আসসালামু আলাইকুম। ইসলামে রিবা বা সুদকে হারাম করা হয়েছে ।এবং সুদ গণনা করাও হারাম।তাই ইসলামি ব্যাংক ব্যতিত অন্যান্য ব্যাংক জব হারাম।কিন্তু যেকোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা যেকোনও কর্পোরেট বা দেশিও যেকোন ফার্ম হাউস তারা ব্যাংক লোন নিয়মিত নেয় এবং ব্যাংককে সুদ দেয়।তাহলে সেই কোম্পানিতে একাউন্টেণ্ট হিসেবে চাকরি করা যাবে কি? কারন তখন তো সুদের হিসাব করা হয়। দ্বিতীয় প্রশ্ন, ফাইবারে একাউন্টিং নিয়ে কাজ করা যাবে কিনা?