Announcement

Collapse
No announcement yet.

ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪


    উত্তর গাজার দুটি হাসপাতালে জেনারেটর চালানোর জন্য কোনো জ্বালানি অবশিষ্ট নেই।
    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বলেছে, গাজায় মানবাধিকার সংগঠনগুলোকে কার্যক্রম চালাতে দিচ্ছে না ইসরায়েল। সহযোগিতাবাহী গাড়িতেও বার বার আক্রমণ চালানো হয়েছে।
    কামাল আদওয়ান এবং আল-শিফা হাসপাতালে ৬ শিশু মারা গেছে। তারা ডিহাইড্রেশন এবং তীব্র অপুষ্টির কারণে মারা গেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে সন্ত্রাসী ইসরায়েল।
    গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৯,৯৫৪ জন ফিলিস্তিনি।
    ২৮শে ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর হামলার বিবরণ:

    আল-কাসসাম ব্রিগেড:

    🔻 দখলীকৃত উত্তর ফিলিস্তিনের জায়োনিস্ট বাহিনীর পূর্বাঞ্চলীয় ব্রিগেড ৭৬৯ এর কমান্ড হেডকোয়ার্টার এবং বেইত হিলেলে এয়ারপোর্ট ব্যারাকে ২ ধাপে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এই হামলা চালানো হয়েছে দক্ষিণ লেবানন থেকে।
    🔻 খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট বাহিনী একটি ভবনে অবস্থান নিয়েছিল। জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর ঐ ভবনে অ্যান্টি পার্সনেল রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদরা।
    🔻 খান ইউনিসের পশ্চিমে শাফী মসজিদের কাছে ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধে এক জায়োনিস্ট সৈন্যকে আহত করেছেন।
    🔻আবাসান আল-কাবিরা এলাকায় আগে থেকেই পুঁতে রাখা শুওয়াজ বিস্ফোরক এবং আরেকটি বিস্ফোরক ডিভাইস দিয়ে জায়োনিস্ট বাহিনীর এপিসিতে (সামরিক সৈন্যবাহী গাড়ি) হামলা চালিয়েছেন।
    🔻 খান ইউনিসের প্রজেক্ট রোডে ইয়াসিন ১০৫ এবং তানডেম রকেট দিয়ে জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা-৪ ট্যাংকে হামলা করেছেন।🔻 জায়তুন এলাকার আল-নাজম স্টারস হলের পেছনে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।

    আল-কুদুস ব্রিগেড:

    🔻 কিসুফিমে জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।
    🔻 খান ইউনিসের পশ্চিমে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংক এবং আরেকটি ডি৯-বুলডোজারকে তানডেম শেল এবং আরপিজি দিয়ে হামলা করেছেন।
    🔻 খান ইউনিসের কারাআরা এলাকায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর ৪ সদস্যের উপর হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। এসময় ৪ সৈন্যকেই নিহত বা আহত করা হয়েছে।
    🔻 জায়তুন এলাকার স্ট্রিট ১০-এ জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

    আল-আকসা ব্রিগেড:

    🔻 খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর ২টি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
    🔻 আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট বাহিনীর একটি এপিসিতে বিস্ফোরক ডিভাইস ‘স্টর্ম’ ব্যবহার করে হামলা চালিয়েছেন।🔻জায়তুন এলাকার দক্ষিণ, দক্ষিণপূর্বে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
    🔻 খান ইউনিসের পূর্বে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

    উমার আল-কাসিম বাহিনী:

    🔻 খান ইউনিসের আল-বালাদ এলাকায় জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।🔻খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

    মুজাহিদিন ব্রিগেড:

    🔻 জায়তুনের দক্ষিণাঞ্চলে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
    🔻 জায়তুনের পূর্বে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।
    🔻 খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর সাথে উপযুক্ত যুদ্ধাস্ত্র ব্যবহার করে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org
Working...
X