ফিরে দেখা, সিরিয়ায় গ্রীক শরণার্থী মুসলিমদের আগমন!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি ফ্যাসিস্টদের অত্যাচারে জার্মানির গ্রীক মুসলিমরা শরণার্থী হয়ে সিরিয়ায় আগমন করে।
তখন ১৯৪২ সালে সিরিয়ার হুনা আল-কুদস নামক পত্রিকার পাতায় দেখা যায়, একজন সিরিয়ান মহিলা গ্রীক শরণার্থী মুসলিমদের খাবার ও কাপড় বিতরণ করছেন।
"ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্স্ট মুসলিমস" নামক বার্তা সংস্থার বরাতে জানা যায়, এ খবরটি পুনরায় প্রচার করার কারণ হল, তারা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিচ্ছেন সিরিয়ার মুসলিমদের অবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিরিয়ায় অন্য দেশের মুসলিমরা শরণার্থী হয়ে স্থান পেয়েছিল। আর আজ জালিম আসাদ সরকারের অত্যাচারে তাদেরই নিজ বাসভূমিতে জায়গা হচ্ছে না। তারা এখন বিভিন্ন দেশে শরণার্থী হয়ে আছে। তাদেরকে এখন সাহায্য করার মত কেউ নেই