"এবার মসজিদ গুড়িয়ে দেওয়া শুরু করলো বর্বর ইসরাইল"
মুসলিমদের বাড়ি-ঘর, রাস্তা-ঘাটে ও কবরস্তান ধ্বংস করতে করতে এখন পবিত্র মসজিদ ধ্বংসের কাজও শুরু করেছে দখলদার ইসরাইল। পশ্চিম তীরের নাবলুসে গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) 'অবৈধ স্থাপনা' আখ্যা দিয়ে তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে এক যুগ আগে স্থাপিত হওয়া একটি মসজিদ।
মসজিদটি ধ্বংস করার সময় পবিত্র কোরআনের কয়েকটি কপি মাটিতে পরে থাকতে দেখা গেছে। পরে ফিলিস্তিনিরা কোরআনের কপিগুলো উদ্ধার করে।
অন্যদিকে জেরুজালেমের একটি এলাকায় দু'টি ফিলিস্তিনি দোকান গুড়িয়ে দিয়েছে ইসরাইল। গত তিন মাস আগেও এখানে ১৮টি দোকান গুড়িয়ে দিয়েছিল বর্বর ইসরাইল। এরই ধারাবাহিকতায় গতকাল এ দোকান দুটো ধ্বংস করে দিল দখলদার সন্ত্রাসীরা।
এছাড়াও দক্ষিণ জেরুজালেমের একটি মহল্লায় অবৈধ স্থাপনার অজুহাতে একটি ফিলিস্তিনির বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে। একতলা এ বাড়িটি ১১ বছর আগে নির্মাণ করা হয়েছিল।
মসজিদ গুড়িয়ে দেয়ার ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন পশ্চিম তীর ও জেরুজালেমে ৩ হাজারের বেশি অবৈধ বসতি নির্মাণের সিদ্ধান্ত নেয় দখলদার ইসরাইল। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসরাইল বহুদিন ধরে গ্রেফতার ও খুনের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিল ইসরাইল।
তথ্যসূত্র :
-------
১। Pictures| Israeli forces demolish Palestinian mosque in Nablus
২। Statistics on House / Structure Demolitions
৩। Pictures| Israeli forces demolish two-Palestinian-owned stores in Jerusalem
৪। Pictures| Israeli forces demolish Palestinian-owned house in occupied Jerusalem
মুসলিমদের বাড়ি-ঘর, রাস্তা-ঘাটে ও কবরস্তান ধ্বংস করতে করতে এখন পবিত্র মসজিদ ধ্বংসের কাজও শুরু করেছে দখলদার ইসরাইল। পশ্চিম তীরের নাবলুসে গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) 'অবৈধ স্থাপনা' আখ্যা দিয়ে তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে এক যুগ আগে স্থাপিত হওয়া একটি মসজিদ।
মসজিদটি ধ্বংস করার সময় পবিত্র কোরআনের কয়েকটি কপি মাটিতে পরে থাকতে দেখা গেছে। পরে ফিলিস্তিনিরা কোরআনের কপিগুলো উদ্ধার করে।
অন্যদিকে জেরুজালেমের একটি এলাকায় দু'টি ফিলিস্তিনি দোকান গুড়িয়ে দিয়েছে ইসরাইল। গত তিন মাস আগেও এখানে ১৮টি দোকান গুড়িয়ে দিয়েছিল বর্বর ইসরাইল। এরই ধারাবাহিকতায় গতকাল এ দোকান দুটো ধ্বংস করে দিল দখলদার সন্ত্রাসীরা।
এছাড়াও দক্ষিণ জেরুজালেমের একটি মহল্লায় অবৈধ স্থাপনার অজুহাতে একটি ফিলিস্তিনির বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে। একতলা এ বাড়িটি ১১ বছর আগে নির্মাণ করা হয়েছিল।
মসজিদ গুড়িয়ে দেয়ার ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন পশ্চিম তীর ও জেরুজালেমে ৩ হাজারের বেশি অবৈধ বসতি নির্মাণের সিদ্ধান্ত নেয় দখলদার ইসরাইল। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসরাইল বহুদিন ধরে গ্রেফতার ও খুনের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিল ইসরাইল।
তথ্যসূত্র :
-------
১। Pictures| Israeli forces demolish Palestinian mosque in Nablus
২। Statistics on House / Structure Demolitions
৩। Pictures| Israeli forces demolish two-Palestinian-owned stores in Jerusalem
৪। Pictures| Israeli forces demolish Palestinian-owned house in occupied Jerusalem