চীন থেকে আফগানিস্তানে সরাসরি রেলপথে প্রথম বাণিজ্য সফলভাবে সম্পন্ন
আঞ্চলিক দেশসমূহের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই জোরদার করে চলেছে। সম্প্রতি সরাসরি রেলপথে প্রথমবারের মত চীন হতে আফগানিস্তানে বাণিজ্যিক পণ্য প্রেরণ করেছে চীনা কর্তৃপক্ষ। এই চালানে ৫৫টি কন্টেইনার ছিল। পণ্যবাহী রেলটি কাজাখিস্তান ও উজবেকিস্তান হয়ে ইতোমধ্যে আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে পৌঁছেছে।
এর আগে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ধারাবাহিকভাবে চীন, কাজাখিস্তান ও উজবেকিস্তান সফর করেছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী মৌলভী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মৌলভী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। এছাড়া বালখ প্রদেশের গভর্নর, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কার্যালয়ের প্রাদেশিক পরিচালক এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, মাত্র ২২দিন সময়ের ব্যবধানে মালবাহী রেলটি চীন হতে আফগানিস্তানে পৌঁছায়। এটি ফেরত যাবার পথে আফগানিস্তান হতে রপ্তানি পণ্য চীনে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রেলপথটি প্রতিবেশী দেশসমূহের সাথে আফগানিস্তানের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজতর করবে বলে বিবেচনা করছেন বিশ্লেষকগণ।
তথ্যসূত্র:
1. First direct shipment arrives from China to Afghanistan
– https://tinyurl.com/bdrfvu5d