• উত্তর গাজার বেইত লাহিয়াতে কৃষি জমিতে খাবারের খোঁজে যাওয়ার পর দুই ফিলিস্তিনি মেয়েকে টার্গেট করে একজনকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী। ছবি এবং স্বাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে এই হত্যার।
• ইসরায়েলি অবরোধের কারণে উত্তর গাজায় শত শত, হাজার হাজার ফিলিস্তিনি ক্ষুধার্ত অবস্থান দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি একটিভিস্ট এবং অধিকার কর্মী অ্যাডভোকেট মুস্তফা বারগুতি।
• গাজায় অনাহারে থেকে ২ মাস বয়সী এক বাচ্চা মারা গেছে।
• রাফাতে স্থল আগ্রাসন চালানোর পরিকল্পনা নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রীসভার সামনে উপস্থাপন করছে। পাশাপাশি রাফা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করারও পরিকল্পনা করছে বলে জানিয়েছে নেতানিয়াহু।
• ২৫শে ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ-
আল-কাসসাম ব্রিগেড:
🔻 জাবালিয়া এলাকায় কালবা ২২ এ অবস্থানকারী জায়োনিস্ট বাহিনীর উপর গাইডেড মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
🔻 খান ইউনিসের পূর্বে আবু আবসাল গেটের আশপাশে শত্রু সৈন্যদের উপর মর্টার শেল নিক্ষেপ করেছেন মুজাহিদগণ।
🔻গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণে স্টারস হলের কাছে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
🔻 গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণে দাওয়া স্টেট জংশনের আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
আল কুদুস ব্রিগেড:
🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 গাজা শহরের জায়তুন এলাকার উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর সাথে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন।
উমার আল-কাসিম বাহিনী:
🔻 জায়তুন এলাকার পূর্বে বিয়ারা সাকাল্লায় জায়োনিস্ট বাহিনীর সামরিক যানের সমাবেশে আল-কাসসাম ব্রিগেড, আল-কুদুস ব্রিগেড এবং উমার আল-কাসিম বাহিনী মিলে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
আল-আসিফা বাহিনী:
🔻 খান ইউনিসের পূর্বে আল-জালাল মসজিদের আশপাশে জায়োনিস্ট সামরিক অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 জায়তুন এলাকার উপকণ্ঠে মেশিনগান ব্যবহার করে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।
🔻 জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা ট্যাংকে তানডেম রকেট দিয়ে সরাসরি হামলা চালিয়েছেন।
🔻 নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন।
🔻 আল-আমাল এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে আরপিজি এবং বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে যুদ্ধ করেছেন।
🔻 একটি ভবনে অবরুদ্ধ জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এতে জায়োনিস্ট সন্ত্রাসীরা হতাহত হয়েছে এবং প্রতিরোধ যোদ্ধারা কিছু সংখ্যক সামরিক উপকরণ গনিমত লাভ করেছেন।
🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ১০৭মিমি স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।