শায়েখ আহমাদ আল-আমারীর ব্রেইন ডেইড !
সৌদি শায়েখ আহমাদ আল-আমারী মদিনার ইসলামিক ইউনিভার্সিটির কুরআন বিভাগের উপাচার্য হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ করে সৌদি সরকার তাকে গ্রেফতার করে। কয়েকমাস ধরে কারগারে থাকার ফলে তিনি ভীষণ অসুস্থ হয়ে যান। ফলে তাকে হাসাপাতালে ভর্তি করে কোমায় রাখা হয় বলে জানায় "ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্স্ট মুসলিমস" নামক বার্তা সংস্থা।
বার্তা সংস্থাটির বরাতে আরো জানা যায়, শায়েখের কয়েকদিন ধরে কোমায় থেকেও জ্ঞান না ফেরার কারণে ডাক্তাররা তাকে ব্রেইন ডেইড ঘোষণা দেয়। ফলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ বাদ দিয়ে তাকে গত ১৪-ই জানুয়ারি মুক্তি দেওয়া হয়। তিনি বর্তমানে জেদ্দার কিং আব্দুল্লাহ মেডিকেল কমপ্লেক্সে আছেন।
সৌদি শায়েখ আহমাদ আল-আমারী মদিনার ইসলামিক ইউনিভার্সিটির কুরআন বিভাগের উপাচার্য হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ করে সৌদি সরকার তাকে গ্রেফতার করে। কয়েকমাস ধরে কারগারে থাকার ফলে তিনি ভীষণ অসুস্থ হয়ে যান। ফলে তাকে হাসাপাতালে ভর্তি করে কোমায় রাখা হয় বলে জানায় "ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্স্ট মুসলিমস" নামক বার্তা সংস্থা।
বার্তা সংস্থাটির বরাতে আরো জানা যায়, শায়েখের কয়েকদিন ধরে কোমায় থেকেও জ্ঞান না ফেরার কারণে ডাক্তাররা তাকে ব্রেইন ডেইড ঘোষণা দেয়। ফলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ বাদ দিয়ে তাকে গত ১৪-ই জানুয়ারি মুক্তি দেওয়া হয়। তিনি বর্তমানে জেদ্দার কিং আব্দুল্লাহ মেডিকেল কমপ্লেক্সে আছেন।