ভারতে মুসলিম যুবকের উপর হিন্দু ক্যাডারদের হামলা
মুসলিম বিরোধী মিছিল-শ্লোগানে উগ্র হিন্দুত্ববাদীরা, ফাইল ছবি।
ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুরে গত ১০ সেপ্টেম্বর রবিবার রাতে একদল হিন্দু ক্যাডার এক মুসলিম যুবককে আক্রমণ করে।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৮.৩০ এর দিকে কুনিয়ামুথুরের কুরিঞ্জি নগরের ২৬ বছর বয়সী এইচ আশিক আলি পার্শ্ববর্তী গঙ্গা নগরের আট রাস্তার এক কোণে অপেক্ষা করছিলেন। তখন ছয় সদস্যের একটি হিন্দু দল তাকে নানান বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আশিক তাদের প্রশ্নোত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ও গুরুত্ব না দিলে সেখানে ঝগড়া বেঁধে যায়। পরে উগ্র হিন্দুরা সদলবলে আশিককে কাঠের লাঠি দিয়ে মারধর করে।
একটি মুসলিম সংগঠনের সদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন, ভুক্তভুগি আশিকের বাবাও সেই সংগঠনের একজন সদস্য। পুলিশের ডেপুটি কমিশনার জি চন্দেশ ও তার দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা তাঁদেরকে শান্ত করার চেষ্টা করে।
পরবর্তীতে পুলিশ দাবি করেছে যে, তারা ঐ সম্পূর্ণ গ্যাংটাকেই শনাক্ত করতে সক্ষম হয়েছে, আর ইতিমধ্যে তারা প্রসাথ, অজয়কুমার, দিনেশ কুমার ও ভেংকটেস নামের ৪ জনকে গ্রেফতার করেছে। দিনেশ ও শক্তিবল নামের অপর দুইজন পলাতক রয়েছে।
ভারতে হিন্দু কর্তৃক মুসলিম নির্যাতনের ঘটনাগুলোর বেশিরভাগেরই সুষ্ঠু বিচার সম্পন্ন হয় না। পুলিশ হামলাকারীদের কাউকে গ্রেফতার করলেও, এর প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাস্তায় নামে, চাঁদা তুলে তারা অপরাধিদের জামিনে বের করে আনে বীরোচিত সনবরধনা দিয়ে। আর রাজা সিং-এর মতো এমএলএরা ঘোষণা দিয়ে মুসলিমদের উপর হামলাকারিদের বাঁচাতে তাদের জন্য পয়সা খরচ করে।
এই ঘটনার ক্ষেত্রেও এমন কিছু ঘটার আশংকা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. 4 right-wing cadres held for assaulting Muslim youth ( The Times of India )
– https://tinyurl.com/nzhsrf47
মুসলিম বিরোধী মিছিল-শ্লোগানে উগ্র হিন্দুত্ববাদীরা, ফাইল ছবি।
ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুরে গত ১০ সেপ্টেম্বর রবিবার রাতে একদল হিন্দু ক্যাডার এক মুসলিম যুবককে আক্রমণ করে।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৮.৩০ এর দিকে কুনিয়ামুথুরের কুরিঞ্জি নগরের ২৬ বছর বয়সী এইচ আশিক আলি পার্শ্ববর্তী গঙ্গা নগরের আট রাস্তার এক কোণে অপেক্ষা করছিলেন। তখন ছয় সদস্যের একটি হিন্দু দল তাকে নানান বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আশিক তাদের প্রশ্নোত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ও গুরুত্ব না দিলে সেখানে ঝগড়া বেঁধে যায়। পরে উগ্র হিন্দুরা সদলবলে আশিককে কাঠের লাঠি দিয়ে মারধর করে।
একটি মুসলিম সংগঠনের সদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন, ভুক্তভুগি আশিকের বাবাও সেই সংগঠনের একজন সদস্য। পুলিশের ডেপুটি কমিশনার জি চন্দেশ ও তার দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা তাঁদেরকে শান্ত করার চেষ্টা করে।
পরবর্তীতে পুলিশ দাবি করেছে যে, তারা ঐ সম্পূর্ণ গ্যাংটাকেই শনাক্ত করতে সক্ষম হয়েছে, আর ইতিমধ্যে তারা প্রসাথ, অজয়কুমার, দিনেশ কুমার ও ভেংকটেস নামের ৪ জনকে গ্রেফতার করেছে। দিনেশ ও শক্তিবল নামের অপর দুইজন পলাতক রয়েছে।
ভারতে হিন্দু কর্তৃক মুসলিম নির্যাতনের ঘটনাগুলোর বেশিরভাগেরই সুষ্ঠু বিচার সম্পন্ন হয় না। পুলিশ হামলাকারীদের কাউকে গ্রেফতার করলেও, এর প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাস্তায় নামে, চাঁদা তুলে তারা অপরাধিদের জামিনে বের করে আনে বীরোচিত সনবরধনা দিয়ে। আর রাজা সিং-এর মতো এমএলএরা ঘোষণা দিয়ে মুসলিমদের উপর হামলাকারিদের বাঁচাতে তাদের জন্য পয়সা খরচ করে।
এই ঘটনার ক্ষেত্রেও এমন কিছু ঘটার আশংকা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. 4 right-wing cadres held for assaulting Muslim youth ( The Times of India )
– https://tinyurl.com/nzhsrf47