• মার্কিন যুক্তরাষ্ট্র আকাশ থেকে বিমানে করে সাহায্য পাঠানোর নামে ফিলিস্তিনি মুসলিমদের সাথে মজা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অক্সফাম ও ইউএসএইডের একজন সাবেক ডিরেক্টর।
• গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিহাইড্রেশন এবং অপুষ্টির কারণে গাজায় ১০ শিশু মারা গেছে।
• খাদ্য সহায়তা নেওয়ার জন্য জড়ো হওয়া ফিলিস্তিনি মুসলিমদের উপর গণহত্যা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১১৫ জন নিহত এবং অন্তত ৭৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
• জাতিসংঘের ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ দিক পর্যন্ত সাহায্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর কমপক্ষে ১৪টি হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,২২৮ জন ফিলিস্তিনি।
• ১ মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কুদুস ব্রিগেড:
🔻 গাজার উত্তরে ইরেজ ক্রসিংয়ের আশপাশে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 গাজায় জায়োনিস্ট দখলদারিত্বে এবং আসকালে রকেট হামলা চালিয়েছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 সায়ের গাইডেড মিসাইল দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা-৪ ট্যাংক ধ্বংস করেছেন। এই হামলাটি চালিয়েছেন উত্তর গাজার জাবালিয়ার পূর্বাঞ্চলে।
🔻 দক্ষিণ গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছেন। এসএএম-৭ দিয়ে হামলা চালিয়ে এটি ভূপাতিত করেন যোদ্ধারা।
আল-আকসা ব্রিগেড:
🔻 আবু মাতিবেক এলাকার আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন। এই হামলায় অংশ নিয়েছিলেন আল-আকসা ব্রিগেড এবং নাসের সালাহ আদ-দ্বীন ব্রিগেডের যোদ্ধারা।
🔻 খান ইউনিসের ভেতরে জায়োনিস্ট বাহিনীর সৈন্য সমাবেশে রকেট হামলা চালিয়েছেন।