ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে
ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী
ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী
একের পর এক উসকানি দিয়ে চলেছে ভারত। এবার বাংলাদেশ সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।) ফেনীর পরশুরামে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন (২০) নামের এক তরুণকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছেন তার পরিবার।
বুধবার (৪ ডিসেম্বর) ভোরে পৌর এলাকার বিলোনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ ইয়াসিন ভারতের একটি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি পৌর এলাকার বাউরখুমা গ্রামের মিজান মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ইয়াসিন বিলোনিয়ার ভারত সীমান্ত সংলগ্ন কাঁটাতারের পাশে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ধরে নিয়ে যায়। এ সময় তাকে ব্যাপক মারধর করে মাথায় গুরুতর জখম করে। পরে বিএসএফ আহত ইয়াসিনকে বিলোনিয়া পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ প্রথমে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিলোনিয়ার পুলিশ শান্তিনগর সরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইয়াসিনের মা রাহেলা আক্তার অভিযোগ করে জানান, তার ছেলে পেশায় একজন টমটমচালক। বুধবার ভোরে সীমান্তবর্তী এলাকায় গেলে বিএসএফরা তাকে ধরে নিয়ে যায়। এরপর তাকে মারধর করে গুরুতর জখম করে।
বিজিবি-৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম জানান, বিষয়টি তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। প্রকৃত ঘটনা জানার পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।
স্থানীয় গণমাধ্যমসূত্রে আরও জানা যায়, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তে বাংলাদেশের দিকে মাইক মুখ করে দিয়ে উঁচু আওয়াজে বিশৃঙ্খলামূলক আলোচনা করেছে। ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের এমন কার্যক্রমে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা বাহিনী।
তথ্যসূত্র:
১. বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি তরুণকে নির্যাতনের অভিযোগ
– https://tinyurl.com/y2ssad8a