Announcement

Collapse
No announcement yet.

৪টি প্রদেশে শীতার্তদের সহায়তার উদ্দেশ্যে ইমারতে ইসলামিয়ার চুক্তি স্বাক্ষর

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ৪টি প্রদেশে শীতার্তদের সহায়তার উদ্দেশ্যে ইমারতে ইসলামিয়ার চুক্তি স্বাক্ষর

    ৪টি প্রদেশে শীতার্তদের সহায়তার উদ্দেশ্যে
    ইমারতে ইসলামিয়ার চুক্তি স্বাক্ষর




    আফগানিস্তানের মানব কল্যাণ সংস্থার সাথে দু’টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়ার অর্থ ও প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অর্থ ও প্রশাসন মহাপরিচালক এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মৌলভী মুহাম্মদ আলম আলামিয়ার হাফিযাহুল্লাহ চুক্তি দু’টিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরিত চুক্তির উদ্দেশ্য হল দেশের ৪টি প্রদেশে অসহায় জনগোষ্ঠীর শীতবস্ত্র ও অন্যান্য চাহিদা পূরণ করা। উল্লেখ্য যে, Organization of Human Welfare (OHW) বা মানব কল্যাণ সংস্থা আফগানিস্তানের একটি সেবামূলক ও বেসরকারি অরাজনৈতিক প্রতিষ্ঠান।

    শীতার্তদের সহায়তা প্রদান ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বাড়ানোর প্রতি চুক্তিতে গুরুত্বারোপ করা হয়েছে। ১ম চুক্তির মূল্য ৭ লক্ষ ৩৭ হাজার ৫৪৮ ডলার। এটির আওতায় হেলমন্দ, সারেপুল ও তাখার প্রদেশের ১ হাজার ৮৩০ টি অসহায় পরিবারকে সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে হেলমন্দ প্রদেশে ৭২০ টি, সারেপুল প্রদেশে ৩৪০টি ও তাখার প্রদেশে ৭৭০টি পরিবার অন্তর্ভুক্ত রয়েছে। শীতকালীন জ্বালানির জন্য প্রতি পরিবারে ২০০ ডলার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া শীতের পোশাক ও কম্বলের জন্য যথাক্রমে ৭৪ ডলার ও ৫৭ ডলার করে বরাদ্দ রাখা হয়েছে।

    ২য় চুক্তির মূল্য ৯৩ হাজার ৫৫৪ ডলার। এটির আওতায় হেরাত প্রদেশের ইঞ্জিল জেলায় সহায়তা সরবরাহ করা হবে। উক্ত জেলায় ১৫০টি পরিবারের জন্য ৭৫টি শৌচাগার নির্মাণ করা হবে। এছাড়া প্রতিটি পরিবারে ৫টি কম্বল ও ৭০ ডলারের সমতুল্য নগদ আফগানি অর্থ বিতরণ করা হবে। পাশাপাশি ১৫০টি পরিবারে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে, ৭৫টি পরিবারের জন্য পানি পরিশোধন ব্যবস্থা স্থাপন করা হবে।


    তথ্যসূত্র:
    1. Two MoUs Signed to Support Vulnerable Families in Four Provinces
    https://tinyurl.com/3vjjs2x6



    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org
Working...
X