ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন অব্যাহত, ২ মুসলিম যুবক নিহত
পবিত্র রমজান মাসের শুরুতে ফিলিস্তিন জুড়ে ব্যাপক আগ্রসন শুরু করেছিল ইসরাইল। তবে রমজানের শেষের দিকে আগ্রাসন কিছুটা কমে আসলেও, রমজান শেষ হতে না হতেই পুরোনো রূপে ফিরেছে ইসরাইল।
খুন, গ্রেফতার ও ফিলিস্তিনি মুসলিমদের উৎখাত-উচ্ছেদ অভিযানসহ সব ধরনের আগ্রাসন পুনরায় শুরু করেছে ইহুদিরা। গত এক সপ্তাহে প্রায় এক ডজন ফিলিস্তিনিকে অপহরণ ও দুই ফিলিস্তিনি যুবককে খুন করেছে ইসরাইলি বাহিনী।
গত ২৪ এপ্রিল পশ্চিম তীরের জেরিকোর একটি শরণার্থী ক্যাম্পে ইসরাইলি সেনারা হামলা চালায়। এ সময় ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক নিহত হয়। এর এক দিন পর জেরুজালেমে আরও এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদি বাহিনী।
রমজান মাসের শেষ দিকে পবিত্র আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ইসরাইলী প্রশাসন। কিন্তু রমজান মাস শেষ হবার পর পরই দেড় শতাধিক ইহুদি নাগরিক সেনা প্রহরায় পবিত্র আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে। এ সময় ইহুদিদের নিরাপত্তা দিতে মুসলিমদের ওপর চড়াও হয় সেনারা। এমনকি কুরআন তেলাওয়াতরত অবস্থায় একজন তুর্কি যুবতিকে গ্রেফতার করেছে ইহুদি সেনারা।
ছবি: পবিত্র আল-আকসা প্রাঙ্গনে ইহুদি নাগরিকরা।
এছাড়াও আল-খলিল বা হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে গানের কনসার্টের আয়োজন করেছে ইহুদিরা। শত শত ইহুদি রাতভর নাচ-গান করে মসজিদটিকে অপবিত্র করেছে। পাশাপাশি গেরুয়া সন্ত্রাসী স্টাইলে মসজিদের ছাদে এক ডজন ইসরাইলের পতাকা টাঙিয়ে দেয়। এ সময় ইহুদিদের নিরাপত্তা দিতে মুসলিমদের নানাভাবে হয়রানি করেছে ইহুদি সেনারা।
ছবি: ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে গানের কনসার্ট আয়োজন ও ইসরাইলি পতাকা টাঙিয়ে দেয় ইহুদিরা।
এদিকে পশ্চিম তীরে তিনটি মুসলিম মালিকানাধীন বাড়ি জোরপূর্বক বুলডজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।
ছবি: মুসলিমদের বাড়িঘর ধ্বংসের সময় ইসরাইলি বাহিনীর সতর্ক প্রহরা।
তথ্যসূত্র:
——–
1. IOF kills Palestinian during raid in Jericho
– https://tinyurl.com/mpcmerf3
2. IOF notifies demolition of 3 Palestinian homes in
– https://tinyurl.com/mpcmerf3
3. IOF raids homes, kidnaps two Palestinians in W. B
– https://tinyurl.com/9e3ap7ez
4. Over 150 settlers defile Aqsa Mosque under police gua
– https://tinyurl.com/5abewayn
5. Settlers defile Ibrahimi Mosque, hold nighttime celebration
– https://tinyurl.com/3wmpuxdy
পবিত্র রমজান মাসের শুরুতে ফিলিস্তিন জুড়ে ব্যাপক আগ্রসন শুরু করেছিল ইসরাইল। তবে রমজানের শেষের দিকে আগ্রাসন কিছুটা কমে আসলেও, রমজান শেষ হতে না হতেই পুরোনো রূপে ফিরেছে ইসরাইল।
খুন, গ্রেফতার ও ফিলিস্তিনি মুসলিমদের উৎখাত-উচ্ছেদ অভিযানসহ সব ধরনের আগ্রাসন পুনরায় শুরু করেছে ইহুদিরা। গত এক সপ্তাহে প্রায় এক ডজন ফিলিস্তিনিকে অপহরণ ও দুই ফিলিস্তিনি যুবককে খুন করেছে ইসরাইলি বাহিনী।
গত ২৪ এপ্রিল পশ্চিম তীরের জেরিকোর একটি শরণার্থী ক্যাম্পে ইসরাইলি সেনারা হামলা চালায়। এ সময় ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক নিহত হয়। এর এক দিন পর জেরুজালেমে আরও এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদি বাহিনী।
রমজান মাসের শেষ দিকে পবিত্র আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ইসরাইলী প্রশাসন। কিন্তু রমজান মাস শেষ হবার পর পরই দেড় শতাধিক ইহুদি নাগরিক সেনা প্রহরায় পবিত্র আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে। এ সময় ইহুদিদের নিরাপত্তা দিতে মুসলিমদের ওপর চড়াও হয় সেনারা। এমনকি কুরআন তেলাওয়াতরত অবস্থায় একজন তুর্কি যুবতিকে গ্রেফতার করেছে ইহুদি সেনারা।
ছবি: পবিত্র আল-আকসা প্রাঙ্গনে ইহুদি নাগরিকরা।
এছাড়াও আল-খলিল বা হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে গানের কনসার্টের আয়োজন করেছে ইহুদিরা। শত শত ইহুদি রাতভর নাচ-গান করে মসজিদটিকে অপবিত্র করেছে। পাশাপাশি গেরুয়া সন্ত্রাসী স্টাইলে মসজিদের ছাদে এক ডজন ইসরাইলের পতাকা টাঙিয়ে দেয়। এ সময় ইহুদিদের নিরাপত্তা দিতে মুসলিমদের নানাভাবে হয়রানি করেছে ইহুদি সেনারা।
ছবি: ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে গানের কনসার্ট আয়োজন ও ইসরাইলি পতাকা টাঙিয়ে দেয় ইহুদিরা।
এদিকে পশ্চিম তীরে তিনটি মুসলিম মালিকানাধীন বাড়ি জোরপূর্বক বুলডজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।
ছবি: মুসলিমদের বাড়িঘর ধ্বংসের সময় ইসরাইলি বাহিনীর সতর্ক প্রহরা।
তথ্যসূত্র:
——–
1. IOF kills Palestinian during raid in Jericho
– https://tinyurl.com/mpcmerf3
2. IOF notifies demolition of 3 Palestinian homes in
– https://tinyurl.com/mpcmerf3
3. IOF raids homes, kidnaps two Palestinians in W. B
– https://tinyurl.com/9e3ap7ez
4. Over 150 settlers defile Aqsa Mosque under police gua
– https://tinyurl.com/5abewayn
5. Settlers defile Ibrahimi Mosque, hold nighttime celebration
– https://tinyurl.com/3wmpuxdy