Announcement

Collapse
No announcement yet.

বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস || ২য় পর্ব || সলাত || পাঁচটি হাদিস

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস || ২য় পর্ব || সলাত || পাঁচটি হাদিস







    => হাদিস নং ১ | সলাতুল ফজর

    عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ أَسْفِرُوا بِالْفَجْرِ فَإِنَّهُ أَعْظَمُ لِلأَجْرِ ‏"‏ ‏.‏

    রাফি’ ইবনু খাদীজ (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ তোমরা ফযরের নামায (ভোরের অন্ধকার) ফর্সা করে আদায় কর। কেননা তাতে অনেক সাওয়াব রয়েছে।[১]

    হাদিসের মান: সহিহ ।

    {(অন্ধকার) ফর্সা হওয়ার অর্থ হচ্ছে- সন্দেহাতীতরূপে ভোর হওয়া। কিন্তু ফর্সা হওয়ার অর্থ এই নয় যে, নামায দেরী করে আদায় করতে হবে। }



    => হাদিস নং ২ | সলাতুজ জোহর

    وَعَنْ اَنَسٍ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ اِذَ كَانَ الْحَرُّ اَبْرَدَ بِالصَّلَاةِ وَاِذَ كَانَ الْبَرْدُ عَجَّلَ.

    আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (যুহরের সলাত) গরমকালে ঠান্ডা করে (গরম কমলে) আদায় করতেন আর শীতকালে আগে আগে আদায় করতেন। [২]
    হাদিসের মান: সহিহ হাদিস।


    => হাদিস নং ৩ | সলাতুল আসর

    وَعَنْ بُرَيْدَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ تَرَكَ صَلَاةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُه.

    বুরায়দাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি ‘আসরের সলাত ছেড়ে দিল সে তার ‘আমল বিনষ্ট করল। [৩]

    হাদিসের মান: সহিহ হাদিস।


    => হাদিস নং ৪ | সলাতুল মাগরিব

    عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالْحِجَابِ

    সালামাহ ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, সূর্যাস্তের সাথে সাথেই আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম। [৪]

    হাদিসের মান: সহিহ।

    => হাদিস নং ৫ | সলাতুল ইশা

    عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَوْلَا أَنْ أَشُقَّ عَلى أُمَّتِيْ لَامَرْتُهُمْ بِتَأْخِيرِ الْعِشَاءِ وَبِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ

    আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : আমি আমার উম্মাতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে তাদেরকে ‘ইশার সলাত দেরীতে আদায় করতে ও প্রত্যেক সলাতের সময় মিসওয়াক করার আদেশ করতাম। [৫]

    হাদিসের মান: সহিহ। [৫]
    ...............................

    [১] জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৫৪। নাসায়ী ৫৪৮-৪৯, আবূ দাঊদ ৪২৪, আহমাদ ১৫৩৯২, ১৬৮০৬, ১৬৮২৮; দারিমী ১২১৭।

    [২] সহীহ : নাসায়ী ৪৯৯। মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৬২০।

    [৩] সহীহ : বুখারী ৫৫৩, নাসায়ী ৪৭৪, আহমাদ ২২৯৫৭, সহীহ আত্ তারগীব ৪৭৮। মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৫৯৫।

    [৪] বুখারী ৫৬১, মুসলিম ৬৩৭, তিরমিযী ১৬৪, আবূ দাঊদ ৪১৭, আহমাদ ১৬০৯৭, ১৬১১৫; দারিমী ১২০৯। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৬৮৮।

    [৫] সহীহ : বুখারী ৮৮৭, মুসলিম ২৫২, আবূ দাঊদ ৪৬। মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৩৭৬।

    --------------------

    যাস্টপেস্ট লিংক

    https://justpaste.it/2ebqp


    বিগত পর্বের লিংক
    বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস || ১ম পর্ব || ঈমান || পাঁচটি হাদিস

    https://dawahilallah.com/showthread.php?23294


    আপনার নেক দোয়ায় ভাইদেরকে স্বরণ রাখুন৷ ৷
    <===========[]===========>

  • #2
    ধারাবাহিক ভাবে চলমান থাকুক..............এই শুভ কামনা।

    একটি কথা-
    তাগুত,জিহাদ,খিলাফাহ,গাজওয়ায়ে হিন্দ,ইমাম মাহদি ইত্যাদি এ সংক্রান্ত আয়াত হাদিস ফোরামে পেশ করলে বেশি ভালো হয়। যেগুলো সচরাচর সবাই জানে তা ফোরামে পেশ না করলেও হয়। আশা করি বিষয়টি আমলে নিবেন।

    আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। এবং জিহাদের পথে ইস্তিকামাত দান করুন। আমিন
    গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

    Comment


    • #3
      Originally posted by Ibrahim Al Hindi View Post
      ধারাবাহিক ভাবে চলমান থাকুক..............এই শুভ কামনা।

      একটি কথা-
      তাগুত,জিহাদ,খিলাফাহ,গাজওয়ায়ে হিন্দ,ইমাম মাহদি ইত্যাদি এ সংক্রান্ত আয়াত হাদিস ফোরামে পেশ করলে বেশি ভালো হয়। যেগুলো সচরাচর সবাই জানে তা ফোরামে পেশ না করলেও হয়। আশা করি বিষয়টি আমলে নিবেন।

      আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। এবং জিহাদের পথে ইস্তিকামাত দান করুন। আমিন
      জাজাকাল্লাহু খাইরান আখি!
      মুহতারাম!
      এখন একটি লক্ষ্য নিয়ে হাদিস শরিফগুলো সংকলন করা হচ্ছে আলহামদুলিল্লাহ! তাহলো বিষয়ভিত্তিক এমন পাঁচটি পূর্ণাঙ্গ হাদিস নির্বাচন করা, যার মতন সর্বোচ্চ দেড় থেকে দুই লাইনের মধ্যে হয়। যেন তা মুখস্থ করতে সহজ থেকে সহজতর হয়। আর আপনার উল্লেখিত বিষয়গুলো সামনের জিহাদ ও ফিতনা পর্বে আসবে ইনশাআল্লাহ। আর শুধু জিহাদ সংশ্লিষ্ট হাদিস চাইলে " চল্লিশ হাদিস" নামে একটা রিসালাহ আছে। সেটা দেখলে ভালো হয়।

      Comment


      • #4
        মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ
        পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম...
        ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

        Comment


        • #5
          মাশাআল্লাহ, খুব সুন্দর একটি উদ্যোগ । আল্লাহ ভাইয়ের কাজগুলো কবুল করুন আমীন ।

          Comment

          Working...
          X