দীপাবলির আতশবাজির বিস্ফোরণ ঘটিয়ে মুসলিমকে হত্যা
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের লিংক রোড থানা এলাকায় দীপাবলির রাতে বারুদ ভর্তি লোহার পাইপ বিস্ফোরণে একজন পথচারী মুসলিম নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আফজাল। পুলিশ জানায় যে, ঘটনাটি রাত ১১টার দিকে ঘটেছে।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আফজাল পটকা ফুটাতে থাকা একদল লোকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাদের মধ্যে প্রদীপ নামে এক হিন্দু বারুদ (সালফার এবং পটাশ) ভর্তি একটি লোহার পাইপের মাথায় আগুন জ্বালিয়ে আফজালের পিছনে ফেলে দেয়। ফলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আফজাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে, ভারী লোহা আফজালের মাথায় এবং পায়ে আঘাত করে। আঘাতপ্রাপ্ত জায়গাগুলো থেকে মারাত্মক রক্তক্ষরণ হয় আফজালের। ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে আফজাল ঝাড়খণ্ডের বাসিন্দা এবং বেশ কয়েক বছর ধরে গাজিয়াবাদে বসবাস করছিলেন। পুলিশ কিছু প্রতিবেশীর মাধ্যমে ঝাড়খন্ডে তার আত্মীয়দের সাথে যোগাযোগ করে এবং তাদের মৃত্যুর খবর জানায়।
তবে এই হিংসাত্মক কাজের মূল হোতা প্রদীপকে এখনো গ্রেফতার করেনি পুলিশ।
তথ্যসূত্র:
————
1. ‘Mischievous’ Firecracker Blast Kills Muslim Man in Ghaziabad on Diwali Night
– https://tinyurl.com/mrxhwkz3
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের লিংক রোড থানা এলাকায় দীপাবলির রাতে বারুদ ভর্তি লোহার পাইপ বিস্ফোরণে একজন পথচারী মুসলিম নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আফজাল। পুলিশ জানায় যে, ঘটনাটি রাত ১১টার দিকে ঘটেছে।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আফজাল পটকা ফুটাতে থাকা একদল লোকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাদের মধ্যে প্রদীপ নামে এক হিন্দু বারুদ (সালফার এবং পটাশ) ভর্তি একটি লোহার পাইপের মাথায় আগুন জ্বালিয়ে আফজালের পিছনে ফেলে দেয়। ফলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আফজাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে, ভারী লোহা আফজালের মাথায় এবং পায়ে আঘাত করে। আঘাতপ্রাপ্ত জায়গাগুলো থেকে মারাত্মক রক্তক্ষরণ হয় আফজালের। ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে আফজাল ঝাড়খণ্ডের বাসিন্দা এবং বেশ কয়েক বছর ধরে গাজিয়াবাদে বসবাস করছিলেন। পুলিশ কিছু প্রতিবেশীর মাধ্যমে ঝাড়খন্ডে তার আত্মীয়দের সাথে যোগাযোগ করে এবং তাদের মৃত্যুর খবর জানায়।
তবে এই হিংসাত্মক কাজের মূল হোতা প্রদীপকে এখনো গ্রেফতার করেনি পুলিশ।
তথ্যসূত্র:
————
1. ‘Mischievous’ Firecracker Blast Kills Muslim Man in Ghaziabad on Diwali Night
– https://tinyurl.com/mrxhwkz3