ঘোষিত নিরাপদ অঞ্চলেও হামলা করছে ইসরায়েল, গাজায় নিহত ৪০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ১১ নভেম্বর, সোমবার নিহত হয়েছেন কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি। এদের মধ্যে উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার একটি আবাসিক ভবনের দুই ডজন বাসিন্দাও রয়েছেন।
এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ১২ নভেম্বর, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাকে “নিরাপদ অঞ্চল” হিসাবে ঘোষণা করেছিল।
গাজার মানবাধিকার গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) জানিয়েছে, ভোরে জাবালিয়ার তিনতলা একটি ভবন ইসরায়েলি হামলায় ধ্বংস হলে সেখানে অন্তত ২৪ জন নিহত হন। এ সময় আশপাশের বাড়িগুলোর আরও অন্তত ৩০ জন আহত হন।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, যুদ্ধ-বিধ্বস্ত এই ছিটমহলের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমে অবস্থিত ছোট তাঁবুর ওই ক্যাফেতে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার গভীর রাতে কমপক্ষে ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।
হানি মাহমুদ জানান, লোকেরা ওই ক্যাফেতে ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য যেত। গতকাল ড্রোন থেকে ক্যাফেতে দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই হামলায় আরও সাতজন আহত হয়েছে বলে জানান তিনি।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৩ হাজার ৬০৩ জন। এছাড়া আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।
তথ্যসূত্র:
1. At least 40 killed in Gaza as Israeli drone attacks ‘safe zone’ café
– https://tinyurl.com/cajpkhx3
2.At least 40 Palestinians killed in Israeli strikes in Gaza: medics
– https://tinyurl.com/52nuxw4a