চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির
রাম্বল থেকে ভিডিও দেখুন:
রাম্বল লিংক: https://rumble.com/v5tiwvk–al-firdaws.html?e9s=src_v1_ucp
বিটকিউট থেকে ভিডিও দেখুন:
বিটকিউট লিংক: https://www.bitchute.com/video/w9YGa1vENQGh
আর্কাইভ লিংক: https://archive.org/details/varoter-bjp-hoshiyari
বাংলাদেশে গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার (২৫ নভেম্বর) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালিঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। ওই বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানায় বিজেপির ওই নেতা।
এ সময় বাংলাদেশে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু জানিয়েছে, আমরা এ খবরে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত।
সে বলে, চিন্ময় কৃষ্ণ দাশ প্রভুকে ড. ইউনূসের সরকার গ্রেফতার করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
এরপরই রাজ্যটির বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলে, চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোনো পরিষেবা যেতে দেবো না।
তথ্যসূত্রঃ
১. চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির
– https://tinyurl.com/4652pcwy