Announcement

Collapse
No announcement yet.

দারুল ইসলাম ও দারুল হারব : প্রামাণ্য পর্যালোচনা। [প্রথম পর্ব]

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • দারুল ইসলাম ও দারুল হারব : প্রামাণ্য পর্যালোচনা। [প্রথম পর্ব]

    বিসমিল্লাহির রহমানির রহীম ।
    [প্রথম পর্ব.....]
    বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর পরিচিতি, প্রকারভেদ ও এসংক্রান্ত নানা বিধিনিষেধ জানা। গুরুত্বের বিচারে এটা অত্যন্ত জরুরি হলেও দুঃখের বিষয় যে, এ মাসআলার ব্যাপারে বর্তমানের অধিকাংশ মানুষই উদাসীন। সাধারণরা তো দূরে থাক; সত্য কথা হলো, অনেক আলিমেরও এ বিষয়ে তেমন অধ্যয়ন নেই। আর এজন্য তাদের বিভিন্ন দলিলবিহীন কথার কারণে অনেক মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। তাই দীর্ঘ সময় ব্যয় করে কুরআন, হাদিস ও চার মাজহাবের ফুকাহায়ে কিরামের রায় সামনে রেখে এ বিষয়ে দলিলসমৃদ্ধ আলোচনা সিরিজ করার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম, যাতে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’ নিয়ে সবার ভুল ধারণা দূর হয়ে এ বিষয়ে সঠিক ধারণার সৃষ্টি হয় । আল্লাহ-ই আমাদের সাহায্যকারী এবং তিনিই আমাদের উত্তম অভিভাবক।
    আলোচনা ও বোঝার সুবিধার্থে আলোচনা সিরিজটিকে আমরা মোট পাঁচটি অধ্যায়ে বিন্যস্ত করব। প্রথম অধ্যায়ে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর শরয়ি ভিত্তি, দ্বিতীয় অধ্যায়ে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’ এর সংজ্ঞা ও পরিচিতি, তৃতীয় অধ্যায়ে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর প্রকারভেদ ও প্রেক্ষিত ‘দারুল আমান’, চতুর্থ অধ্যায়ে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর রূপান্তর ও পঞ্চম অধ্যায়ে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ নিয়ে আলোচনা হবে। আমরা এ পাঁচটি বিষয়কে পাঁচটি অধ্যায়ে বিন্যস্ত করে বিস্তারিত ও প্রামাণ্য আলোচনা করার প্রয়াস পাব, ইনশাআল্লাহ।
    _______________________
    প্রথম অধ্যায় : ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর শরয়ি ভিত্তি
    বর্তমানে কিছু লোক দেখা যায়, যারা ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’ পরিভাষা দুটিকে একেবারেই গুরুত্বহীন ও হালকা মনে করে থাকে। তাদের ধারণা, এসব যেহেতু ইজতিহাদি বিষয়, তাই ‘দার’-কে দু’ভাগে সীমাবদ্ধ রাখা আবশ্যকীয় কিছু নয়; বরং এতে প্রকার আরও কমবেশ বা পরিবর্তন হতে পারে। অথচ এ পরিভাষা ও তার প্রকারভেদ সুদীর্ঘ বারো শতাব্দীকাল ধরে ফুকাহায়ে কিরামের মাঝে নিরবচ্ছিন্নধারায় চলে আসছে। আর তাই এটাকে একপ্রকার ইজমা দাবি করলেও অত্যুক্তি হবে না বোধহয়।
    বস্তুত ‘দারুল ইসলাম’ ও 'দারুল হারব'-এর শরয়ি উৎসমূল জানা থাকলে এসব পরিভাষা পরিবর্তন করে নতুন ইজতিহাদের দাবি করার দুঃসাহস কেউ দেখাত না। কেননা, হাদিস ও আসারের একাধিক বর্ণনা থেকে বুঝা যায়, ‘দার’ সাধারণত দু’প্রকারেরই হয়ে থাকে। বিভিন্ন বর্ণনায় স্পষ্টভাবে বা ইঙ্গিতে এ প্রকারভেদের দলিল পাওয়া যায়। আমরা সেসব বর্ণনা থেকে এখানে কতিপয় বর্ণনা তুলে ধরছি।
    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেনাভিযানকালে একজন সেনাপতিকে উপদেশ দিতে গিয়ে বললেন :
    ﻭَﺇِﺫَﺍ ﻟَﻘِﻴﺖَ ﻋَﺪُﻭَّﻙَ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺸْﺮِﻛِﻴﻦَ، ﻓَﺎﺩْﻋُﻬُﻢْ ﺇِﻟَﻰ ﺛَﻠَﺎﺙِ ﺧِﺼَﺎﻝٍ - ﺃَﻭْ ﺧِﻠَﺎﻝٍ - ﻓَﺄَﻳَّﺘُﻬُﻦَّ ﻣَﺎ ﺃَﺟَﺎﺑُﻮﻙَ ﻓَﺎﻗْﺒَﻞْ ﻣِﻨْﻬُﻢْ، ﻭَﻛُﻒَّ ﻋَﻨْﻬُﻢْ، ﺛُﻢَّ ﺍﺩْﻋُﻬُﻢْ ﺇِﻟَﻰ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ، ﻓَﺈِﻥْ ﺃَﺟَﺎﺑُﻮﻙَ، ﻓَﺎﻗْﺒَﻞْ ﻣِﻨْﻬُﻢْ، ﻭَﻛُﻒَّ ﻋَﻨْﻬُﻢْ، ﺛُﻢَّ ﺍﺩْﻋُﻬُﻢْ ﺇِﻟَﻰ ﺍﻟﺘَّﺤَﻮُّﻝِ ﻣِﻦْ ﺩَﺍﺭِﻫِﻢْ ﺇِﻟَﻰ ﺩَﺍﺭِ ﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮِﻳﻦَ
    ‘আর যখন তোমার শত্রু মুশরিকদের সাক্ষাৎ পাবে, তখন তাদের তিনটি বিষয়ের দিকে আহবান করবে। তারা এগুলো থেকে যেটাই গ্রহন করুক, তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নেবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকবে। (প্রথমে) তাদেরকে ইসলামের দিকে আহবান করবে। যদি তারা তোমার এ আহবানে সাড়া দেয়, তবে তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নেবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে নিবৃত্ত থাকবে। এরপর তুমি তাদেরকে তাদের ‘দার’ (এলাকা বা দেশ) থেকে মুহাজিরদের ‘দার’-এর দিকে চলে যাওয়ার আহবান জানাবে।’ (সহিহু মুসলিম : ৩/১৩৫৭, হা. নং ১৭৩১, প্রকাশনী : দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)
    এ হাদিসে ‘মুশরিকদের দার’ আর ‘মুহাজিরদের দার’ বলে স্পষ্টত ‘দার’ দুটি হওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে। মুশরিকদের ‘দার’-কে বলা হয় ‘দারুশ শিরক’ বা ‘দারুল হারব’। আর মুহাজিরদের ‘দার’-কে বলা হয় ‘দারুল হিজরাহ’ বা ‘দারুল ইসলাম’।
    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন :
    ﻟَﺎ ﻳَﻘْﺒَﻞُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ ﻣِﻦْ ﻣُﺸْﺮِﻙٍ ﺑَﻌْﺪَﻣَﺎ ﺃَﺳْﻠَﻢَ ﻋَﻤَﻠًﺎ، ﺃَﻭْ ﻳُﻔَﺎﺭِﻕَ ﺍﻟْﻤُﺸْﺮِﻛِﻴﻦَ ﺇِﻟَﻰ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ
    ‘কোনো মুশরিক ইসলাম গ্রহণের পরও আল্লাহ তার কোনো আমল কবুল করেন না, যতক্ষণ না সে মুশরিকদের (এলাকা) ত্যাগ করে মুসলিমদের কাছে (এলাকাতে) চলে আসে।’ (সুনানুন নাসায়ি : ৫/৮২, হা. নং ২৫৬৮, প্রকাশনী : মাকতাবুল মাতবুআতিল ইসলামিয়া, হালব)
    এ হাদিসে ‘মুশরিকদের (এলাকা) ত্যাগ করে মুসলিমদের কাছে (এলাকাতে) চলে আসে’ উক্তিটির মাঝে ‘দার’ দুটি হওয়ার দিকেই ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ একটি হলো মুশরিকদের ভূমি, যাকে ‘দারুল হারব’ বলা হয়, আর অপরটি হলো মুসলিমদের ভূমি, যাকে দারুল ইসলাম’ বলা হয়।
    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন :
    ﻋَﻘْﺮُ ﺩَﺍﺭِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺑِﺎﻟﺸَّﺎﻡِ
    ‘দারুল ইসলামের মূলভূমি হলো শামে।’ (আল-মুজামুল কাবির, তাবারানি : ৭/৫৩, হা. নং ৬৩৫৯, প্রকাশনী : মাকতাবাতু ইবনি তাইমিয়া, কায়রো)
    আব্দুল্লাহ বিন আব্বাস রা. বলেন :
    ﻭَﻛَﺎﻥَ ﻣِﻦَ ﺍﻟْﺄَﻧْﺼَﺎﺭِ ﻣُﻬَﺎﺟِﺮُﻭﻥَ ﻟِﺄَﻥَّ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔَ ﻛَﺎﻧَﺖْ ﺩَﺍﺭَ ﺷِﺮْﻙٍ، ﻓَﺠَﺎﺀُﻭﺍ ﺇِﻟَﻰ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻟَﻴْﻠَﺔَ ﺍﻟْﻌَﻘَﺒَﺔِ
    ‘আর আনসারিদের মাঝেও কতিপয় মুহাজির ছিলেন। কেননা, (হিজরতের পূর্বে) মদিনা ছিল “দারুশ শিরক”। অতঃপর তথা হতে কতিপয় সাহাবি আকাবার রাতে (হিজরত করে) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে চলে আসেন।’ (সুনানুন নাসায়ি : ৭/১৪৪, হা. নং ৪১৬৬, প্রকাশনী : মাকতাবুল মাতবুআতিল ইসলামিয়া, হালব)
    খালিদ বিন অলিদ রা. খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে হিরায় পাঠানো চিঠিতে লিখেন :
    ﻭَﺟَﻌَﻠْﺖُ ﻟَﻬُﻢْ ﺃَﻳُّﻤَﺎ ﺷَﻴْﺦٍ ﺿَﻌُﻒَ ﻋَﻦِ ﺍﻟْﻌَﻤَﻞِ ﺃَﻭْ ﺃَﺻَﺎﺑَﺘْﻪُ ﺁﻓَﺔٌ ﻣِﻦَ ﺍﻵﻓَﺎﺕِ ﺃَﻭْ ﻛَﺎﻥَ ﻏَﻨِﻴﺎ ﻓَﺎﻓْﺘَﻘَﺮَ ﻭَﺻَﺎﺭَ ﺃَﻫْﻞُ ﺩِﻳﻨِﻪِ ﻳَﺘَﺼَﺪَّﻗُﻮﻥَ ﻋَﻠَﻴْﻪِ ﻃَﺮَﺣْﺖُ ﺟِﺰْﻳَﺘَﻪُ ﻭَﻋِﻴﻞَ ﻣِﻦْ ﺑَﻴْﺖِ ﻣَﺎﻝِ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ . ﻭَﻋِﻴَﺎﻟُﻪُ ﻣَﺎ ﺃَﻗَﺎﻡَ ﺑِﺪَﺍﺭِ ﺍﻟْﻬِﺠْﺮَﺓِ ﻭَﺩَﺍﺭِ ﺍﻹِﺳْﻼﻡِ؛ ﻓَﺈِﻥْ ﺧَﺮَﺟُﻮﺍ ﺇِﻟَﻰ ﻏَﻴْﺮِ ﺩَﺍﺭِ ﺍﻟْﻬِﺠْﺮَﺓِ ﻭَﺩَﺍﺭِ ﺍﻹِﺳْﻼﻡِ؛ ﻓَﻠَﻴْﺲَ ﻋَﻠَﻰ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ ﺍﻟﻨَّﻔَﻘَﺔَ ﻋَﻠَﻰ ﻋِﻴَﺎﻟِﻬِﻢْ .
    ‘আর আমি তাদের (জিম্মিদের) জন্য এটা নির্ধারণ করেছি যে, কোনো বৃদ্ধ যদি কাজকর্ম করতে অক্ষম হয়ে যায় অথবা কোনো বিপদে আক্রান্ত হয় অথবা সে ধনী ছিল, কিন্তু পরে দরিদ্র হয়ে গেছে এবং তার ধর্মের লোকেরা তাকে দান-সদকা করতে শুরু করে, তাহলে আমি তার জিজিয়া স্থগিত করে দেবো এবং বাইতুল মাল থেকে তার ও তার পরিবারের ভরণপোষণ দেওয়া হবে; যতক্ষণ পর্যন্ত সে “দারুল হিজরাহ” ও “দারুল ইসলাম”-এ অবস্থান করবে। যদি তারা “দারুল হিজরাহ” ও “দারুল ইসলাম” থেকে বের হয়ে যায়, তাহলে মুসলমানদের ওপর তাদের পরিবারের ভরণপোষণ বহন করার কোনো দায়িত্ব নেই।’ (আল-খারাজ, আবু ইউসুফ : পৃ. নং ১৫৭-১৫৮, প্রকাশনী : আল-মাকতাবাতুল আজহারিয়্যা লিত্তুরাস)
    এসব বর্ণনা থেকে পরিষ্কারভাবে বুঝা যায় যে, ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’ পরিভাষা দুটি পুরোপুরি ইজতিহাদি নয়; বরং এ ব্যাপারে আলাদাভাবে নস পাওয়া যায়। এ নসগুলোতে যেমন ‘দারুল ইসলাম’ পরিভাষা ব্যবহৃত হয়েছে, তেমনই এটার পাশপাশি ‘দারুল হিজরাহ’ বা ‘দারুল মুহাজিরিন’ পরিভাষাও ব্যবহৃত হয়েছে। বস্তুত এগুলো সব একই ‘দার’-এর নানারকম নাম। অনুরূপ এসব বর্ণনা থেকে জানা যায় যে, ‘দারুল হারব’-কে ‘দারুশ শিরক’ ও ‘দারুল মুশরিকিন’-ও বলা হয়।
    মোটকথা হাদিস ও আসারে আমরা দুটি ‘দার’-এর অস্তিত্ব পরিষ্কারভাবেই দেখতে পাই। এক : এমন দার, যেখানে মুসলিমরা হিজরত করে। এটাকে ‘দারুল হিজরাহ’ বা ‘দারুল ইসলাম’ বলে। দুই : এমন দার, যেখান থেকে অন্য ভূমিতে হিজরত করে চলে আসতে হয়। এটাকে ‘দারুল হারব’ বা ‘দারুশ শিরক’ বলে।
    এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাঝে এটা সর্বজনস্বীকৃত আকিদা যে, ইসলাম ও কুফরের মাঝে তৃতীয় কোনো স্তর নেই। ব্যক্তি হয়তো মুমিন হবে, নয়তো কাফির হবে। গোমরাহ মু’তাজিলারাই একমাত্র ফিরকা, যারা ইসলাম ও কুফরের মাঝে তৃতীয় একটি স্তর নির্ধারণ করেছিল। তাদের ধারণা, এমন কিছু মানুষও আছে, যারা মুমিনও নয় আবার কাফিরও নয়। কিন্তু এটা একটি ভ্রান্ত ধারণা। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা হলো, মুমিন যতই গুনাহগার হোক না কেন, সে ইমানের গণ্ডি থেকে বের হয়ে যায় না। হ্যাঁ, যার থেকে স্পষ্ট কুফর বা শিরক প্রকাশ পাবে এবং তার মধ্যে তাকফিরের কোনো প্রতিবন্ধকতাও পাওয়া যাবে না, তাহলে সে পরিষ্কার কাফির। দারের বিষয়টিও ঠিক এরূপই। হয়তো দেশে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে কিংবা কুফর-শিরক প্রতিষ্ঠিত থাকবে। যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকে; চাই সেটা পূর্ণাঙ্গ হোক বা অপূর্ণাঙ্গ, সেটাকে ‘দারুল ইসলাম’ বলা হবে। আর যদি কুফর-শিরক প্রতিষ্ঠিত থাকে, সেটাকে ‘দারুল হারব’ বলা হবে। এ মাসআলাটি যার কাছে যতটা স্পষ্ট, তার কাছে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর মাসআলাটিও ততটা স্পষ্ট হবে।
    সুতরাং যারা মনে করে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’ নতুন দুটি পরিভাষা, কুরআন-হাদিসে যার কোনো অস্তিত্ব নেই, তাদের এসব নস ভালো করে দেখা উচিত। আর যারা মনে করেন, এসব পরিভাষা পরিবর্তনশীল, তাদের কাছে মূলত ইসলাম ও কুফরের বৈপরীত্য এবং ব্যক্তি ও ভূমির ওপর এর প্রায়োগিক দিকটি স্পষ্ট নয়। নতুবা ব্যক্তির ক্ষেত্রে যেমন মুমিন ও কাফির হওয়ার বাইরে তৃতীয় কোনো অবস্থার কথা কল্পনা করা যায় না, ঠিক তেমনই ভূমির ব্যাপারেও ইসলামি ও কুফরি ভিন্ন অন্য কোনো গুণে গুণান্বিত করার কথা ভাবা যায় না। ব্যক্তি যেমন হয়তো মুমিন, নয়তো কাফির; ভূমিও তেমনি হয়তো ইসলামি, নয়তো কুফরি হবে।
    দ্বিতীয় অধ্যায় : ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর পরিচিতি
    যেকোনো বিষয়ে ভালোভাবে জানতে বা বুঝতে হলে প্রথমে তার পরিচিতি ভালোভাবে জানতে হয়। তাই এ অধ্যায়ে আমরা ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর পরিচয় বা সংজ্ঞা তুলে ধরব। সংজ্ঞা বর্ণনার ক্ষেত্রে আমরা চার মাজহাবের ফুকাহায়ে কিরামের মত তুলে ধরব, যাতে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর ব্যাপারে সামগ্রিকভাবে স্পষ্ট ধারণা পাওয়া যায়। প্রথমে আমরা এর আভিধানিক অর্থ নিয়ে আলোকপাত করব, এরপর তার পারিভাষিক বা শরয়ি অর্থ নিয়ে ফুকাহায়ে কিরামের ভাষ্য তুলে ধরব, ইনশাআল্লাহ।
    আভিধানিক অর্থ :
    এখানে আমরা এর শাব্দিক অর্থ ও সমর্থক কিছু শব্দ উল্লেখ করব, যেন শব্দের ভিন্নতায় বা ভুল শাব্দিক অর্থের কারণে কাউকে বিভ্রান্ত হতে না হয়। ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’ পরিভাষা দু’টিতে তিনটি শব্দ আছে। যথা : ‘দার’, ‘ইসলাম’ ও ‘হারব’। আমরা শব্দ তিনটির আলাদা আলাদা অর্থ বর্ণনা করে পরে সমষ্টিগত অর্থও বর্ননা করব ইনশাআল্লাহ।
    এক : ‘দার’। ‘দার’ অর্থ আঙিনা, ঘর ও মহল্লা। বসবাসের স্থানকে ‘দার’ বলা হয়। সাধারণত ‘দার’ বলতে শহর বুঝানো হয়ে থাকে। ‘দার’-এর বহুবচন হলো ‘দিয়ার’। একাধিক শহর মিলে গঠিত দেশকে ‘দিয়ার’ বলা হয়।
    যেমন আল-মাওসুআতুল ফিকহিয়্যা-তে বলা হয়েছে :
    ﺍﻟﺪَّﺍﺭُ ﻟُﻐَﺔً ﺍﺳْﻢٌ ﺟَﺎﻣِﻊٌ ﻟِﻠْﻌَﺮْﺻَﺔِ ﻭَﺍﻟْﺒِﻨَﺎﺀِ ﻭَﺍﻟْﻤَﺤَﻠَّﺔِ . ﻭَﻓِﻲ ﻛُﻠِّﻴَّﺎﺕِ ﺃَﺑِﻲ ﺍﻟْﺒَﻘَﺎﺀِ : ﺍﻟﺪَّﺍﺭُ ﺍﺳْﻢٌ ﻟِﻤَﺎ ﻳَﺸْﺘَﻤِﻞ ﻋَﻠَﻰ ﺑُﻴُﻮﺕٍ ﻭَﻣَﻨَﺎﺯِﻝ ﻭَﺻَﺤْﻦٍ ﻏَﻴْﺮِ ﻣَﺴْﻘُﻮﻑٍ . ﻭَﻫِﻲَ ﻣِﻦْ ﺩَﺍﺭَ ﻳَﺪُﻭﺭُ، ﻭَﺳُﻤِّﻴَﺖْ ﺑِﺬَﻟِﻚَ ﻟِﻜَﺜْﺮَﺓِ ﺣَﺮَﻛَﺎﺕِ ﺍﻟﻨَّﺎﺱِ ﻓِﻴﻬَﺎ ﻭَﺍﻋْﺘِﺒَﺎﺭًﺍ ﺑِﺪَﻭَﺭَﺍﻧِﻬَﺎ ﺍﻟَّﺬِﻱ ﻟَﻬَﺎ ﺑِﺎﻟْﺤَﺎﺋِﻂِ، ﻭَﺟَﻤْﻌُﻬَﺎ ﺃَﺩْﻭُﺭٌ، ﻭَﺩُﻭﺭٌ، ﻭَﺍﻟْﻜَﺜِﻴﺮُ ﺩِﻳَﺎﺭٌ، ﻭَﻫِﻲَ ﺍﻟْﻤَﻨَﺎﺯِﻝ ﺍﻟْﻤَﺴْﻜُﻮﻧَﺔُ ﻭَﺍﻟْﻤَﺤَﺎﻝ . ﻭَﻛُﻞ ﻣَﻮْﺿِﻊٍ ﺣَﻞ ﺑِﻪِ ﻗَﻮْﻡٌ ﻓَﻬُﻮَ ﺩَﺍﺭُﻫُﻢْ، ﻭَﻣِﻦْ ﻫُﻨَﺎ ﺳُﻤِّﻴَﺖِ ﺍﻟْﺒَﻠْﺪَﺓُ ﺩَﺍﺭًﺍ، ﻭَﺍﻟﺼَّﻘْﻊُ ﺩَﺍﺭًﺍ . ﻭَﻗَﺪْ ﺗُﻄْﻠَﻖُ ﺍﻟﺪَّﺍﺭُ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﺒَﺎﺋِﻞ ﻣَﺠَﺎﺯًﺍ .
    ‘আরবিতে ‘দার’-এর আভিধানিক অর্থ আঙিনা, ঘর ও মহল্লা। ‘দার’ বলতে সাধারণত কয়েকটি ঘর, বাড়ি ও ছাদবিহীন আঙিনা মিলে গঠিত এরিয়াকে বুঝানো হয়ে থাকে; যেমনটি আবুল বাকা রহ.-এর কুল্লিয়াতে বলা হয়েছে। শব্দটি ﺩَﺍﺭَ ﻳَﺪُﻭْﺭُ ﺩَﻭْﺭًﺍ ক্রিয়ামূল থেকে নির্গত হয়েছে, যার অর্থ আবর্তিত হওয়া, চক্কর দেওয়া। ঘরকে ‘দার’ এজন্যই বলা হয় যে, মানুষ ঘরে বারবার নড়াচড়া (আসা-যাওয়া) করে এবং ঘর দেয়ালের চতুর্দিক থেকে বৃত্তাকারে আবর্তিত হয়ে থাকে। এর বহুবচন হলো : ﺃَﺩْﻭُﺭٌ، ﻭَﺩُﻭْﺭٌ ﻭَﺩِﻳَﺎﺭٌ । যে স্থান বা ভূখণ্ডে কোনো জাতি বসবাস করে, সেটাকে তাদের ‘দার’ বলা হয়। এজন্যই শহর ও ভূখণ্ডকে ‘দার’ বলা হয়। রূপক অর্থে ‘দার’ শব্দটি কখনো গোত্রের জন্যও ব্যবহার হয়ে থাকে।’ (আল-মাওসুআতুল ফিকহিয়্যা : ২০/১৯৮, প্রকাশনী : অজারাতুল আওকাফ ওয়াশ শুয়ুনিল ইসলামিয়্যা, কুয়েত)
    দুই : ‘ইসলাম’। ‘ইসলাম’ অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। এটা ﺳﻠﻢ থেকে নির্গত হয়েছে। সিন, লাম ও মিমযোগে গঠিত শব্দ অধিকাংশ সময় সুস্থতা ও নিরাপত্তার অর্থে ব্যবহৃত হয়। ইসলাম ধর্ম যেহেতু অস্বীকৃতি ও অবাধ্যতা থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে আনুগত্য করে চলার নাম, তাই অর্থের মূল ধারণ করায় ‘ইসলাম’ নামটি আভিধানিকভাবে যথার্থ।
    ইমাম ইবনে ফারিস রাজি রহ. বলেন :
    ( ﺳَﻠِﻢَ ‏) ﺍﻟﺴِّﻴﻦُ ﻭَﺍﻟﻠَّﺎﻡُ ﻭَﺍﻟْﻤِﻴﻢُ ﻣُﻌْﻈَﻢُ ﺑَﺎﺑِﻪِ ﻣِﻦَ ﺍﻟﺼِّﺤَّﺔِ ﻭَﺍﻟْﻌَﺎﻓِﻴَﺔِ ; ﻭَﻳَﻜُﻮﻥُ ﻓِﻴﻪِ ﻣَﺎ ﻳَﺸِﺬُّ، ﻭَﺍﻟﺸَّﺎﺫُّ ﻋَﻨْﻪُ ﻗَﻠِﻴﻞٌ، ﻓَﺎﻟﺴَّﻠَﺎﻣَﺔُ : ﺃَﻥْ ﻳَﺴْﻠَﻢَ ﺍﻟْﺈِﻧْﺴَﺎﻥُ ﻣِﻦَ ﺍﻟْﻌَﺎﻫَﺔِ ﻭَﺍﻟْﺄَﺫَﻯ . ﻗَﺎﻝَ ﺃَﻫْﻞُ ﺍﻟْﻌِﻠْﻢِ : ﺍﻟﻠَّﻪُ ﺟَﻞَّ ﺛَﻨَﺎﺅُﻩُ ﻫُﻮَ ﺍﻟﺴَّﻠَﺎﻡُ ; ﻟِﺴَﻠَﺎﻣَﺘِﻪِ ﻣِﻤَّﺎ ﻳَﻠْﺤَﻖُ ﺍﻟْﻤَﺨْﻠُﻮﻗِﻴﻦَ ﻣِﻦَ ﺍﻟْﻌَﻴْﺐِ ﻭَﺍﻟﻨَّﻘْﺺِ ﻭَﺍﻟْﻔَﻨَﺎﺀِ . ﻗَﺎﻝَ ﺍﻟﻠَّﻪُ ﺟَﻞَّ ﺟَﻠَﺎﻟُﻪُ : } ﻭَﺍﻟﻠَّﻪُ ﻳَﺪْﻋُﻮ ﺇِﻟَﻰ ﺩَﺍﺭِ ﺍﻟﺴَّﻠَﺎﻡِ { ‏[ ﻳﻮﻧﺲ : ২৫] ، ﻓَﺎﻟﺴَّﻠَﺎﻡُ ﺍﻟﻠَّﻪُ ﺟَﻞَّ ﺛَﻨَﺎﺅُﻩُ، ﻭَﺩَﺍﺭُﻩُ ﺍﻟْﺠَﻨَّﺔُ . ﻭَﻣِﻦَ ﺍﻟْﺒَﺎﺏِ ﺃَﻳْﻀًﺎ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡُ، ﻭَﻫُﻮَ ﺍﻟِﺎﻧْﻘِﻴَﺎﺩُ ; ﻟِﺄَﻧَّﻪُ ﻳَﺴْﻠَﻢُ ﻣِﻦَ ﺍﻟْﺈِﺑَﺎﺀِ ﻭَﺍﻟِﺎﻣْﺘِﻨَﺎﻉِ
    '(সালিমা)। সিন, লাম ও মিমযোগে গঠিত অধিকাংশ শব্দে সুস্থতা ও মুক্তির অর্থ রয়েছে। কখনো ব্যতিক্রমও হয়; যদিও এর সংখ্যা নিতান্তই কম। অতএব, ﺳﻼﻣﺔ (সালামাহ) অর্থ বিপদ ও কষ্ট থেকে মানুষের নিরাপদ থাকা। উলামায়ে কিরাম বলেন, আল্লাহ তাআলা হলেন ﺳﻼﻡ (সালাম)। যেহেতু তিনি দোষ, ত্রুটি ও বিনাশ হওয়া থেকে মুক্ত, যা মাখলুকের গুণাগুণ। আল্লাহ তাআলা বলেন, “আর আল্লাহ আহবান করেন শান্তি-নিরাপত্তার আবাসের দিকে।” [সুরা ইউনুস : ২৫] আল্লাহ হলেন শান্তি ও নিরাপত্তাদাতা এবং জান্নাত হলো তার (শান্তির) আবাস। এ শব্দ থেকেই এসেছে, ﺍﻹﺳﻼﻡ (আল-ইসলাম)। এর অর্থ মান্য করা, আনুগত্য প্রদর্শন করা। (সুস্থতা ও নিরাপত্তার অর্থের সাথে ইসলামের অর্থের পুরাই মিল রয়েছে।) কেননা, এটা অস্বীকৃতি ও অবাধ্যতা থেকে (মুসলিমকে) নিরাপদ করে।’ (মাকায়িসুল লুগাহ : ৩/৯০, প্রকাশনী : ‘দারুল ফিকর, বৈরুত)
    শরয়ি পরিভাষায় ‘ইসলাম’ বলা হয়, আল্লাহর পক্ষ হতে শেষ নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আনিত দ্বীন ও জীবনব্যবস্থাকে। অর্থাৎ আল্লাহকে মাবুদ মেনে তাঁর দেওয়া সকল বিধান অবনত মস্তকে গ্রহণ করা এবং তাঁর প্রেরিত রাসুলের নির্দেশনা ও পদ্ধতি অনুসারে তা বাস্তবায়ন করার নামই হলো ইসলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘ইসলাম’-এর এ পারিভাষিক সংজ্ঞা ও পরিচিতির দিকে ইঙ্গিত করে বলেন :
    ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡُ ﺃَﻥْ ﺗَﺸْﻬَﺪَ ﺃَﻥْ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠﻪُ ﻭَﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ، ﻭَﺗُﻘِﻴﻢَ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ، ﻭَﺗُﺆْﺗِﻲَ ﺍﻟﺰَّﻛَﺎﺓَ، ﻭَﺗَﺼُﻮﻡَ ﺭَﻣَﻀَﺎﻥَ، ﻭَﺗَﺤُﺞَّ ﺍﻟْﺒَﻴْﺖَ ﺇِﻥِ ﺍﺳْﺘَﻄَﻌْﺖَ ﺇِﻟَﻴْﻪِ ﺳَﺒِﻴﻠًﺎ
    ‘ইসলামের সারমর্ম হলো, তুমি এ সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল, সালাত প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করবে।’ (সহিহু মুসলিম : ১/৩৬, হা. নং ৮, প্রকাশনী : দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)
    সুতরাং যেকোনো আনুগত্যের নামই ইসলাম নয়; বরং আনুগত্য হতে হবে একমাত্র আল্লাহর দেওয়া বিধিনিষেধের ক্ষেত্রে। আবার শুধু বিধিনিষেধের ক্ষেত্রে আনুগত্য করাই যথেষ্ট হবে না, যতক্ষণ না তা শেষ নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দেখানো পদ্ধতির অনুকূলে হবে। অতএব, প্রকৃত ইসলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক আনিত আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলার নাম। এতে যে কমবেশ করবে সে প্রকৃত ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে।
    তিন : ‘হারব’। ‘হারব’ শব্দের সাধারণ অর্থ যুদ্ধ। তবে এর আরও একাধিক অর্থ আছে। যেমন একটি অর্থ হলো বিদ্বেষ ও দূরত্ব। ‘দারুল হারব’ কথাটিতে এ দ্বিতীয় অর্থই উদ্দেশ্য, প্রথম অর্থ নয়। কেননা, ‘দারুল হারব’ হওয়ার জন্য যুদ্ধ-কবলিত দেশ হওয়া জরুরি নয়; বরং তথায় কুফরি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলেই তা ‘দারুল হারব’ বলে গণ্য হয়। তাই সাধারণভাবে ‘দারুল হারব’ বলতে যুদ্ধ-কবলিত রাষ্ট্র হওয়ার যে ধারণা প্রচলিত আছে, তা পুরোপুরি সঠিক নয়।
    ইমাম আবুল ফজল শামসুদ্দিন বা’লি রহ. বলেন :
    ﻗﻮﻟﻪ : " ﺍﻟﺤَﺮْﺑِﻲُّ " ﻣَﻨْﺴُﻮْﺏٌ ﺇِﻟَﻰ ﺍﻟْﺤَﺮْﺏِ، ﻭَﻫُﻮَ ﺍﻟﻘِﺘَﺎﻝُ، ﻭَﺩَﺍﺭُ ﺍﻟْﺤَﺮْﺏِ، ﺃَﻱْ : ﺩَﺍﺭُ ﺍﻟﺘَّﺒَﺎﻋُﺪِ ﻭَﺍﻟْﺒَﻐْﻀَﺎﺀِ، ﻓَﺎﻟْﺤَﺮْﺑِﻲُّ ﺑِﺎﻟْﺎِﻋْﺘِﺒَﺎﺭِ ﺍﻟﺜَّﺎﻧِﻲْ .
    ‘“হারবি” কথাটি “হারব”-এর দিকে সম্বন্ধিত। “হারব” অর্থ যুদ্ধ, আর “দারুল হারব” অর্থ পরস্পরে দূরত্ব ও বিদ্বেষের দেশ। সুতরাং “হারবি” বলা হয় দ্বিতীয় অর্থের দিকে লক্ষ করে।’ (আল-মুতলি’ আলা আলফাজিল মুকনি’ : পৃ. নং ২৬৯, প্রকাশনী : মাকতাবাতুস সাওয়াদি)
    বুঝা গেল, ‘দারুল হারব’ হওয়ার জন্য তথায় যুদ্ধ চলমান থাকা জরুরি নয়। ‘হারব’-এর প্রসিদ্ধ অর্থ ‘যুদ্ধ’ হলেও এখানে তার প্রসিদ্ধ অর্থ উদ্দেশ্য নেওয়া হয়নি; বরং এখানে ‘দূরত’ ও ‘বিদ্বেষ’ অর্থ উদ্দিষ্ট। কাফির-শাসিত রাষ্ট্রের সাথে যেহেতু মুসলমানদের কোনো সম্পর্ক ও হৃদ্যতা নেই; বরং তাদের সাথে রয়েছে বিদ্বেষ ও শত্রুতার সম্পর্ক, তাই তাদের রাষ্ট্রকে ইসলামি পরিভাষায় ‘দারুল হারব’ বলা হয়।
    অবশ্য ‘হারব’-এর প্রসিদ্ধ অর্থ ধরেও এর একটি ব্যাখ্যা করা যায়। সেটি হলো, ‘দারুল হারব’ অর্থ আমরা যুদ্ধের দেশ বা যুদ্ধ-কবলিত দেশও বলতে পারি। কেননা, এখানে বর্তমানে যুদ্ধ না থাকলেও এর উপযুক্ত হওয়াই তার এ নাম হওয়ার জন্য যথেষ্ট। কাফির-শাসিত রাষ্ট্র পদানত করে তথায় আল্লাহর কালিমা প্রতিষ্ঠা করা যেহেতু ইসলামের নির্দেশ, বিধায় সেটাকে রূপক অর্থে যুদ্ধের দেশ বলতে কোনো আপত্তি থাকার কথা নয়। অর্থাৎ বর্তমানে যুদ্ধ না থাকলেও সেটা যুদ্ধের উপযুক্ত একটি রাষ্ট্র। যেমন আমরা বলে থাকি, ‘ভাত রান্না হচ্ছে’। মূলত রান্না করা হয় চাল, কিন্তু সেটা যেহেতু শীঘ্রই ভাতে রূপান্তরিত হতে যাচ্ছে, বিধায় অগ্রীম তাকে ‘ভাত’ নামেও ডাকা হয়। কাফিরদের রাষ্ট্রের বিষয়টিও ঠিক এমনই। তথায় যুদ্ধ না থাকলেও ইসলামের দাবি অনুসারে শীঘ্রই তাদের সাথে যুদ্ধে জড়াতে হবে, সে হিসেবে অগ্রীম সে দেশকে ‘দারুল হারব’ বা যুদ্ধের রাষ্ট্র বলা এ দৃষ্টিকোণ থেকে পুরোপুরিই যৌক্তিক।
    উল্লেখ্য যে, ‘দারুল হারব’-কে ফুকাহায়ে কিরাম ‘দারুশ শিরক বা ‘দারুল কুফর’ অভিধায়ও অভিহিত করে থাকেন। এ থেকেও প্রমাণ হয় যে, ‘দারুল হারব’ বলতে বাস্তবিক যুদ্ধ-কবলিত দেশ হওয়া জরুরি নয়। কেননা, পারিভাষিকভাবে ‘দারুশ শিরক’ বা ‘দারুল কুফর’ হলো তার সমর্থক শব্দ। আর এ দুটি শব্দের মধ্যে যুদ্ধের কোনো অর্থ বা ইঙ্গিত নেই। অতএব, শুধু ‘দারুল হারব’ শব্দ দেখেই এ ধারণা করা ভুল হবে যে, ‘দারুল হারব’ হওয়ার জন্য রাষ্ট্রকে প্রকৃতই যুদ্ধে লিপ্ত থাকতে হবে। এছাড়াও এ দু’টি অতিরিক্ত শব্দ থেকে এর পারিভাষিক অর্থের ইঙ্গিতও পাওয়া যায়। কেননা, যেরকমভাবে ‘দারুল ইসলাম’ পরিভাষাটিতে ‘দার’ শব্দটিকে ইসলামের দিকে ইজাফত (সম্বন্ধ) করা হয়েছে বিধায় তার সংজ্ঞায় বলা হয়, যে রাষ্ট্রে ইসলামি বিধিবিধান প্রতিষ্ঠিত থাকবে, সেটাই ‘দারুল ইসলাম’। অনুরূপ ‘দারুল কুফর বা ‘দারুশ শিরক’ পরিভাষাদ্বয়েও ‘দার’ শব্দটিকে কুফর বা শিরকের দিকে ইজাফত (সম্বন্ধ) করা হয়েছে বিধায় তার সংজ্ঞায় বলা হবে যে, যে রাষ্ট্রে কুফরি বা শিরকি বিধিবিধান প্রতিষ্ঠিত থাকবে, সেটাই ‘দারুল কুফর’ বা ‘দারুশ শিরক’। বস্তুত ‘দারুল কুফর’, ‘দারুশ শিরক ও ‘দারুল হারব’―এ তিনটির মাঝে শাব্দিক ব্যবধান ছাড়া পরিভাষাগত কোনো পার্থক্য নেই।
    পারিভাষিক অর্থ :
    কোনো সন্দেহ নেই যে, ‘দার’-এর পরিচয়ের ক্ষেত্রে মূল দেখার বিষয় হলো, কর্তৃত্ব, শক্তি ও রাজত্ব কার। যার রাজত্ব ও শাসনব্যবস্থা জারি থাকবে, তার ভিত্তিইে ‘দার’-কে ‘দারুল ইসলাম বা ‘দারুল হারব’ বলা হবে। এখানে অন্য কোনো বিষয়, যেমন : নিজ ধর্মের জনসংখ্যা বেশি হওয়া, ধর্মের কিছু বিধান পালন করার সুযোগ থাকা ইত্যাদি বিবেচ্য হবে না। এগুলোর কারণে ‘দার’-এর বিধানে কোনোরূপ পরিবর্তন আসবে না। বিষয়টি স্পষ্ট করার জন্য আমরা এখানে ‘দার’-এর সংজ্ঞা নিয়ে ফুকাহায়ে কিরামের মতামত তুলে ধরছি।
    ১. ইমাম মালিক রহ. মক্কা বিজয়ের পূর্বের মক্কার ব্যাপারে বলেন :
    ﻭَﻛَﺎﻧَﺖْ ﺍﻟﺪَّﺍﺭُ ﻳَﻮْﻣﺌِﺬٍ ﺩَﺍﺭَ ﺍﻟْﺤَﺮْﺏِ ﻟِﺄَﻥَّ ﺃَﺣْﻜَﺎﻡَ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﻛَﺎﻧَﺖْ ﻇَﺎﻫِﺮَﺓً ﻳَﻮْﻣﺌِﺬٍ .
    ‘আর সেসময় মক্কা ছিল ‘দারুল হারব’। কেননা, তখন (মক্কায়) জাহিলি যুগের (কুফরি) আইন ও সংবিধান প্রতিষ্ঠিত ছিল।’ (আল-মুদাওওয়ানাত
    ুল কুবরা : ১/৫১১, প্রকাশনী : দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
    ২. ইমাম আহমাদ বিন হাম্বল রহ. বলেন :
    ﺍﻟﺪَّﺍﺭ ﺇِﺫﺍ ﻇﻬﺮ ﻓِﻴﻬَﺎ ﺍﻟﻘَﻮْﻝ ﺑِﺨﻠﻖ ﺍﻟْﻘُﺮْﺁﻥ ﻭَﺍﻟْﻘﺪﺭ ﻭَﻣَﺎ ﻳﺠْﺮِﻱ ﻣﺠْﺮﻯ ﺫَﻟِﻚ ﻓَﻬِﻲَ ﺩَﺍﺭ ﻛﻔﺮ
    ‘কোনো ভূখণ্ডে যখন কুরআন মাখলুক হওয়ার মতবাদ, তাকদির অস্বীকার করার মতাদর্শ এবং এ জাতীয় অন্য কোনো কুফরি, শিরকি আকিদা বিজয়ী হবে, তখন সেটাকে “দারুল কুফর” বলা হবে।’ (আল-আকিদা, আবু বকর আল-খাল্লাল : পৃ. নং ১২৪, প্রকাশনী : দারু কুতাইবা, দামেশক)
    ৩. ইমাম জাসসাস হানাফি রহ. বলেন :
    ﺣُﻜْﻢُ ﺍﻟﺪَّﺍﺭِ ﺇِﻧَّﻤَﺎ ﻳَﺘَﻌَﻠَّﻖُ ﺑِﺎﻟﻈُّﻬُﻮْﺭِ ﻭَﺍﻟْﻐَﻠَﺒَﺔِ، ﻭَﺇِﺟْﺮَﺍﺀِ ﺣُﻜْﻢِ ﺍﻟﺪِّﻳْﻦِ ﺑِﻬَﺎ، ﻭَﺍﻟﺪَّﻟِﻴْﻞُ ﻋَﻠَﻰ ﺻِﺤَّﺔِ ﺫَﻟِﻚَ : ﺃَﻧَّﺎ ﻣَﺘَﻰ ﻏَﻠَﺒْﻨَﺎ ﻋَﻠَﻰ ﺩَﺍﺭِ ﺍﻟْﺤَﺮْﺏِ، ﻭَﺃَﺟْﺮَﻳْﻨَﺎ ﺃَﺣْﻜَﺎﻣَﻨَﺎ ﻓِﻴْﻬَﺎ : ﺻَﺎﺭَﺕْ ﺩَﺍﺭَ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ، ﺳَﻮَﺍﺀٌ ﻛَﺎﻧَﺖْ ﻣُﺘَﺎﺧِﻤَﺔً ﻟِﺪَﺍﺭِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺃَﻭْ ﻟَﻢْ ﺗَﻜُﻦْ، ﻓَﻜَﺬَﻟِﻚَ ﺍﻟْﺒَﻠَﺪُ ﻣِﻦْ ﺩَﺍﺭْ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡْ، ﺇِﺫَﺍ ﻏَﻠَﺐَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﻫْﻞُ ﺍﻟْﻜُﻔْﺮِ، ﻭَﺟَﺮَﻯ ﻓِﻴْﻪِ ﺣُﻜْﻤُﻬُﻢْ : ﻭَﻭَﺟَﺐَ ﺃَﻥْ ﻳَﻜُﻮْﻥَ ﻣِﻦْ ﺩَﺍﺭِ ﺍﻟْﺤَﺮْﺏِ . ﻭَﻟَﺎ ﻣَﻌْﻨَﻰ ﻟِﺎِﻋْﺘِﺒَﺎﺭِ ﺑَﻘَﺎﺀِ ﺫِﻣِّﻲٍّ ﺃَﻭْ ﻣُﺴْﻠِﻢٍ ﺁَﻣِﻨًﺎ ﻋَﻠَﻰ ﻧَﻔْﺴِﻪِ؛ ﻟِﺄَﻥَّ ﺍﻟْﻤُﺴْﻠِﻢَ ﻗَﺪْ ﻳَﺄْﻣَﻦُ ﻓِﻲْ ﺩَﺍﺭِ ﺍﻟْﺤَﺮْﺏِ، ﻭَﻟَﺎ ﻳَﺴْﻠِﺒُﻪُ ﺫَﻟِﻚَ ﺣُﻜْﻢَ ﺩَﺍﺭِ ﺍﻟْﺤَﺮْﺏِ، ﻭَﻟَﺎ ﻳُﻮْﺟِﺐُ ﺃَﻥْ ﻳَﻜُﻮْﻥَ ﻣِﻦْ ﺩَﺍﺭِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ .
    ‘“দার”-এর হুকুম বিজয়, কর্তৃত্ব ও কোনো ধর্মের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার সাথে সম্পর্কিত। এ দাবির পক্ষে দলিল হলো, আমরা যখন “দারুল হারব”-এর ওপর বিজয়ী হই এবং তথায় আমাদের শাসনব্যবস্থা চালু করি, তখন সেটা “দারুল ইসলাম” হয়ে যায়; চাই সে রাষ্ট্রটি কোনো “দারুল ইসলাম”-সংলগ্ন হোক বা না হোক। তাহলে অনুরূপ “দারুল ইসলাম”-এর কোনো শহরের ওপর যখন কাফিররা বিজয়ী হবে এবং তথায় তাদের কুফরি শাসনব্যবস্থা চালু হবে, তাহলে সেটা অবশ্যই “দারুল হারব”-এ পরিণত হয়ে যাবে। মুসলিম ও জিম্মিদের পূর্বের নিরাপত্তাচুক্তিতে তাদের নিরাপদ থাকাকে বিবেচনা করার কোনোই যৌক্তিকতা নেই। কেননা, মুসলমানও তো কখনও কখনও “দারুল হারব”-এ নিরাপদ থাকে; অথচ এর কারণে এটা রাষ্ট্রকে “দারুল হারব” হওয়া থেকে বের করে দেয় না এবং “দারুল ইসলাম”-এ রূপান্তরিত হয়ে যাওয়াকে আবশ্যক করে না।’ (শারহু মুখতাসারিত তাহাবি : ৭/২১৬-২১৭, প্রকাশনী : দারুল বাশাইরিল ইসলামিয়্যা, বৈরুত)
    ৪. ইমাম সারাখসি হানাফি রহ. স্বীয় ‘মাবসুত’-এ সাহিবাইনের-এর পক্ষ থেকে দলিল দিয়ে বলেন :
    ﺍﻟْﺒُﻘْﻌَﺔ ﺇﻧَّﻤَﺎ ﺗُﻨْﺴَﺐُ ﺇﻟَﻴْﻨَﺎ ﺃَﻭْ ﺇﻟَﻴْﻬِﻢْ ﺑِﺎﻋْﺘِﺒَﺎﺭِ ﺍﻟْﻘُﻮَّﺓِ ﻭَﺍﻟْﻐَﻠَﺒَﺔِ، ﻓَﻜُﻞُّ ﻣَﻮْﺿِﻊٍ ﻇَﻬَﺮَ ﻓِﻴﻪِ ﺣُﻜْﻢُ ﺍﻟﺸِّﺮْﻙِ ﻓَﺎﻟْﻘُﻮَّﺓُ ﻓِﻲ ﺫَﻟِﻚَ ﺍﻟْﻤَﻮْﺿِﻊِ ﻟِﻠْﻤُﺸْﺮِﻛِﻴﻦَ ﻓَﻜَﺎﻧَﺖْ ﺩَﺍﺭَ ﺣَﺮْﺏٍ، ﻭَﻛُﻞُّ ﻣَﻮْﺿِﻊٍ ﻛَﺎﻥَ ﺍﻟﻈَّﺎﻫِﺮُ ﻓِﻴﻪِ ﺣُﻜْﻢُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻓَﺎﻟْﻘُﻮَّﺓُ ﻓِﻴﻪِ ﻟِﻠْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ .
    ‘স্থান আমাদের (মুসলমানদের) সাথে বা তাদের (কাফিরদের) সাথে সম্পৃক্ত হয় শক্তি ও বিজয়ের ভিত্তিতে। অতএব, যে জায়গায় শিরকের সংবিধান প্রতিষ্ঠিত থাকবে, বুঝতে হবে সেখানে মুশরিকদের শক্তি বিজয়ী; বিধায় সেটা হবে “দারুল হারব”। আর যে জায়গায় ইসলামের সংবিধান বিজয়ী থাকবে, বুঝতে হবে সেখানে মুসলমানদের শক্তি বিজয়ী।’ (আল-মাবসুত, সারাখসি : ১০/১১৪, প্রকাশনী : ‘দারুল মারিফা, বৈরুত)
    তিনি শারহুস সিয়ারে আরও বলেন :
    ﺍﻟْﻤَﻮْﺿِﻊ ﺍﻟَّﺬِﻱ ﻟَﺎ ﻳَﺄْﻣَﻦُ ﻓِﻴﻪِ ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ ﻣِﻦْ ﺟُﻤْﻠَﺔِ ﺩَﺍﺭِ ﺍﻟْﺤَﺮْﺏِ، ﻓَﺈِﻥَّ ﺩَﺍﺭَ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺍﺳْﻢٌ ﻟِﻠْﻤَﻮْﺿِﻊِ ﺍﻟَّﺬِﻱ ﻳَﻜُﻮﻥُ ﺗَﺤْﺖَ ﻳَﺪِ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ، ﻭَﻋَﻠَﺎﻣَﺔُ ﺫَﻟِﻚَ ﺃَﻥْ ﻳَﺄْﻣَﻦَ ﻓِﻴﻪِ ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ .
    ‘যে স্থানে মুসলমানরা নিরাপদ নয়, সেটাও “দারুল হারব”-এর অন্তর্গত। কেননা, “দারুল ইসলাম” বলা হয় ওই জায়গাকে, যা মুসলমানদের নিয়ন্ত্রণে আছে। আর এর নিদর্শন হলো, তথায় মুসলমানরা নিরাপদে থাকবে।’ (শারহুস সিয়ারিল কাবির : পৃ. নং ১২৫৩, প্রকাশনী : আশ-শিরকাতুশ শারকিয়্যা)
    তিনি আরও বলেন :
    ﺍﻟْﻤُﻌْﺘَﺒَﺮَ ﻓِﻲ ﺣُﻜْﻢِ ﺍﻟﺪَّﺍﺭِ ﻫُﻮَ ﺍﻟﺴُّﻠْﻄَﺎﻥُ ﻓِﻲ ﻇُﻬُﻮﺭِ ﺍﻟْﺤُﻜْﻢِ
    ‘“দার” নির্ণয়ের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হলো শাসন প্রতিষ্ঠার ব্যাপারে (ইসলাম বা কুফরের) কর্তৃত্ব ও ক্ষমতা।’ (শারহুস সিয়ারিল কাবির : পৃ. নং ১৭০৩, প্রকাশনী : আশ-শিরকাতুশ শারকিয়্যা)
    ৫. ইমাম ইবনে হাজাম জাহিরি রহ. বলেন :
    ﺍﻟﺪَّﺍﺭَ ﺇﻧَّﻤَﺎ ﺗُﻨْﺴَﺐُ ﻟِﻠْﻐَﺎﻟِﺐِ ﻋَﻠَﻴْﻬَﺎ، ﻭَﺍﻟْﺤَﺎﻛِﻢُ ﻓِﻴﻬَﺎ، ﻭَﺍﻟْﻤَﺎﻟِﻚُ ﻟَﻬَﺎ .
    ‘দেশকে (ইসলাম বা কুফরের দিকে) সম্বন্ধিত করা হয় দেশটির বিজয়ী শক্তি, শাসক ও অধিকারীর ভিত্তিতে।’ (আল-মুহাল্লা : ১২/১২৬, প্রকাশনী : ‘দারুল ফিকর, বৈরুত)
    ৬. ইমাম কাসানি হানাফি রহ. সাহিবাইনের পক্ষে দলিল পেশ করতে গিয়ে বলেন :
    ﺃَﻥَّ ﻗَﻮْﻟَﻨَﺎ ﺩَﺍﺭُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻭَﺩَﺍﺭُ ﺍﻟْﻜُﻔْﺮِ ﺇﺿَﺎﻓَﺔُ ﺩَﺍﺭٍ ﺇﻟَﻰ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻭَﺇِﻟَﻰ ﺍﻟْﻜُﻔْﺮِ، ﻭَﺇِﻧَّﻤَﺎ ﺗُﻀَﺎﻑُ ﺍﻟﺪَّﺍﺭُ ﺇﻟَﻰ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺃَﻭْ ﺇﻟَﻰ ﺍﻟْﻜُﻔْﺮِ ﻟِﻈُﻬُﻮﺭِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺃَﻭْ ﺍﻟْﻜُﻔْﺮِ ﻓِﻴﻬَﺎ، ﻛَﻤَﺎ ﺗُﺴَﻤَّﻰ ﺍﻟْﺠَﻨَّﺔُ ﺩَﺍﺭَ ﺍﻟﺴَّﻠَﺎﻡِ، ﻭَﺍﻟﻨَّﺎﺭُ ﺩَﺍﺭَ ﺍﻟْﺒَﻮَﺍﺭِ؛ ﻟِﻮُﺟُﻮﺩِ ﺍﻟﺴَّﻠَﺎﻣَﺔِ ﻓِﻲ ﺍﻟْﺠَﻨَّﺔِ، ﻭَﺍﻟْﺒَﻮَﺍﺭِ ﻓِﻲ ﺍﻟﻨَّﺎﺭِ ﻭَﻇُﻬُﻮﺭُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻭَﺍﻟْﻜُﻔْﺮِ ﺑِﻈُﻬُﻮﺭِ ﺃَﺣْﻜَﺎﻣِﻬِﻤَﺎ، ﻓَﺈِﺫَﺍ ﻇَﻬَﺮَ ﺃَﺣْﻜَﺎﻡُ ﺍﻟْﻜُﻔْﺮِ ﻓِﻲ ﺩَﺍﺭٍ ﻓَﻘَﺪْ ﺻَﺎﺭَﺕْ ﺩَﺍﺭَ ﻛُﻔْﺮٍ ﻓَﺼَﺤَّﺖْ ﺍﻟْﺈِﺿَﺎﻓَﺔُ، ﻭَﻟِﻬَﺬَﺍ ﺻَﺎﺭَﺕْ ﺍﻟﺪَّﺍﺭُ ﺩَﺍﺭَ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺑِﻈُﻬُﻮﺭِ ﺃَﺣْﻜَﺎﻡِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻓِﻴﻬَﺎ ﻣِﻦْ ﻏَﻴْﺮِ ﺷَﺮِﻳﻄَﺔٍ ﺃُﺧْﺮَﻯ، ﻓَﻜَﺬَﺍ ﺗَﺼِﻴﺮُ ﺩَﺍﺭَ ﺍﻟْﻜُﻔْﺮِ ﺑِﻈُﻬُﻮﺭِ ﺃَﺣْﻜَﺎﻡِ ﺍﻟْﻜُﻔْﺮِ ﻓِﻴﻬَﺎ .
    ‘আমাদের “দারুল ইসলাম” ও “দারুল কুফর” কথা দু’টিতে “দার”-কে ইসলাম ও কুফরের সাথে সম্পর্কিত করা হয়েছে। আর “দার”-কে ইসলাম ও কুফরের সঙ্গে সম্পর্কিত করা হয় তাতে ইসলাম কিংবা কুফর প্রতিষ্ঠিত থাকার কারণে। যেমন : জান্নাতকে “দারুস সালাম” ও জাহান্নামকে “দারুল বাওয়ার” নামে ডাকা হয়; যেহেতু জান্নাতে সালাম বা শান্তি রয়েছে আর জাহান্নামে বাওয়ার বা ধ্বংস রয়েছে। আর ইসলাম ও কুফর প্রতিষ্ঠিত হয় তার আইনকানুন ও বিধিবিধান প্রতিষ্ঠিত হওয়ার দ্বারা। অতএব, যখন কোনো ভূখণ্ডে কুফরি আইনকানুন ও বিধিবিধান প্রতিষ্ঠিত হবে, তখন তা “দারুল কুফর” হয়ে যাবে। তাই “দার”-কে এভাবে ইসলাম কিংবা কুফরের সাথে সম্পৃক্ত করাটা সঠিক। এজন্য ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠা লাভের দ্বারাই কোনো ভূখণ্ড “দারুল ইসলাম” হিসেবে গণ্য হয়। এই একটি মাত্র শর্ত ছাড়া এখানে আর কোনো শর্ত নেই। অনুরূপ “দারুল ইসলাম”-এ কুফরি বিধিবিধান প্রতিষ্ঠিত হওয়ার দ্বারাই সেটা “দারুল কুফর”-এ রূপান্তরিত হয়।’ (বাদায়িউস সানায়ি : ৭/১৩০-১৩১, প্রকাশনী : দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
    ৭. কাজি আবু ইয়ালা রহ. বলেন :
    ﻛُﻞُّ ﺩَﺍﺭٍ ﻛَﺎﻧَـﺖِ ﺍﻟْﻐَﻠَﺒَﺔُ ﻓِﻴْﻬَﺎ ﻟِﺄَﺣْﻜَﺎﻡِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺩُﻭْﻥَ ﺍﻟْﻜُﻔْﺮِ ﻓَﻬِﻰَ ﺩَﺍﺭُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ . ﻭَﻛُﻞُّ ﺩَﺍﺭٍ ﻛَﺎﻧَـﺖِ ﺍﻟْﻐَﻠَﺒَﺔُ ﻓِﻴْﻬَﺎ ﻟِﺄَﺣْﻜَﺎﻡِ ﺍﻟْﻜُﻔْﺮِ ﺩُﻭْﻥَ ﺃَﺣْﻜَﺎﻡِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻓَﻬِﻰَ ﺩَﺍﺭُ ﺍﻟْﻜُﻔْﺮِ .
    ‘প্রত্যেক এমন ভূখণ্ড, যেখানে ইসলামি বিধিবিধান বিজয়ী, কুফরি সংবিধান নয়, তা “দারুল ইসলাম”। আর প্রত্যেক এমন ভূখণ্ড, যেখানে কুফরি বিধিবিধান বিজয়ী, ইসলামি সংবিধান নয়, তা “দারুল কুফর”।’ (আল-মু’তামাদ ফি উসুলিদ্দিন : পৃ. নং ২৭৬, প্রকাশনী : দারুল মাশরিক, বৈরুত)
    ৮. ইমাম ইবনে মুফলিহ মাকদিসি রহ. বলেন :
    ﻓَﻜُﻞّ ﺩَﺍﺭ ﻏَﻠَﺐَ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺃَﺣْﻜَﺎﻡ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ ﻓَﺪَﺍﺭُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡ ﻭَﺇِﻥْ ﻏَﻠَﺐَ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺃَﺣْﻜَﺎﻡ ﺍﻟْﻜُﻔَّﺎﺭ ﻓَﺪَﺍﺭُ ﺍﻟْﻜُﻔْﺮ ﻭَﻟَﺎ ﺩَﺍﺭَ ﻟِﻐَﻴْﺮِﻫِﻤَﺎ
    ‘প্রত্যেক এমন ভূখণ্ড, যেখানে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত, তা “দারুল ইসলাম”। আর যদি কোনো ভূখণ্ডে কুফরি বিধিবিধান প্রতিষ্ঠিত থাকে, তাহলে তা “দারুল কুফর”। এ দু’প্রকারের বাইরে আর কোনো “দার” নেই।’ (আল-আদাবুশ শারইয়্যা ওয়াল মিনহুল মারইয়্যা : ১/১৯০, প্রকাশনী : আলামুল কুতুব, বৈরুত)
    ৯. হাফিজ ইবনে কাইয়িম জাওজিয়া রহ. বলেন :
    ﻗَﺎﻝَ ﺍﻟْﺠُﻤْﻬُﻮﺭُ : ﺩَﺍﺭُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻫِﻲَ ﺍﻟَّﺘِﻲ ﻧَﺰَﻟَﻬَﺎ ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ، ﻭَﺟَﺮَﺕْ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺃَﺣْﻜَﺎﻡُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ، ﻭَﻣَﺎ ﻟَﻢْ ﺗَﺠْﺮِ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺣْﻜَﺎﻡُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻟَﻢْ ﻳَﻜُﻦْ ﺩَﺍﺭَ ﺇِﺳْﻠَﺎﻡٍ، ﻭَﺇِﻥْ ﻟَﺎﺻَﻘَﻬَﺎ، ﻓَﻬَﺬِﻩِ ﺍﻟﻄَّﺎﺋِﻒُ ﻗَﺮِﻳﺒَﺔٌ ﺇِﻟَﻰ ﻣَﻜَّﺔَ ﺟِﺪًّﺍ ﻭَﻟَﻢْ ﺗَﺼِﺮْ ﺩَﺍﺭَ ﺇِﺳْﻠَﺎﻡٍ ﺑِﻔَﺘْﺢِ ﻣَﻜَّﺔَ .
    ‘অধিকাংশ ফুকাহা বলেন, “দারুল ইসলাম” ওই ভূখণ্ডকে বলে, যেখানে মুসলমানরা বসবাস করে এবং তথায় ইসলামি বিধিবিধান চালু থাকে। আর যেখানে ইসলামি বিধিবিধান চালু থাকবে না, সেটা “দারুল ইসলাম” হবে না; যদিও তা ‘দারুল ইসলামের সাথে লাগোয়া অঞ্চল হোক। দেখো এই যে মক্কার অদূরেই অবস্থিত তায়িফ, মক্কা বিজয় সত্ত্বেও সেটা “দারুল ইসলাম” হয়ে যায়নি।’ (আহকামু আহলিজ জিম্মাহ : ২/৭২৮, প্রকাশনী : রামাদি, দাম্মাম)
    ১০. আল্লামা মানসুর বিন ইউনুস রহ. বলেন :
    ﻭَﺗَﺠِﺐُ ﺍﻟْﻬِﺠْﺮَﺓُ ﻋَﻠَﻰ ﻣَﻦْ ﻳَﻌْﺠِﺰُ ﻋَﻦْ ﺇﻇْﻬَﺎﺭِ ﺩِﻳﻨِﻪِ ﺑِﺪَﺍﺭِ ﺍﻟْﺤَﺮْﺏِ، ﻭَﻫِﻲَ ﻣَﺎ ﻳَﻐْﻠِﺐُ ﻓِﻴﻬَﺎ ﺣُﻜْﻢُ ﺍﻟْﻜُﻔْﺮِ
    ‘“দারুল হারব”-এ অবস্থান করে যে ব্যক্তি দ্বীন প্রকাশ্যে পালন করতে অক্ষম হবে, তার জন্য হিজরত করা আবশ্যক। আর “দারুল হারব” হলো এমন ভূখণ্ড, যেখানে কুফরের সংবিধান বিজয়ী।’ (কাশশাফুল কিনা’ আনিল ইকনা’ : ৩/৪৩, প্রকাশনী : দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
    ১১. ইমাম আবুল হাসান আলাউদ্দিন মুরাদাবি রহ. বলেন :
    ﻭَﺩَﺍﺭُ ﺍﻟْﺤَﺮْﺏِ : ﻣَﺎ ﻳَﻐْﻠِﺐُ ﻓِﻴﻬَﺎ ﺣُﻜْﻢُ ﺍﻟْﻜُﻔْﺮِ .
    ‘আর “দারুল হারব” ওই ভূখণ্ডকে বলে, যেখানে কুফরি সংবিধান বিজয়ী থাকে।’ (আল-ইনসাফ ফি মারিফাতির রাজিহি মিনাল খিলাফ : ৪/১২১, প্রকাশনী : দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরুত)
    ১২. ইমাম ইবনে কুদামা রহ. বলেন :
    ﻭَﻣَﺘَﻰ ﺍﺭْﺗَﺪَّ ﺃَﻫْﻞُ ﺑَﻠَﺪٍ، ﻭَﺟَﺮَﺕْ ﻓِﻴﻪِ ﺃَﺣْﻜَﺎﻣُﻬُﻢْ، ﺻَﺎﺭُﻭﺍ ﺩَﺍﺭَ ﺣَﺮْﺏٍ ﻓِﻲ ﺍﻏْﺘِﻨَﺎﻡِ ﺃَﻣْﻮَﺍﻟِﻬِﻢْ، ﻭَﺳَﺒْﻲِ ﺫَﺭَﺍﺭِﻳِّﻬِﻢْ ﺍﻟْﺤَﺎﺩِﺛِﻴﻦَ ﺑَﻌْﺪَ ﺍﻟﺮِّﺩَّﺓِ، ﻭَﻋَﻠَﻰ ﺍﻟْﺈِﻣَﺎﻡِ ﻗِﺘَﺎﻟُﻬُﻢْ ،
    ‘যখন কোনো শহরবাসী মুরতাদ হয়ে যাবে এবং তাদের মাঝে তাদের (কুফরি) সংবিধান চালু করবে তখন তাদের সম্পদ গনিমত হওয়া এবং মুরতাদ হওয়ার পর জন্মগ্রহণ করা সন্তান-সন্তুতিকে দাস-দাসী বানানোর ক্ষেত্রে তারা সবাই “দারুল হারব”-এর অধিবাসী বলে বিবেচিত হবে। আর মুসলিম খলিফার ওপর তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আবশ্যক হয়ে যাবে।’ (আল-মুগনি : ৯/১৭, প্রকাশনী : মাকতাবাতুল কাহিরা, মিশর)
    ১৩. ইমাম শাওকানি রহ. বলেন :
    ﺍَﻟْﺎِﻋْﺘِﺒَﺎﺭُ ﺑِﻈُﻬُﻮْﺭِ ﺍْﻟﻜَﻠِﻤَﺔِ ﻓَﺈِﻥْ ﻛَﺎﻧَﺖِ ﺍﻟْﺄَﻭَﺍﻣِﺮُ ﻭَﺍﻟﻨَّﻮَﺍﻫِﻲْ ﻓِﻲ ﺍﻟﺪَّﺍﺭِ ﻟِﺄَﻫْﻞِ ﺍﻟْﺈِﺳْﻠِﺎﻡِ ﺑِﺤَﻴْﺚُ ﻟَﺎ ﻳَﺴْﺘَﻄِﻴْﻊُ ﻣَﻦْ ﻓِﻴْﻬَﺎ ﻣِﻦَ ﺍﻟْﻜُﻔَّﺎﺭِ ﺃَﻥْ ﻳَﺘَﻈَﺎﻫَﺮَ ﺑِﻜُﻔْﺮِﻩِ ﺇِﻻَّ ﻟِﻜَﻮْﻧِﻪِ ﻣَﺄْﺫُﻭْﻧًﺎ ﻟَﻪُ ﺑِﺬَﻟِﻚَ ﻣِﻦْ ﺃَﻫْﻞِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻓَﻬَﺬِﻩِ ﺩَﺍﺭُ ﺇِﺳْﻠَﺎﻡٍ ﻭَﻟَﺎ ﻳَﻀُﺮُّ ﻇُﻬُﻮْﺭُ ﺍﻟْﺨِﺼَﺎﻝِ ﺍﻟْﻜُﻔْﺮِﻳَّﺔِ ﻓِﻴْﻬَﺎ ﻟِﺄَﻧَّﻬَﺎ ﻟَﻢْ ﺗَﻈْﻬَﺮْ ﺑِﻘُﻮَّﺓِ ﺍﻟْﻜُﻔَّﺎﺭِ ﻭَﻟَﺎ ﺑِﺼَﻮْﻟَﺘِﻬِﻢْ ﻛَﻤَﺎ ﻫُﻮَ ﻣُﺸَﺎﻫَﺪٌ ﻓِﻲْ ﺃَﻫْﻞِ ﺍﻟﺬِّﻣَّﺔِ ﻣِﻦَ ﺍﻟْﻴَﻬُﻮْﺩِ ﻭَﺍﻟﻨَّﺼَﺎﺭَﻯ ﻭَﺍﻟْﻤُﻌَﺎﻫِﺪِﻱَﻥْ ﺍﻟﺴَّﺎﻛِﻨِﻴْﻦَ ﻓِﻲ ﺍﻟْﻤَﺪَﺍﺋِﻦِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻣِﻲَّﺓِ ﻭَﺇِﺫَﺍ ﻛَﺎﻥَ ﺍﻟْﺄَﻣْﺮُ ﺍﻟْﻌَﻜْﺲَ ﻓَﺎﻟﺪَّﺍﺭُ ﺑِﺎﻟْﻌَﻜْﺲِ .
    ‘ধর্মের বিজয়ের ভিত্তিতে “দার” বিবেচ্য হবে। অতএব, যদি কোনো ভূখণ্ডে আদেশ-নিষেধ জাতীয় সকল আইন-কানুন মুসলিমদের হয়, তথায় অবস্থানকারী কাফিররা মুসলিমদের পক্ষ থেকে অনুমতিপ্রাপ্ত হওয়া ছাড়া কুফরি কোনো কাজ করার ক্ষমতা রাখে না, তাহলে এটা হলো “দারুল ইসলাম”। এ ভূখণ্ডে কিছু কুফরি কাজকর্মের অস্তিত্ব থাকায় “দারুল ইসলাম” হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কেননা, এসব কুফরি কাজ কাফিরদের শক্তি ও দাপটের ভিত্তিতে প্রকাশ হয়নি; যেমনটি ইসলামি রাষ্ট্রে বসবাসরত ইহুদি, খ্রিষ্টান ও চুক্তিবদ্ধ অমুসলিম জিম্মিদের ক্ষেত্রে প্রযোজ্য। আর বিষয়টি যদি এর (তথা “দারুল ইসলাম”-এর সংজ্ঞার) উল্টো হয়, তাহলে “দার”ও উল্টোটা (অর্থাৎ “দারুল হারব”) হবে।’ (আস-সাইলুল জাররার : পৃ. নং ৯৭৬, প্রকাশনী : দারু ইবনি হাজাম)
    ১৪. আল্লামা আব্দুল্লাহ আবু বাতিন রহ. বলেন :
    ﻓﺪﺍﺭ ﺍﻹﺳﻼﻡ ﻫﻲ ﺍﻟﺘﻲ ﺗﺠﺮﻱ ﺃﺣﻜﺎﻡ ﺍﻹﺳﻼﻡ ﻓﻴﻬﺎ ﻭﺇﻥ ﻟﻢ ﻳﻜﻦ ﺃﻫﻠﻬﺎ ﻣﺴﻠﻤﻴﻦ، ﻭﻏﻴﺮﻫﺎ ﺩﺍﺭ ﻛﻔﺮٍ ،
    ‘“দারুল ইসলাম” বলা হয়, যেখানে ইসলামের বিধিবিধান চলমান ও প্রতিষ্ঠিত আছে; যদিও তার অধিবাসীরা মুসলিম না হোক। আর এর বিপরীতটা (অর্থাৎ যেখানে কুফরি বিধিবিধান চলমান ও প্রতিষ্ঠিত, সেটা) হলো “দারুল কুফর”।’ (মাজমুআতুর রাসায়িলি ওয়াল মাসায়িলিন নাজদিয়্যা : ১/৬৫৫, প্রকাশনী : মাতবাআতুল মানার, মিশর)
    ১৫. সাইয়িদ কুতুব শহিদ রহ. বলেন :
    ﺍَﻟْﺄَﻭَّﻝُ : ﺩَﺍﺭَ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ . ﻭَﺗﺸْﻤِﻞُ ﻛُﻞَّ ﺑَﻠَﺪٍ ﺗُﻄَﺒَّﻖُ ﻓِﻴْﻪِ ﺃَﺣْﻜَﺎﻡُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ، ﻭَﺗَﺤْﻜُﻤُﻪُ ﺷَﺮِﻳْﻌَﺔُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ... ﻓَﺎﻟْﻤَﺪَﺍﺭُ ﻛُﻠُّﻪُ ﻓِﻲ ﺍﻋْﺘِﺒَﺎﺭِ ﺑَﻠَﺪٍ ﻣَّﺎ ﺩَﺍﺭَ ﺇِﺳْﻠَﺎﻡٍ ﻫُﻮَ ﺗَﻄْﺒِﻴْﻘُﻪُ ﻟِﺄَﺣْﻜَﺎﻡِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻭَﺣُﻜْﻤُﻪُ ﺑِﺸَﺮِﻳْﻌَﺔِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ . ﺍَﻟﺜَّﺎﻧِﻲْ : ﺩَﺍﺭُ ﺍﻟْﺤَﺮْﺏِ . ﻭَﺗَﺸْﻤِﻞُ ﻛُﻞَّ ﺑَﻠَﺪٍ ﻟَﺎ ﺗُﻄَﺒَّﻖُ ﻓَﻴْﻪِ ﺃَﺣْﻜَﺎﻡُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ، ﻭَﻟَﺎ ﻳُﺤْﻜَﻢُ ﺑَﺸَﺮِﻳْﻌَﺔِ ﺍﻟْﺈٍﺳْﻠَﺎﻡِ ... ﻓَﺎﻟْﻤَﺪَﺍﺭُ ﻛُﻠُّﻪُ ﻓِﻲ ﺍﻋْﺘِﺒَﺎﺭِ ﺑَﻠَﺪٍ ﻣَّﺎ ﺩَﺍﺭَ ﺣَﺮْﺏٍ ﻫُﻮَ ﻋَﺪَﻡُ ﺗَﻄْﺒِﻴْﻘِﻪِ ﻟِﺄَﺣْﻜَﺎﻡِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻭَﻋَﺪَﻡُ ﺣُﻜْﻤِﻪِ ﺑِﺸَﺮِﻳْﻌَﺔِ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ .
    ‘প্রথম হলো “দারুল ইসলাম”। এটা প্রত্যেক এমন ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে, যেখানে ইসলামি বিধিবিধান বাস্তবায়ন করা হয় এবং ইসলামি শরিয়া অনুযায়ী বিচার-ফয়সালা করা হয়। ...সুতরাং কোনো দেশ “দারুল ইসলাম” হওয়ার মূলভিত্তি হলো ইসলামি বিধিবিধান বাস্তবায়ন করা এবং শরিয়া অনুসারে বিচার-ফয়সালা করা। দ্বিতীয় হলো “দারুল হারব”। এটা প্রত্যেক এমন ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে, যেখানে ইসলামি বিধিবিধান বাস্তবায়ন করা হয় না এবং ইসলামি শরিয়া অনুযায়ী বিচার-ফয়সালা করা হয় না। ...সুতরাং কোনো দেশ “দারুল হারব” হওয়ার মূলভিত্তি হলো ইসলামি বিধিবিধান বাস্তবায়ন না করা এবং শরিয়া অনুসারে বিচার-ফয়সালা না করা।’ (ফি জিলালিল কুরআন : ২/৩৪৮, প্রকাশনী : আল-মাকতাবাতুশ শামিলা)
    ১৬. শাইখ মুহাম্মাদ সাদকি বিন আহমাদ গাজ্জি রহ. বলেন :
    ﺩَﺍﺭُ ﺍﻟْﺤَﺮْﺏِ ﻫِﻲَ ﺍﻟﺪَّﺍﺭُ ﺍﻟَّﺘِﻲْ ﻟَﺎ ﻳَﺄْﻣَﻦُ ﻓِﻴْﻬَﺎ ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮْﻥَ، ﻭَﻟَﺎ ﻳُﺤْﻜَﻢُ ﻓِﻴْﻬَﺎ ﺑِﺸَﺮْﻉِ ﺍﻟﻠﻪِ، ﻓَﻜُﻞُّ ﻣَﻜَﺎﻥٍ ﻟَﺎ ﻳَﺄْﻣَﻦُ ﻓَﻴْﻪِ ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮْﻥَ، ﻭَﻟَﺎ ﻳُﺤْﻜَﻢُ ﻓَﻴْﻪِ ﺑِﺸَﺮْﻉِ ﺍﻟﻠﻪِ ﻓَﻬُﻮَ ﻣِﻦْ ﺟُﻤْﻠَﺔِ ﺩَﺍﺭِ ﺍﻟْﺤَﺮْﺏِ .
    ‘“দারুল হারব” হলো ওই ভূখণ্ড, যেখানে মুসলমানরা নিরাপদ নয় এবং যেখানে আল্লাহর শরিয়ত অনুসারে বিচার-ফয়সালা করা হয় না। অতএব, যে জায়গায় মুসলিমরা নিরাপদ নয় এবং যেথায় আল্লাহর শরিয়ত অনুযায়ী বিচার করা হয় না, তা “দারুল হারব”-এর অন্তর্ভক্ত।’ (মাওসুআতুল কাওয়ায়িদিল ফিকহিয়্যা : ৯/১৭৬, প্রকাশনী : মুআসসাসাতুর রিসালা, বৈরুত)
    তিনি আরও বলেন :
    ﻓَﺎﻟْﻤَﻜَﺎﻥُ ﻭَﺍﻟْﻤَﻮْﺿِﻊُ ﻭَﺍﻟْﺒِﻠَﺎﺩُ ﺍﻟَّﺘِﻲْ ﻟَﺎ ﻳَﺄْﻣَﻦُ ﻓِﻴْﻬَﺎ ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮْﻥَ ﻋَﻠَﻰ ﺇِﻗَﺎﻣَﺔِ ﺷَﻌَﺎﺋِﺮِ ﺩِﻳْﻨِﻬِﻢْ ﻭَﻋَﻠَﻰ ﺃَﻧْﻔُﺴِﻬِﻢْ ﻭَﺃَﻋْﺮَﺍﺿِﻬِﻢْ ﻭَﺃَﻣْﻮَﺍﻟِﻬِﻢْ، ﻭَﻟَﺎ ﻳُﻘَﺎﻡُ ﻓِﻴْﻬَﺎ ﺷَﺮْﻉُ ﺍﻟﻠﻪِ ﻫُﻮَ ﺩَﺍﺭُ ﺍﻟْﺤَﺮْﺏِ، ﻭَﺍﻟْﻤَﻜَﺎﻥُ ﺍﻟَﺬِﻱْ ﻳَﻜُﻮْﻥُ ﺗَﺤْﺖَ ﻳَﺪِ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴْﻦَ، ﻭَﻓِﻴْﻪِ ﻳَﺄْﻣَﻨُﻮْﻥَ، ﻭَﻳُﺤْﻜَﻢُ ﻓَﻴْﻪِ ﺑِﺸَﺮْﻉِ ﺍﻟﻠﻪِ ﻫُﻮَ ﺩَﺍﺭُ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ .
    ‘অতএব যে স্থান, এলাকা ও দেশে মুসলমানরা নিজেদের দ্বীন পালন এবং জান, ইজ্জত ও সম্পদের ক্ষেত্রে নিরাপদ নয় এবং যেখানে আল্লাহর আইন বাস্তবায়ন করা হয় না, সেটাই হলো “দারুল হারব”। আর যে স্থান মুসলমানদের হাতে থাকবে, মুসলিমরা তথায় নিরাপদ থাকবে এবং সেখানে আল্লাহর আইন অনুসারে বিচার-ফয়সালা করা হবে, সেটা হলো “দারুল ইসলাম”।’ (মাওসুআতুল কাওয়ায়িদিল ফিকহিয়্যা : ১১/১১৪৪, প্রকাশনী : মুআসসাসাতুর রিসালা, বৈরুত)
    এসব ফকিহ ও উসুলবিদের ভাষ্য থেকে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হারব’-এর অর্থ স্পষ্ট হয়ে যায় যে, জনগণের আধিক্য কিংবা কিছু ধর্মীয় বিধিবিধান বা রীতিনীতি পালনের সুযোগ থাকার কারণেই কোনো দেশকে ‘দারুল ইসলাম’ বা ‘দারুল হারব’ বলা হবে না; বরং মূলে দেখতে হবে যে, সে দেশের সংবিধান ও শাসনক্ষমতা কাদের হাতে। যদি শাসনক্ষমতা মুসলিমদের হাতে থাকে এবং দেশের সংবিধান ও বিচারব্যবস্থা শরিয়ামতে চলে তাহলে সে দেশকে ‘দারুল ইসলাম’ বলা হবে। এক্ষেত্রে এটা বিবেচ্য নয় যে, দেশের অধিকাংশ জনগণের ধর্ম কী। চাই সবাই জিম্মি কাফির হোক বা সবাই মুসলিম হোক কিংবা কমবেশ করে উভয় শ্রেণির জনগণ থাকুক। এসবের কারণে ‘দারুল ইসলাম’ হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। এর বিপরীতে যদি দেশের শাসনক্ষমতা কাফিরদের হাতে থাকে কিংবা মুরতাদ ও নামধারী মুসলমানের হাতে থাকলেও কুফরি ও মানবরচিত আইনে দেশ পরিচালনা করা হয় এবং এসব মানবরচিত আইনকেই শরিয়ার ওপর প্রাধান্য দেওয়া হয়, তাহলে এটাকে ‘দারুল হারব’ বলা হবে; যদিও দেশের সিংহভাগ নাগরিক মুসলমান হোক এবং দেশে ব্যক্তিগতভাবে বিভিন্ন ইবাদত পালনের সুযোগ বহাল থাকুক।
    [চলবে...]

    একজন শায়েখের আমাদের উদশ্যে দেওয়া আলোচনা থেকে সংগ্রহ করা হয়েছে ।
    Last edited by Munshi Abdur Rahman; 07-25-2020, 06:36 PM.
    "জিহাদ ঈমানের একটি অংশ ৷"-ইমাম বোখারী রহিমাহুল্লাহ

  • #2
    জাযাকাল্লাহ,,
    অনেক সুন্দর আলোচনা ভাই
    আল্লাহ তা'আলা আপনার মেহনতকে কবুল করুন।আমীন
    হয়তো শরীয়াহ নয়তো শাহাদাহ

    Comment


    • #3
      মাশাআল্লাহ,,,জাযাকাল্লাহ,,।
      অনেক সুন্দর আলোচনা ভাই
      আল্লাহ তায়া'লা আপনার কাজে বারাকাহ দান করুন,আমীন।
      ’’হয়তো শরিয়াহ, নয়তো শাহাদাহ,,

      Comment


      • #4
        আলহামদুলিল্লাহ অনেক উপকারী পোস্ট। আল্লাহ সুবহানাহু তায়ালা কবুল করুন।
        আমাদেরকে দারুল ইসলাম প্রতিষ্টা করার তৌফিক দান করুন।
        আমাদের সকলকে মুজাহিদ হিসাবে কবুল করুন।
        فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ

        Comment


        • #5
          Originally posted by nu'aim View Post
          আলহামদুলিল্লাহ অনেক উপকারী পোস্ট। আল্লাহ সুবহানাহু তায়ালা কবুল করুন।
          আমাদেরকে দারুল ইসলাম প্রতিষ্টা করার তৌফিক দান করুন।
          আমাদের সকলকে মুজাহিদ হিসাবে কবুল করুন ।
          আমীন । ছুম্মা আমীন ।
          "জিহাদ ঈমানের একটি অংশ ৷"-ইমাম বোখারী রহিমাহুল্লাহ

          Comment


          • #6
            মাশাআল্লাহ, দলীলভিত্তিক সুন্দর আলোচনা। জাযাকাল্লাহ
            আল্লাহ তাা‘আলা পোস্টকারী ভাইয়ের খেদমতকে কবুল করুন। আমীন
            ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

            Comment

            Working...
            X