• রাফাহতে স্থল অভিযান চালানোর জন্য ইসরায়েলি বাহিনীকে আবারও রিজার্ভ সৈন্য রিক্রুট করার কথা বলেছে নেতানিয়াহু। ইতোমধ্যেই রাফাহ ও খান ইউনিসে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।
• লেবাননে একজন সিনিয়র হামাস নেতার উপর গুপ্ত হামলা চালায় ইসরায়েল। কিন্তু তিনি বেঁচে গেলেও, দুই জন সাধারণ মানুষ নিহত হয়েছে।
• মধ্য গাজার দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।
• গাজায় জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৮,১৭৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৬৭,৭৮৪ জন।
• ১০ই ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 গাজা শহরের জায়তুন এলাকায় ইয়াসিন ১০৫ রকেট দিয়ে ২টি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।
আল-কুদুস ব্রিগেড:
🔻 মাগাঝি ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻খান ইউনিসে একটি বাড়িতে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনেসর হাওয়াজ এলাকার আশপাশে জায়োনিস্ট অবস্থানে ৬০মিমি মর্টার শেল হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনাগন ও অ্যান্টি-পার্সনেল গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 গাজার দক্ষিণপূর্বে জায়োনিস্ট কমান্ড সেন্টারে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।