ার।
☐ উইন্ডজ সহজ হলেও তার সমস্যাটা কোথায়।
☐ বিকল্প হিসেবে লিনাক্স।