আফগানিস্তানের ফারাহ প্রদেশে নতুন ১টি খাদ্য
ও পানীয় উৎপাদন কোম্পানির যাত্রা
ও পানীয় উৎপাদন কোম্পানির যাত্রা
আফগানিস্তানের ফারাহ প্রদেশে নতুন ১টি খাদ্য ও পানীয় উৎপাদন কোম্পানি উদ্বোধন করা হয়েছে। দেলচাসব নামের এই কোম্পানি একজন দেশীয় উদ্যোক্তা কর্তৃক স্থাপিত হয়েছে। এতে বিনিয়োগ করা হয়েছে ২ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার।
কোম্পানিটির দৈনিক ২ হাজার ৫০০ প্যাকেট মিনারেল ওয়াটার ও পানীয় উৎপাদনের সক্ষমতা রয়েছে। বর্তমানে এতে ৪০ জন তরুণ কাজ করছেন বলে জানান কোম্পানি প্রধান জাওয়াদ গফুরি।
বিনিয়োগ ও কাঁচামালের ক্ষেত্রে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে এই সকল সুযোগ-সুবিধাদি তুলে ধরেছেন ফারাহ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের প্রধান হাফিজ শামসুল হক আজমল হাফিযাহুল্লাহ। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা গ্রহণ ও কারখানা লাইসেন্স অর্জনে তিনি ব্যবসায়ীদের উৎসাহিত করেন।
তিনি আরও জানান, ফারাহ প্রদেশে প্রায় ৪০ টি উৎপাদন কারখানা বর্তমানে সক্রিয় রয়েছে, যেখানে গড়ে ৫০ জন করে শ্রমিক কর্মরত রয়েছেন। পণ্যের গুণগত মান ও পরিবেশবান্ধব প্রভাব বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।
তথ্যসূত্র:
1. New Food and Beverage Production Company Launched in Farah
– https://tinyurl.com/5bh85fpk