নিলাম পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন খনিজ সীসা ও দস্তা বিক্রয় করল ইমারতে ইসলামিয়া
নিলাম পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন খনিজ সীসা ও দস্তা বিক্রয় করেছে ইমারতে ইসলামিয়ার পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আফগানিস্তানের বামিয়ান প্রদেশে এই নিলাম অধিবেশন অনুষ্ঠিত হয়। ৪১টি বেসরকারি কোম্পানি এই নিলামে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ডঃ আনোয়ারি আচাক হেলমান্দি মাইনিং কোম্পানি নিলামে বিজয় লাভ করে।
প্রতি মেট্রিক টন ২৮ হাজার ৯৯৫ আফগানির বিপরীতে কোম্পানিটির নিকট উক্ত খনিজ সম্পদ উত্তোলন ও বিক্রয়ে সম্মত হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নিলাম অধিবেশনে অংশগ্রহণ করেছেন মন্ত্রণালয়টির অর্থ ও প্রশাসন বিভাগের ডেপুটি মৌলভী হেসামুদ্দিন সাবেরি হাফিযাহুল্লাহ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের বক্তব্যে সততা ও নিষ্ঠার সাথে জাতির সেবায় সম্মিলিত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেছেন ডেপুটি হেসামুদ্দিন হাফিযাহুল্লাহ। দেশে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহারের প্রতি তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান, যেন দেশের অবকাঠামো উন্নয়ন ও নাগরিকদের উন্নত জীবনযাপনে এই সম্পদ ভূমিকা পালন করে।
তথ্যসূত্র:
1. Ministry of Mines and Petroleum Holds Tender for 10,000 Tons of Lead and Zinc in Bamyan
– https://tinyurl.com/4jv7pujk