Announcement

Collapse
No announcement yet.

আত্মার সমালোচনা।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আত্মার সমালোচনা।

    আপনারে আমি খুঁজিয়া বেড়াই।

    আমরা কি নিজেকে চিনতে চাই?
    এ প্রশ্নে অনেকেই হয়তো অবাক হবেন, কেউ কেউ বলবেন, এ আবার কেমন প্রশ্ন? এমন কে আছে, যে নিজেকে চিনতে চাই না? আমরা সবাই- ই তো নিজেকে চিনতে চাই, নিজেকে আবিষ্কার করতে চাই৷
    তাই যদি হয়, তাহলে বেশ ভালো। নিজেকে চেনার জন্য আমার কাছে একটি সহজ মাপকাঠি আছে। সেটি হলো, [[[ আমি নিজেকে কী পরিমাণ নিন্দা করি, ]]] আমি কী পরিমাণ নিজের আত্মার- সমালোচনা করি। যে আত্মা নিজেকে ভৎর্সনা করে, আল্লাহ তাআ'লা সেই আত্মার কসম খেয়েছেন--

    لا اقسم بيوم القيمة ولا اقسم بالنفس اللوامة
    অর্থঃ আমি শপথ করছি কিয়ামতের দিনের, আমি আরও শপথ করছি ভৎসনাকারী আত্মার( সূরা কিয়ামাহ)

    মুমিনের আত্মা বরাবরই নিজেকে তিরস্কার করে। ওদিকে পাপী ব্যক্তির আত্মা তাকে সামান্যই তিরস্কার করে থাকে। তাই পাপী ব্যক্তি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে ভ্রান্তির ছলনায় হারিয়ে যায়। মুমিনের সফলতা ও শ্রেষ্ঠত্ব যত উপরের দিকে যেতে থাকে, ততই নিজ আত্মা তাকে সমালোচনার বাণে বিদ্ধ করতে থাকে। তবে এমন অনেকে আছে, যারা মাসে একরাকাত সালাত আদায় না করলেও আত্মা তাদেরকে তিরস্কার করে না! ওদিকে কেউ এক ওয়াক্ত সালাত সময়মত আদায় করতে না পারলেই সে নিজেকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়৷ কেউ কেউ ইমামের পেছনে তাকবীরে তাহরীমা ছুটে যাওয়ার কারণেই আত্মার ভৎসনার শিকার হয়। আবার এমন অনেকে আছে যারা - কুরআন এক বছর যাবৎ না পড়লেও আত্মা তাদেরকে সামান্য তিরস্কারও করে না। অপরদিকে এমন লোকও আছে, যে প্রতিদিন চার ঘন্টা কুরআন না পড়লে তার আত্মা তাকে সমালোচনায় জর্জরিত করে দেয়। কেউ কাজে দশ মিনিট দেরি করেছে বলে বিবেকের দংশনের শিকার হয়। আবার অনেকে দিনের পর দিন বিনা কারণে কাজে দেরি করতেই থাকে, এতে তার আত্মা এতটুকু বিচলিত হয় না। এ থেকে বোঝা যায়, আমাদের বিবেক যতটুকু জাগ্রত থাকে, আমাদের অবস্থান যতটা উপরে থাকে, তার উপর ভিত্তি করেই আমাদের আত্মা তিরষ্কৃত হয়। আমাদের অন্তরে সুপ্ত তিরস্কারের রকমফের এ কারণেই হয়ে থাকে।

    তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই আলোকিত আহবানের দিকে, যা অন্তরের গহীন থেকে আসে। এ আহবান সবসময়ই নিজেদের কমতি ও ঘাটতির কারণে আমাদেরকে তিরস্কার করে চলেছে।


    আত্মার সমালোচনায় আমরা এগিয়ে আছি, নাকি পিছিয়ে আছি, --- বার বার নিজেকে এ প্রশ্ন করতে হবে। কারণ, এ প্রশ্নের উত্তর দিয়েই নিজের অবস্থান পরিমাপ করতে হবে। এর পাশাপাশি গুনাহর কারণে অনুশোচনার অনুভূতি নিজ মনে জাগিয়ে তুলতে হবে। পাপগুলো মুছে ফেলতে হবে ভালো কাজের দ্বারা। আর এসব কেবল আত্মারসমালোচনার মাধ্যমেই সম্ভব।

    সংগ্রহিত।
Working...
X