টঙ্গীর উড়াল সড়কের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিআরটি উড়াল সড়কের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ৯ নভেম্বর সকাল নয়টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, সকালে স্থানীয় লোকজন বিআরটি প্রকল্পের উড়াল সড়কের ৬৮ নাম্বার পিলারের পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে লাশ এনে উড়ল সড়কের নিচে ফেলে গেছে।
তিনি আরো জানান, লাশ পরিচয় সনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর পাঠানো হয়েছে। আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তথ্যসূত্র:
1. বিআরটি উড়াল সড়কের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
– https://tinyurl.com/nhzrz7a8