আসসালামু আলাইকুম।
প্রিয় ভাইয়েরা, আমাদের সকলের প্রিয় এই ফোরামের জন্য একটি উপযোগী নীতিমালা প্রণয়ণ অনেক দিনের দাবী। এর একটি ড্রাফট নীচে তুলে দেয়া হল।
এই ব্যাপারে আপনাদের সুচিন্তিত মাশোয়ারা কাম্য।
- আর কি কি বিষয় এতে থাকতে পারে?
- কোন কোন পয়েন্টে কিছু পরিবর্তন দরকার?
- এই ব্যাপারে অন্য কোন মাশোয়ারা?
========================
নীতিমালা ও দিকনির্দেশনা
এটি দাওয়াহ্ ইলাল্লাহ্ ফোরাম ব্যবহারকারীদের জন্য কিছু অবশ্যপালনীয় নীতিমালা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। কেউ এই নীতিমালা লঙ্ঘন করলে, ফোরামের দায়িত্বশীলগণ তার পোস্ট/কমেন্ট ডিলিট করা বা তার আইডি ব্যান করাসহ যেকোন ধরনের ব্যবস্থা নিতে পারেন।
রেজিষ্ট্রেশন সংক্রান্তঃ
১। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, একটি ইসলামিক নাম নির্বাচন করুন। অনৈসলামিক, দুর্বোধ্য, কোন সংখ্যা, কাফেরগোষ্ঠীর পরিচয় বহন করে এমন নাম বা কোন দলের নাম, প্রসিদ্ধ কোন ব্যক্তির নাম যে নামে আইডি রেজিষ্ট্রেশন করলে ভিজিটরগণ ধোঁকায় পরার সম্ভাবনা থাকে এমন নাম কিংবা এমন কোন নাম যা দিয়ে আইডি রেজিষ্টার করা ব্যক্তি হিসেবে আপনাকে মানায় না (যেমনঃ আইমান আয-যাওয়াহিরী, আসেম ওমর ইত্যাদি) - এমন নাম গ্রহণযোগ্য নয়!
এর পাশাপাশি, আমরা আপনাকে আপনার আসল নাম এবং আসল ইমেইল আইডি ব্যবহার না করার প্রতি জোর তাকিদ দিচ্ছি!
ফোরামের সদস্য হবার পরঃ
২। সিনিয়র মেম্বার, মেম্বার বা জুনিয়র মেম্বারদের যে কোন পোস্ট, কমেন্ট ও ম্যাসেজিং মডারেটর কর্তৃক ভেরিফাই হওয়ার পর ফোরামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র যারা ভাল মানের পোস্ট / কমেন্টের মাধ্যমে মডারেটরদের আস্থা অর্জন করেছেন, তাদের পোস্ট, কমেন্ট ইত্যাদি সরাসরি পাবলিশ করা হবে ইনশাআল্লাহ।
পোস্ট ও কমেন্ট সংক্রান্ত কিছু মৌলিক পয়েন্টঃ
৩। এই ফোরামে তাওহীদ বিরোধী কোন আক্বিদা প্রচার করা যাবে না। তবে, কোন বিশেষ সংবাদ থাকলে উপযুক্ত ব্যাখ্যা / মন্তব্যসহ ফোরামে পোস্ট করা যেতে পারে ইনশাআল্লাহ।
৪। সকল ফিকহী মাজহাব ও এর অনুসারীদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে। ফিকহী ব্যাপারে কোন ধরনের গোঁড়ামী বা উগ্রতা গ্রহণযোগ্য হবে না।
৫। অন্য কোন সদস্যের ভুল বা বিভ্রান্তির জবাবে গালি দেয়া, হেয় বা খাটো করার মনমানসিকতা থেকে মুক্ত থাকার মাধ্যমে দলিল-আদিল্লাহসহ সত্যকে উপস্থাপন করতে হবে। বরং তাকে নম্রতার সাথে সঠিক বিষয়টি বুঝানোর প্রচেষ্টা কাম্য।
৬। আপনাকে মনে রাখতে হবে, এই ফোরাম দ্বীনের হক্বপন্থী ওলামা, মুজাহিদীন ও সালাফে সালেহীনের অনুসারী, যারা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনাদর্শ গ্রহণ করেছেন এবং এই আদর্শের জন্য ত্যাগ ও কোরবানি করেছেন। এই উম্মাহ একটি মধ্যমপন্থী উম্মাহ, আমরা আক্বিদাগত দিক থেকে না খাওয়ারিজ, আর না মুরজিয়া। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা’আতের আক্বিদায় বিশ্বাসী।
৭। এই ফোরামে দ্বীনের এমন সকল বিষয় নিয়ে আলোচনা কাম্য যা অন্যত্র সাধারণত পাওয়া যায় না বা নিরাপত্তাগত কারণে অন্যত্র তা করা হয় না। সাধারণ বিষয়, যা সহজে এলাকার আলেমগণের কাছে জানার সুযোগ আছে, এ সকল বিষয়ে ফোরামে প্রশ্ন করা কিংবা আলোচনা করাকে আমরা নিরুৎসাহিত করছি।
৮। এই ফোরামে সর্বদা আচার-ব্যবহার ও সামাজিকতায় ইসলামী মূল্যবোধের পূর্ণ অনুসরণ করতে হবে। কোন ধরনের অশালীন কথাবার্তা, মন্তব্য বা গালি-গালাজ গ্রহনযোগ্য নয়। আমরা আপনাকে উত্তমভাবে বিতর্ক/আলোচনার প্রতি উৎসাহিত করবো।
৯। আমরা সকলকে দ্বীনের সহিহ বুঝ পৌঁছে দিতে চাই। এ ব্যাপারে যে কেউ দলিলভিত্তিক যেকোন বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ক্ষমতার জোরে অন্যায়ভাবে কারো মুখ বন্ধ রাখার পক্ষপাতী নই।
পোস্ট ও কমেন্ট সংক্রান্ত কিছু সাধারণ পয়েন্টঃ
১০। আমরা আপনাকে মানসম্মত পোস্ট দেয়ার ব্যাপারে উৎসাহিত করছি, ফেসবুক/টুইটারের মতো ছোট ছোট লেখা বা মন্তব্য পোস্ট করা থেকে অনুৎসাহিত করবো। আপনি আপনার পোস্টটিকে মানসম্মত ও আকর্ষণীয় করার জন্য দলিলভিত্তিক ও জ্ঞানগর্ভ তথ্য পরিবেশনের পাশাপাশি থ্রেডের টুলসগুলো উত্তমভাবে কাজে লাগাতে পারেন। যেমনঃ ফন্ট সাইজ, কালার ইত্যাদি।
১১। একটি মানসম্মত লেখা/রচনাও বানান ভুলের কারণে পাঠককে পড়তে নিরুৎসাহিত করতে পারে, তা থেকে ফায়দা গ্রহণ তো আরো দূরের কথা। তাই আমরা আপনাকে শুদ্ধ বাংলায় লেখার প্রতি উৎসাহিত করবো, সমাজে প্রচলিত যেকোন গ্রহণযোগ্য বাংলা ভাষারীতি আপনি অনুসরণ করতে পারেন। পাশাপাশি, দাড়ি (।), কমা (,)-সহ অন্যান্য যতিচিহ্নগুলো সঠিকভাবে ব্যবহারের প্রতি আপনাকে উৎসাহিত করছি!
১২। মৌলিকভাবে সবার খেয়ালে থাকে যে, এটি মুজাহিদিনের একটি ফোরাম এবং এই ফোরামে নিয়মিত চোখ রাখলে জিহাদ ও মুজাহিদিনের সম্পর্কে জানা যাবে। তাই আমাদের পোস্টগুলো যেন এমন না হয়ে যায় যা সবাই জানে। এটি সকল মুসলিমদের ফোরাম হলেও বিশেষভাবে এটি মুজাহিদিনের ফোরাম। তাই আমরা মূলতঃ তাওহীদ ও জিহাদসহ উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট করলেই উত্তম হবে ইনশাআল্লাহ।
১৩। জিহাদের জন্য ক্ষতিকারক একটি বিষয় হচ্ছে মাত্রাতিরিক্ত আবেগ। তাই, ফোরামে এরকম আবেগ প্রকাশ করা অনুচিত।
১৪। এখানে কেউ সাধারণ পত্রিকায় প্রকাশিত খবর জানতে আসে না। তাই সেগুলো পোস্ট করা থেকে বিরত থাকাই কাম্য। বিশেষ কোন খবরের ব্যাপারে আপনার আবেগ নয়, বরং উপকারী কোন বিশ্লেষণ / মন্তব্য থাকলে সেটি সবার সামনে পেশ করতে পারেন।
১৫। নিজের বিশ্লেষণ / রদ / মন্তব্য ব্যতীত সরাসরি কোন পত্রিকার সংবাদ, কোন বাতিল মতবাদ পোষণকারীর লেখা কপি-পেস্ট সম্পূর্ণ অগ্রহনযোগ্য। এক্ষেত্রে আমরা সংবাদটিকে ইসলামিক ধাঁচে সম্পাদনা করে অথবা বাতিল মতবাদের খণ্ডন করার মাধ্যমে পোস্ট করার প্রতি উৎসাহিত করবো।
১৬। ফোরামে বাংলা ব্যতীত অন্য কোন ভাষার পোস্ট করতে আমরা অনুৎসাহিত করবো, কারণ তা ফোরামের সৌন্দর্য নষ্ট করে।
১৭। ফেসবুক কিংবা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে কোন কিছু ফোরামে কপি-পেস্ট করলে অবশ্যই তার মূল সূত্র দিয়ে দিতে হবে অথবা অন্তত এতটুকু জানাতে হবে যে এটি সংগৃহীত বা নিজের লিখা নয়। অন্যের লিখা নিজের নামে চালিয়ে দেয়া এক ধরনের ধোঁকাবাজি।
১৮। যেসকল মিডিয়া প্রতিনিধিগণ ফোরামে তাদের অফিসিয়াল আইডি দিয়ে পোস্ট করেন, অন্য কোন সদস্য সেসকল মিডিয়ার পোস্ট করা অনুচিত।
১৯। আপনার পোস্টের জন্য উপযুক্ত ও সুন্দর একটি শিরোনাম দেয়ার প্রতি উৎসাহিত করবো, কারণ তা একজন ভিজিটরকে আপনার পোস্টটি আগ্রহ নিয়ে পড়তে উৎসাহিত করবে ইনশাআল্লাহ।
আইটি ও নিরাপত্তা বিষয়ক কিছু পয়েন্টঃ
২০। মডারেটর ও ভেরিফাইড মিডিয়া আইডি (যাদের আইডির প্রকার মিডিয়া, সাধারণ সদস্য নয়) ব্যতীত অন্য কোন আইডি থেকে আইটি বিষয়ক কোন ধরনের পোস্ট করা/ কাউকে সমাধান দেয়া সম্পূর্ণভাবে নিষেধ। একান্তই যদি কেউ পোস্ট করতে বা সমাধান দিতে চান,তাহলে আগে 'একক মাশোয়ারা' সেকশনে পোস্ট করে মডারেটর ভাইদের অনুমতি নিতে হবে। আইটি বিষয়ক কোন পোস্টে, মডারেটর ভাইদের স্বীকৃতির (লাইক / কমেন্ট) আগে সেটিকে আমলে নেওয়া যাবে না।
২১। যেকোন টেক্সট ফোরামে সরাসরি পেস্ট করে দিতে হবে, অথবা অনলাইনে পড়া যায় এমন কোন সাইটে আপলোড করে লিংক দিয়ে দিতে হবে।
২২। অডিও/ভিডিও লিংকের ক্ষেত্রে ইউটিউব বা এই জাতীয় ভিডিও স্ট্রিমিং সাইটের লিংক দিতে হবে যাতে ডাউনলোড করা ব্যতীত সরাসরি অনলাইনে সেটি দেখা বা শুনা যায়।
২৩। পিডিএফ ফাইলের ক্ষেত্রেও অবশ্যই ঐসকল সাইটের লিংক দিতে হবে যেসকল সাইট থেকে সরাসরি অনলাইনেই পিডিএফ পড়া যায়। যেমন, archive.org , pcloud.com ইত্যাদি।
সতর্কতা মূলক কিছু পয়েন্টঃ
২৪। ফোরামে ব্যাক্তিগত ফেসবুক, টেলিগ্রাম, টুইটার, ইত্যাদি আইডি শেয়ার করা নিষেধ এবং অনুমোদিত টেলিগ্রাম চ্যানেল ব্যতীত অন্য কোন টেলিগ্রাম চ্যানেল শেয়ার করা সম্পূর্ণ নিষেধ।
২৫। নিজস্ব ভয়েস (চেঞ্জ করা ছাড়াই), নিজের অথবা নিজের কোন নিকটাত্মীয়ের ছবি, ঠিকানা অথবা আপনাকে চিহ্নিত করা যাবে এমন কোন বিষয় ফোরামে শেয়ার করা যাবে না।
ফোরামের সৌন্দর্য বিষয়ক কিছু পয়েন্টঃ
২৬। ফোরামের সৌন্দর্য রক্ষায় আমরা আরো কিছু বিষয় খেয়াল করবোঃ
ক. কোন পোস্ট বা বড় কমেন্টে Reply With Quote ক্লিক করে পুরো পোস্ট বা কমেন্টকে কোট করে রিপ্লাই দেয়া যাবে না।
খ. কোন পোস্টে শুধু জাযাকাল্লাহ লিখে কমেন্ট করবো না, কারণ জাযাকাল্লাহ-এর জন্য আলাদা বাটন আছে, যা আমরা নিয়মিত ব্যবহার করতে পারি।
গ. আমরা ফোরামের বাম পাশে যেসকল ক্যাটাগরি আছে, সেসকল বিষয়েই পোস্ট করার চেষ্টা করবো এবং বিষয় অনুযায়ী সঠিক ক্যাটাগরিতে গিয়েই পোস্ট করবো। এমন যাতে না হয় যে, এক বিষয়ের পোস্ট অন্য ক্যাটাগরিতে গিয়ে পোস্ট করে দিলাম।
ঘ. পোস্ট না পড়েই মুখস্ত কমেন্ট করা বা একযোগে সকল পোস্টে কমেন্ট করা থেকে বিরত থাকবো।
ঙ. ছোট একটা কমেন্টকে ফন্ট সাইজ খুব বড় করে বড় জায়গা নিয়ে কমেন্ট করা থেকে বিরত থাকবো।
চ. ফিতনা ছড়ায় বা হারাম কোন বিষয় রয়েছে এমন যেকোন পোস্ট বা কমেন্ট থেকে বিরত থাকবো।
বিঃদ্রঃ এটি আমাদের প্রাথমিক নীতিমালা এবং প্রয়োজনমাফিক এই নীতিমালা পরিবর্তিত হতে পারে ইনশাআল্লাহ।
Results 1 to 4 of 4
-
09-26-2018 #1
- Join Date
- Nov 2015
- Posts
- 681
- جزاك الله خيرا
- 2,736
- 1,347 Times جزاك الله خيرا in 472 Posts
ফোরামের নীতিমালা ড্রাফট - মাশোয়ারা কাম্য
কথা ও কাজের পূর্বে ইলম
-
The Following 16 Users Say جزاك الله خيرا to Taalibul ilm For This Useful Post:
أمر الإسلام (09-27-2018),অশ্বারোহী (09-27-2018),আলী ইবনুল মাদীনী (12-07-2019),খুররাম আশিক (09-26-2018),জেগে ওঠা বীর (09-27-2018),তানভির হাসান (09-29-2018),হেলাল (02-26-2019),abu mosa (06-17-2020),Allah Viru (09-27-2018),Harridil Mu'mineen (09-27-2018),Lighted Lamppost (10-09-2018),Min Al-Hind (09-27-2018),Muqatil (05-13-2020),Muslim of Hind (09-27-2018),Talhah Bin Ubaidullah (09-26-2018),ubada ibnus samit (09-26-2018)
-
09-26-2018 #2
- Join Date
- Aug 2018
- Location
- hindostan
- Posts
- 1,559
- جزاك الله خيرا
- 6,919
- 4,280 Times جزاك الله خيرا in 1,384 Posts
আল্লাহ,আমাদের পরিপূর্ণভাবে আমল করার তাওফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, আল্লাহ আপনাদের মেহনত সমূহকে কবুল করুন, আমিন। আল্লাহ, আপনাদের হিফাজত করুন,আমিন। আল্লাহ যেনো আপনাদের সাথে আমাদেরকেও কবুল করেন, আমিন।
আইডি নামের ক্ষেত্রে একটি পরামর্শঃ নামগুলো ইসলামিক হওয়ার সাথেসাথে আরবদের নাম হলে সুন্দর।আরেকটি কথা, নামটা বাংলা অক্ষর দিয়ে না লিখে ইংরেজি অক্ষর দিয়ে লিখলে সুন্দর, এবং এতে নিরাপত্তাও বেশি হবে। যেমনঃ আপনার নামটি কেও দেখলেই বুঝতে পারবে না। অনেক সময় পরিচিত ভাইয়ের সাথে বসেই ফোরাম ভিজিট করি, এক্ষেত্রে আমি ফোরামে লগিং করলাম, আমার নামটি ইংরেজি অক্ষর দিয়ে হলে সহজে আমার বুঝতে পারবে না। ইংরেজি অক্ষরের ক্ষেত্রে ছোট্র হাতের হলে আরো ভালো।
-
The Following 11 Users Say جزاك الله خيرا to খুররাম আশিক For This Useful Post:
أمر الإسلام (09-27-2018),অশ্বারোহী (09-27-2018),জেগে ওঠা বীর (09-27-2018),তানভির হাসান (09-29-2018),হেলাল (02-26-2019),abu mosa (06-17-2020),Allah Viru (09-27-2018),Harridil Mu'mineen (09-27-2018),Min Al-Hind (09-27-2018),Muslim of Hind (09-27-2018),Taalibul ilm (09-27-2018)
-
09-27-2018 #3
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের প্রিয় এই ফোরামের মুহতারাম এডমিনিস্ট্রেটর, সকল মোডারেটর এবং সিনিয়র, জুনিয়র সকল সদস্যদেরকে কবুল করে নিন। এবং এই উত্তম প্রজেক্ট বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়ার তাওফিক দান করুন।
একটি মাশওয়ারাঃ
দাওয়া প্রদানের জন্য অত্যাবশ্যকীয় ও বিকল্পহীন দুটি মাধ্যম হছে সুন্দর বচন ও নির্ভুল লিখনী। যার ভাষা যত পরিছন্ন ও পরিপাটি হবে, তার বক্তব্য হবে ততোটাই আকর্ষণীয় ও প্রতিক্রিয়াশীল। চাই তা বের হয়ে আসুক একটি কন্ঠনালী বেয়ে কিংবা একটি কলমের শিষ বেয়ে। এজন্য উম্মাহর নিকট আকর্ষণীয় ও প্রতিক্রিয়াশীল দাওয়া পৌঁছাতে হলে আমাদের সকল দায়ী এবং মুজাহিদীনদের যেমন হতে হবে ভাষার বিশুদ্ধ বচনে পারদর্শী, তেমনি হতে হবে ভাষার নির্ভুল লিখনীতে পারদর্শী।
কিন্তু আমাদের ফোরামের অধিকাংশ ভাইদের এবিষয়ে রয়েছে যথেষ্ঠ দূর্বলতা। আলহামদুলিল্লাহ! ভাইদের পোষ্টগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পোষ্টের গুরুত্ব হারিয়ে যায় বানানে অধিক ত্রুটির কারণে।
তাই, সকল ভাইদের প্রতি আমার মাশওয়ারা হলো- আসুন! আমরা সকলে বিশুদ্ধ বচন ও নির্ভুল, নিখুঁত লিখনীর মাধ্যমে আমাদের দাওয়াকে আকর্ষণীয় ও প্রতিক্রিয়াশীল করে তুলি। এর দ্বারা আমাদের দাওয়ার উদ্দেশ্য আগের চেয়ে বেশি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।
এজন্য আমাদের যা করতে হবে-
১। বাংলা বর্ণমালাসমূহের প্রমিত উচ্চারণ শিক্ষা করা।
২। বর্ণমালার সমন্বয়ে শব্দ ও শব্দের সমন্বয়ে বাক্য তৈরী করে এগুলোর প্রমিত উচ্চারণে অভ্যস্থ হওয়া।
৩। এবং নিজেদের মাঝে বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে শুরু করে দেয়া ও তা অব্যহত রাখা। এক্ষেত্রে লজ্জাবোধ না করা।
৪। এবার বিশুদ্ধ উচ্চারণগুলোকে নির্ভুল বানানে পরিণত করতে নিচের প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করা-
ক- এক বা একাধিক বানান চর্চার বই সংগ্রহ করে নেয়া। আপনি বানান চর্চা, এসো কলম মেরামত করি এজাতীয় বই সংগ্রহ করে নিতে পারেন।
খ- এগুলো থেকে প্রতিদিন অল্প করে বানানরীতি মুখস্থ করে নেয়া।
গ- কঠিন বানানগুলো প্রথমে কয়েকবার দেখে দেখে লিখা। তারপর না দেখে লিখা।
ঘ- যে বানাগুলো বেশি ভুল হয়, সেগুলো আলাদা একটি কাগজে লিখে রাখা।
ঙ- এরপর শব্দগুলোর মাধ্যমে ছোট ছোট বাক্য তৈরী করা।
চ- এবার বাক্যের শরীর, অবকাঠামো ও সৌন্দর্য্যের প্রতি দৃষ্টি দেয়া।
-
The Following 8 Users Say جزاك الله خيرا to অশ্বারোহী For This Useful Post:
খুররাম আশিক (09-27-2018),জেগে ওঠা বীর (09-27-2018),তানভির হাসান (09-29-2018),হেলাল (02-26-2019),abu mosa (06-17-2020),Min Al-Hind (09-27-2018),Muqatil (05-13-2020),Taalibul ilm (09-27-2018)
-
09-27-2018 #4
- Join Date
- Aug 2018
- Location
- hindostan
- Posts
- 1,559
- جزاك الله خيرا
- 6,919
- 4,280 Times جزاك الله خيرا in 1,384 Posts
আখি, অশ্বারোহী। আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা এখনোও বানান ভুলের মধ্যে পড়ে থাকি তাহলে কিভাবে কি। আমি মনে বানানের ভুল ঠিক করা আমাদের দাওয়াতি কাজের পূর্ণতার একটি অপশন। তারপরও যদি কারো বাবানে ভুল থাকে আপনারা যা পারদর্শী বানানগুলো ঠিক করে দিবেন আশাকরি। অনেক টাইপের সমস্যার কারণে বানানে ভুল হয়। আবার সাথী নতুন হওয়াতেও ভুল হতে পারে। আমাদের বিজ্ঞ জনরা কি ফোরামে আদৌও আসে?? কাজেই বানানে ভুল হতেই পারে। তা নিয়ে মাথা ব্যথার কারণ নেই। আমাদের আসল কাজ হচ্ছে ফোরামের মাধ্যমে মুসলিমদের মাঝে সঠিক তাওহিদ পৌছে দেওয়া। আর কারো শুদ্ধ হয়ে গেলে সেই ব্যক্তি এমনিতেই জিহাদী হয়ে যাবে। ফোরামের আসল কাজই বিশুদ্ধ তাওহিদ প্রচার করা।
-
The Following 4 Users Say جزاك الله خيرا to খুররাম আশিক For This Useful Post:
তানভির হাসান (09-29-2018),সারিমুল মাসলুল (09-27-2018),হেলাল (02-26-2019),abu mosa (06-17-2020)
Similar Threads
-
প্রতিযোগীতা : ইনফোগ্রাফী,পোস্টার,ওয়ালপেপার
By tipo soltan in forum চিঠি ও বার্তাReplies: 36Last Post: 10-15-2016, 03:15 AM -
|| ফোরাম ভিডিও টিউটোরিয়াল ||
By polashi in forum তথ্য প্রযুক্তিReplies: 10Last Post: 10-05-2016, 04:44 AM -
ফ্রি আপলোড ওয়েব সাইট সমূহ !!!!!!
By সঠিক দাওয়াত in forum তথ্য প্রযুক্তিReplies: 6Last Post: 08-27-2016, 08:11 AM -
ডাউনলোড করতে সাবধান! ফোরামে স্পাই সফটওয়্যার আপলোড করা হয়েছে
By abu_mujahid in forum তথ্য প্রযুক্তিReplies: 6Last Post: 07-13-2016, 05:04 PM