Announcement

Collapse
No announcement yet.

দোয়া ও ইসতিগফার

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • দোয়া ও ইসতিগফার

    দোয়া ও ইসতিগফার


    দেখতে দেখতে আমরা পবিত্র মাহে রমযানের একদম শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। মাহে রমযান নামের মহামূল্যবান মেহমান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে।

    পবিত্র এ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যা-ই কিছু আমল-সিয়াম, কিয়াম, তিলাওয়াত ইত্যাদি করার তাওফিক দান করেছেন এর জন্য প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার শোকর আদায় করি এরপর তিনি যেন নিজ দয়া ও করুণায় আমাদের ভাঙ্গাচুরা আমলগুলো কবুল করে .নেন সে জন্য খুব বেশি দোয়া করতে থাকি। পাশাপাশি নিজের কমতি ও অবহেলার জন্য ইসতিগফার করতে থাকি।

    নিজের জন্য করি, অন্য ভাইদের জন্য করি, সকল মুসলিমের জন্য করি। বিশেষত বিশ্বের নানা প্রান্তের মজলুম মুসলিমদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের আমলগুলো কবুল করে নেন এবং দ্রুত সকল জুলুম নির্যাতনের অবসান ঘটান।

    رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ … … وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ.

    হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে (এ আমলগুলো) কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন, সব কিছু জানেন … …
    আমাদের প্রতি দয়া করুন, নিশ্চয়ই আপনি অত্যন্ত দয়ালু (বা তাওবা কবুলকারী) ও করুনাময়। [সূরা বাকারা (০২) : ১২৭, ১২৮]

    আব্দুল আজিজ বিন আবু রাওয়াদ রহ. বলতেন,

    أدركتهم (السلف الصالح) يجتهدون في العمل الصالح، فإذا فعلوا وقع عليهم الهمّ ! أيقبل منهم أم لا؟

    আমি সালাফদের দেখেছি, তাঁরা নেক আমল করার প্রতি খুব যত্নবান ছিলেন। তবে কোনো নেক আমল সম্পন্ন করে এই ভেবে চিন্তিত থাকতেন যে, আমলটি কবুল হবে তো?

    হযরত আলী রাযি. বলতেন,

    كونوا لقبول العمل أشد اهتماماً منكم بالعمل، ألم تسمعوا قول الحق عز وجل : إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنْ الْمُتَّقِينَ . المائدة : ٢٧

    তোমরা আমল করার চেয়ে আমল কবুল হওয়ার প্রতি অধিক গুরুত্ব দাও। তোমরা কি আল্লাহ তা'আলার এ কথা শোনোনি, তিনি বলেছেন,
    إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنْ الْمُتَّقِين .
    আল্লাহ কেবল মুত্তাকীদের কাছ থেকেই কবুল করেন। (সূরা মায়েদা (৫) : ২৭)

    মুআল্লা বিন ফযল রহ. বলেছেন,

    كانوا يدعون الله تعالى ستة أشهر أن يبلّغهم رمضان، ويدعونه ستة أشهر أن يتقبّل منهم.

    সালাফগণ (রমযানের) ছয় মাস আগ থেকে রমযান পাওয়ার জন্য দোয়া করতে থাকতেন আর রমযানের ছয় মাস পর পর্যন্ত রমযানের আমলগুলো যেন কবুল হয় সে জন্য দোয়া করতে থাকতেন।-লাতায়েফুল মাআরেফ : ১৪

    হাফেয ইবনে রজব হাম্বলী রহ. বলেছেন,

    الاستغفار ختام الأعمال الصالحة كلها ، فيختم به الصلاة والحج وقيام الليل، ويختم به المجالس، فإن كانت ذكرا كان كالطابع عليها، وإن كانت لغوا كان كفارة لها. الحافظ ابن رجب رحمه الله؛ لطائف المعارف : ٢١٤/١

    প্রতিটি কাজের শেষে ইসতিগফার পড়া চাই। নামায, হজ, কিয়ামুল লাইল, মজলিস (ইত্যাদি)। কারণ, কাজটি যিকির (জাতীয় কিছু) হলে ইসতিগফার হবে মোহরের মতো। (যেন তা তালাবদ্ধ হয়ে যাবে, ফলে বাইরে থেকে ক্ষতিকর কোনো কিছু আর তার ভিতরে ঢুকতে পারবে না) আর অহেতুক কিছু হলে ইসতিগফার ওসব অহেতুক কাজের জন্য কাফফারা স্বরূপ হবে।- লাতাইফুল মাআরিফ : ১/২১৪​




    সংগৃহীত
    আল্লাহ্‌ তাআলা লিখককে জাযায়ে খায়ের দান করুন, আমীন
    বছর ফুরিয়ে যাবে এতো রিসোর্স আছে https://gazwah.net সাইটে
Working...
X