এই বিষয়ে ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহিঃ “ইজালাতুল খফা” নামক গ্রন্থে আলোচনা করেছেন।
শাহ সাহেব বলেন-
“কাদরিয়া, মুরজিয়া, খারেজি ও রাফেজি এই চার ফিরকা হলো অন্যান্য সকল ফিরকার মূল উৎস ও কারণ”
আবার অনেক আকিদার আলিম ফিরকায়ে বাতিলার মূল হিসেবে ৬টি ফিরকাকে সাব্যস্ত করেছেন
১। খারেজি।
২। মুরজিয়া।
৩। জাবরিয়া।
৪। রাফেজী।
৫। মুআত্তিলা।
৬। মুশাব্বিহা।
আর এই ছয় দলের প্রতিটি থেকে ১২টি করে উপদল বের হয়েছে ৬×১২= ৭২ ফিরকা।
[১] আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটি মোট ৭৩ ফিরকা।
উপরের সকল ফিরকা যেহেতু কাফের নয় এবং সকল ফিরকা যেহেতু মুমিনও নয়।
তাই সকল ফিরকার সাথে আমাদের আচারণ সমান হবেনা।
তারা আহলুস সুন্নাহ থেকে বহিস্কৃত, তবে সকলেই কাফের নয়। ————————————
টীকাঃ ১] বিস্তারিত জানতে তালবীসুল ইবলিস ও আল-মিলাল ওয়ান নিহাল গ্রন্থ দুটি দেখা যেতে পারে]
✍️ এক মুওয়াহিদ
শাহ সাহেব বলেন-
“কাদরিয়া, মুরজিয়া, খারেজি ও রাফেজি এই চার ফিরকা হলো অন্যান্য সকল ফিরকার মূল উৎস ও কারণ”
আবার অনেক আকিদার আলিম ফিরকায়ে বাতিলার মূল হিসেবে ৬টি ফিরকাকে সাব্যস্ত করেছেন
১। খারেজি।
২। মুরজিয়া।
৩। জাবরিয়া।
৪। রাফেজী।
৫। মুআত্তিলা।
৬। মুশাব্বিহা।
আর এই ছয় দলের প্রতিটি থেকে ১২টি করে উপদল বের হয়েছে ৬×১২= ৭২ ফিরকা।
[১] আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটি মোট ৭৩ ফিরকা।
উপরের সকল ফিরকা যেহেতু কাফের নয় এবং সকল ফিরকা যেহেতু মুমিনও নয়।
তাই সকল ফিরকার সাথে আমাদের আচারণ সমান হবেনা।
তারা আহলুস সুন্নাহ থেকে বহিস্কৃত, তবে সকলেই কাফের নয়। ————————————
টীকাঃ ১] বিস্তারিত জানতে তালবীসুল ইবলিস ও আল-মিলাল ওয়ান নিহাল গ্রন্থ দুটি দেখা যেতে পারে]
✍️ এক মুওয়াহিদ