বিগত ৩ বছরে অকেজো সামরিক যানসমূহের ৭০ শতাংশ সচল করেছে তালেবান সেনাবাহিনী
বিগত পুতুল প্রশাসন ও মার্কিন বাহিনীর রেখে যাওয়া অকেজো সামরিক যানের ৭০ শতাংশ চালুযোগ্য করে তুলেছে তালেবান সেনাবাহিনীর কারিগরি বিভাগ। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কারিগরি বিভাগের প্রধান আলাউদ্দিন আগা হাফিযাহুল্লাহ এই তথ্য জানান। এই যানসমূহ ইতোমধ্যে মন্ত্রণালয়ে নিবন্ধিত হয়েছে। এছাড়া অকেজো থাকা অবশিষ্ট সামরিক যানসমূহ পর্যায়ক্রমে মেরামত সম্পন্ন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তালেবান সেনাবাহিনীর ২০৯ তম ফাতেহ কর্পস শাখার কমান্ডার নাকিবুল্লাহ আজিজি হাফিযাহুল্লাহ জানান, ইমারতে ইসলামিয়ার শাসনামলের বিগত ৩ বছরে ৫ হাজার ৪৭টি সামরিক যান ও ভারী অস্ত্রশস্ত্র সফলভাবে সংস্কার করেছে এই সামরিক শাখার কারিগরি বিভাগ। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১ হাজার ৩৯২টি রেঞ্জার ট্রাক, ৭৩০টি হামভি ট্যাংক, ৪৭৯টি আন্তর্জাতিক ট্রাক, ২৫৪টি ভারী যানবাহন, ২১টি যুদ্ধ ট্যাংক, ৩৩তি চার চাকার মোটরসাইকেল ও ৭৪৫টি অন্যান্য সামরিক যানবাহন। এছাড়া ২৫৩ ইউনিট ভারী অস্ত্রশস্ত্র ও কয়েক হাজার মিটার সামরিক আশ্রয়কেন্দ্র মেরামত করেছেন সংশ্লিষ্ট কারিগরি সদস্যগণ।
কমান্ডার নাকিবুল্লাহ হাফিযাহুল্লাহ’র দেয়া তথ্যমতে, চলতি বছরে (হিজরি সৌরসাল ১৪০৩) ২ হাজার ১৮টি সামরিক যান সচল করেছে ২০৯ আল-ফাতেহ কর্পস। পরিচালিত মেরামত কার্যক্রম উক্ত সামরিক শাখার সদস্যদের কঠোর সাধানা ও প্রযুক্তিগত সক্ষমতার দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন দায়িত্বশীলগণ। দক্ষতা ও দায়িত্ব পালনের স্বিকৃতি স্বরূপ বেশ কয়েকজন প্রকৌশলীকে পুরস্কৃত করেছে এই শাখাটি।
তথ্যসূত্র:
1. Ministry of Defense: 70% of Military Vehicles Repaired and Ready for Use
– https://tinyurl.com/y3y6ymxu
2. Over 5,000 Military Vehicles and Weapons Restored by 209th Al-Fath Army Corps
– https://tinyurl.com/3eakhr5k