85 : আল্লাহ তাকে ঘৃণার পাত্র বানিয়ে দেন
من تحبب الى العباد بالمعاصي بغضه الله اليهم
যে ব্যক্তি আল্লাহর নাফরমানির মাধ্যমে মানুষের কাছে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করে আল্লাহ তাকে তাদের কাছে ঘৃণার পাত্র বানিয়ে দেন।-ইমাম ইবনুল হাদ্দাদ রহ.
_______________________________
86 : সে কখনো তার এ মূল্যবান পুঁজি নষ্ট করে না
من علم أن العمر بضاعة يسيرة، يسافر بها إلى البقاء الدائم في الجنة، لم يضيعه
যার এ কথা জানা আছে যে, তার জীবনটি হল তার হাতে থাকা সামান্য পুঁজি মাত্র, যা দিয়ে তাকে অন্ততকালের জান্নাতের দিকে সফর করতে হবে সে কখনো তার এ (মূল্যবান) পুঁজি নষ্ট করে না।-ইমাম ইবনুল জাওযী রহ.
_______________________________
87 : আমাদের অন্তরসমূহকে সত্যবিমুখ করে দিও না
زمن التقلبات والانتكاسات ينبغي اللجوء إلى الله، كان أبو بكر الصديق زمن المرتدين يقنت لنفسه في صلاته فيتلو (ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا).
ফেতনা-ফাসাদ ও সত্যবিমুখতার এ যুগে আল্লাহর দিকে বেশি বেশি রুজু হওয়া (অর্থাৎ আল্লাহমুখী হওয়া, তাঁর কাছে আশ্রয় চাওয়া, কান্নাকাটি করা) জরুরি। হযরত আবু বকর রাযি.এর যুগে যখন ব্যাপকভাবে মানুষ দ্বীন ত্যাগ করতে শুরু করে তখন তিনি নামাযের মধ্যে এ দোয়া পড়তে শুরু করেন,
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
হে আমাদের প্রভু! আমাদেরকে পথ দেখানোর পর আমাদের অন্তরসমূহকে বক্র (সত্যবিমুখ) করে দিও না। আর আমাদেরকে তোমার পক্ষ থেকে অনুগ্রহ দান কর। নিঃসন্দেহে তুমিই মহান দাতা। সূরা আলে ইমরান : 8
_______________________________