Announcement

Collapse
No announcement yet.

জিহাদের কতিপয় আদাব।

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • জিহাদের কতিপয় আদাব।

    জিহাদের কতিপয় আদাব।

    بسم الله الرحمن الرحيم

    ১. যখন জিহাদের জন্য বের হবে তখন আল্লাহর নাম নিয়ে বের হও।
    ২. অহংকার ও গর্ব করে বের হয়োনা। (বিনয়ের সাথে বের হও)
    ৩. পরস্পরে ঝগড়া বিবাদ পরিহার করে চলো। সর্বদা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের কথা স্মরণ করো।
    ৪. লড়াই কালে অটল অবিচল থেকো। ধৈর্য্যের সাথে লড়াই করো।
    ৫. যুদ্ধের ময়দানে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়োনা। যার জন্য জিহাদে বের হলাম তাকে যেন এক মুহূর্তের জন্য ভুলে না যাই।
    আল্লাহ তা'আলার ইরশাদ,
    يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيراً لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطراً ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط
    হে মুমিন সমাজ, তোমরা যখন শত্রুর মুখোমুখি হবে (তোমরা কয়েকটি বিষয় লক্ষ্য রাখবে)
    ১. অটল অবিচল থেকো।
    ২. বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। যাতে করে আল্লাহর নামের বরকতে সফলতা লাভ করতে পারো।
    ৩. সকল কাজে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের প্রতি লক্ষ্য রাখবে।
    ৪. পরস্পরে ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা হীনবল হয়ে পড়বে। তোমাদের শক্তি শেষ হয়ে যাবে।
    ৫. ঐ সকল কাফেরদের মতো হয়ো না যারা তাদের ঘর থেকে অহংকার আর লৌকিকতা করতে করতে বেরিয়েছে। এবং যারা আল্লাহর বান্দাদের তার পথ থেকে বাঁধা দেয়। (সূরা আনফাল ৪৫-৪৭)
    ৬. নিজেদের সংখ্যাধিক্য আর অস্ত্র সস্ত্রের প্রাচুর্য দেখে প্রতারিত হয়ো না। এবং সংখ্যা স্বল্পতা দেখে হতাশ হয়ে যেয়ো না। সদা সর্বদা তাঁর উপর ভরসা করো। বিজয় সাহায্যের একমাত্র আল্লাহ তা'আলা এ কথা মনে রেখো।
    আল্লাহ তা'আলা বলেন,
    لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم ولّيتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلي المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين
    আল্লাহ তা'আলা তোমাদের বহু ময়দানে সাহায্য করেছেন। আর হুনাইনের দিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের মুগ্ধ তখন তোমাদের কোনো কিছুই কাছে আসেনি। এবং যমীন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য তা সংকীর্ণ হয়ে গেলো। অতঃপর তোমরা পশ্চাদপসরণ করলে। তারপর আল্লাহ তাঁর রাসূল ও মুমিনদের উপর প্রশান্তি অবতরণ করলেন এবং অদৃশ্য এক বাহিনী পাঠিয়ে কাফেরদের শাস্তি দিলেন। আর এমনি হয় কাফেরদের প্রতিদান। (সূরা তাওবা ২৫-২৬)
    ৭. যখন বাহনে আরোহণ করবে তখন আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো ; কারণ তিনি তোমার জন্য তা সহজ করে দিয়েছেন। আর এই দোয়া পড়ো,
    سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلي ربنا لمنقلبون
    পবিত্রতা ঘোষণা করছি ঐ সত্তার যিনি এই বাহনকে আমাদের বশীভূত করেছেন। অথচ আমরা তা করতে সক্ষম ছিলাম না। আর নিঃসন্দেহে আমরা সকলে আমাদের রবের নিকট ফিরে যাবো। (সূরা যুখরুফ : ১৩)
    ৮. যখন কোনো উঁচু স্থানে আরোহণ করবে তখন আল্লাহর বড়ত্বের কথা স্মরণ করে "আল্লাহু আকবার" বলো। আর যখন নিচু স্থানে নামবে তখন "সুবহানাল্লাহ" বলো। আর আল্লাহ তা'আলা সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র।
    ৯. আল্লাহর সাহায্যে বিজয় লাভ করলে আমীর মুজাহিদদের সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে নিম্নোক্ত দোয়া পাঠ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর মুজাহিদ গণ আমীন বলবেন।
    اللهم لك الحمد كله، لا قابض لما بسطت ولا باسط لما قبضت، ولا هادي لما أضللت ولا مضل لما هديت، ولا معطي لما منعت ولا مانع لما أعطيت، ولا مقرب لما باعدت ولا مباعد لما قربت، اللهم ابسط علينا من بركاتك ورحمتك وفضلك ورزقك
    হে আল্লাহ, তোমার জন্যই সমস্ত প্রশংসা। তুমি যাকে প্রশস্ত করবে তাকে সংকীর্ণ করার কেউ নেই। তুমি যাকে সংকীর্ণ করবে তাকে প্রশস্ত করার কেউ নেই। তুমি যাকে পথভ্রষ্ট করবে তাকে পথ দেখানোর কেউ নেই। আর তুমি যাকে সঠিক পথ দেখাবে তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। তুমি যাকে বাঁধা দিবে তাকে দান করার কেউ নেই। তুমি যাকে দান করবে তাকে বাঁধা দেওয়ার কেউ নেই। তুমি যাকে অসম্ভব করবে তাকে সম্ভব করার কেউ নেই। আর তুমি যাকে সম্ভব করবে তাকে অসম্ভব করার কেউ নেই। হে আল্লাহ, তুমি আমাদের উপর তোমার বরকত, রহমত, অনুগ্রহ ও রিযিক বৃদ্ধি করে দাও। আমীন। (নাসায়ী ও ইবনে হিব্বান বর্ণিত)
    ১০. সাহায্য ও বিজয়ের পর গর্ব করে বলো না আমরা বিজয় করেছি। বরং তাকে আল্লাহর দিকে সম্বোধন করে দাও যে, তিনি নিজ অনুগ্রহে বিজয় দিয়েছেন। কারণ হাদীসে এসেছে,
    لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير، آئبون تائبون عابدون ساجدون سائحون لربنا حامدون صدق الله وعده ونصر عبده وهزم الأحزاب وحده
    একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব একমাত্র তাঁর। সমস্ত শুধু মাত্র তারই জন্য। তিনি সব কিছু করতে সক্ষম। তাওবাকারী, ইবাদাতকারী, সিজদাকারী ও জিহাদে গমনকারী সকলেই আমার রবের প্রশংসাকারী। আল্লাহ স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। তার বান্দাকে সাহায্য করেছেন। বহু দলকে তিনিই পরাজিত করেছেন। (বুখারী, মুসলিম, তিরমীযী, নাসায়ী)
    ১১. খাদেম, ঢোল, তবলা ইত্যাদি বিলাস বহুল কোনো কিছু সাথে নিবে না। কারণ যে কাফেলায় এই ধরনের আসবাব থাকে সেখানে ফিরিশতা আসে না।

    লেখক: শাইখ ইদ্রিস কান্ধলবী রহিঃ।
    সীরাতে মুস্তাফা।

  • #2
    মাশাআল্লাহ. অনেক সুন্দর কালেকশন। জাযাকাল্লাহ
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment

    Working...
    X