Announcement

Collapse
No announcement yet.

কোরআন ও হাদিসের আলোকে রিযিকে বরকত লাভের কিছু উপায়

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • কোরআন ও হাদিসের আলোকে রিযিকে বরকত লাভের কিছু উপায়

    কোরআন ও হাদিসের আলোকে
    রিযিকে বরকত লাভের কিছু উপায়

    1- নামাযের প্রতি যত্নবান হওয়া।
    আল্লাহ তাআলা বলেন,

    *وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى .

    - আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদেশ দিন এবং নিজেও নামাযের প্রতি যত্নবান হন। আমি আপনার কাছে রিযিক চাই না। আমিইতো আপনাকে রিযিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। সূরা তাহা : 132

    *2 - তাকওয়া অবলম্বন করা অর্থাৎ সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা।
    আল্লাহ তাআলা বলেন,

    وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا*وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِب
    - যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেন। সূরা ত্বালাক - 2,3

    3 - আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করা।*
    আল্লাহ তাআলা বলেন,

    وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ

    - তোমরা (আল্লাহর পথে) যা কিছু ব্যয় করো (দুনিয়া ও আখেরাতে) তিনি তার বিনিময় দেবেন। তিনি উত্তম রিযিক দাতা। সূরা সাবা - ৩৯

    يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ . سورة البقرة : ٢٧٦

    - আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দান খয়রাতকে বাড়িয়ে দেন। আল্লাহ কোন পাপাচারী কাফেরকে পছন্দ করেন না। সূরা বাকারা - ২৭৬

    *4 - নিজের কাছে উপস্থিত নেয়ামত সমূহের* শুকরিয়া আদায় করা।
    আল্লাহ তাআলা বলেন,

    *وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ .سورة إبراهيم : ٧

    - যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।
    সূরা ইবরাহীম - ৭

    *5 - আল্লাহর পথে হিজরত করা।
    আল্লাহ তাআলা বলেন,

    وَمَنْ يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً . سورة النساء : ١٠٠

    - যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে প্রচুর জায়গা ও রিযিকে সচ্ছলতা পাবে। সূরা নিসা - ১০০

    *6 - আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা।

    হযরত আনাস র. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

    من أحَبَّ أنْ يُبْسَطَ لَهُ في رِزْقِهِ، ويُنْسأَ لَهُ في أثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ .

    - যে ব্যক্তি চায় তার রিযিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে। বুখারী ও মুসলিম

    7 - বেশি বেশি* ইস্তেগফার করা।

    হযরত আবদুল্লাহ বিন আব্বাস রাযি. বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

    مَنْ لَزِمَ الاسْتِغْفَارَ جَعَلَ اللهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَرَزَقهُ مِنْ حَيثُ لا يَحْتَسِبُ* .

    - যে ব্যক্তি বেশি বেশি* ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা বা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন এবং তাকে এমন সব উৎস থেকে রিযিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে দাঊদ

    8 - দুর্বল ও অসহায় মুসলমানদেরকে সাহায্য করা।
    হযরত মুসআব বিন সা‘দ বিন আবী ওয়াক্কাস রাযি. বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,

    هَلْ تُنْصَرُونَ وتُرْزَقُونَ إلاَّ بِضُعَفَائِكُمْ .

    ‘‘তোমাদের মধ্যকার*দুর্বল ও অসহায়দের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং রিযিক দেওয়া হয়। সহী বুখারী

    *9 - দ্বীনী ইলম অন্বেষণকারীদের উপর নিজের অর্থ-সম্পদ ব্যয় করা।

    عن أنس رضي الله عنه قال: كان أخوان على عهد النبي صلى الله عليه وسلم وكان أحدهما يأتي النبي صلى الله عليه وسلم والآخر يحترف، فشكا المحترف أخاه للنبي صلى الله عليه وسلم، فقال : لعلك ترزق به . رواه الترمذي

    হযরত আনাস রাযি. বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই ভাই ছিল। তাদের একজন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে (দ্বীন শিক্ষার জন্য) আসত আর অপরজন কাজ করে অর্থ উপার্জন করত। একদিন উপার্জনশীল ভাইটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার (শিক্ষার্থী) ভাইয়ের (কাজ না করার) অভিযোগ করল।*তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, *لعلك ترزق به - সম্ভবত তোমাকে তার কারণেই রিযিক দেয়া হয়। জামে তিরমিযী
    হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সাআদাতের জীবন এবং শাহাদাতের মৃত্যু দান করুন।

  • #2
    জাযাকুমুল্লাহ

    Comment


    • #3
      আল্লাহতায়ালা আমাদেরকেও এই তরিকা অবলম্বনের মাধ্যমে বরকতময় হালাল রিজিক নছিব করে নবি-সাহাবি ওয়ালা সর্বশ্রেষ্ট হালাল রিজক বর্ষার(অস্ত্রের) মাধ্যমে অর্জিত গনিমতের নিয়ামতে সমৃদ্ধি দান করেন।।

      Comment


      • #4
        জাজাকাল্লাহ

        Comment

        Working...
        X