Announcement

Collapse
No announcement yet.

জান্নাত লাভের উপায়-০১

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • জান্নাত লাভের উপায়-০১

    সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরূদ সালাম বর্ষিত হোক রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি।
    মনে রাখার বিষয় কোন কাফের-মুশরিকের জন্য জান্নাতের স্থান নেই। কারণ জান্নাতি হতে হলে সর্বপ্রথম যা থাকা জরুরী তা হচ্ছে ইসলাম।

    আল্লাহ তা 'আলা বলেন,
    و من يبتغ غير السلام دينا فلين يقبل منه وهو في الخيرة من الخاسرين
    "যে ইসলাম ছাড়া অন্যকোন দ্বীন (জীবনব্যবস্থা) চায়, তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে"। (আলে ইমরান ৩:৮৫)।

    إن الدين عند الله الاسلم
    "নিশ্চই আল্লাহর নিকট ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত দ্বীন (জীবনব্যবস্থা)"। (আলে ইমরান ৩:১৯)।

    অতএব ইসলাম ছাড়া সকল প্রকারের মনগড়া জীবনব্যবস্থা বাতিল। তাই যারা ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ,দ্বীনে এলাহী, মিশ্রধর্ম, সনাতনধর্ম ইত্যাদির মাধ্যমে নিজেদের জীবন পরিচালনা করবে কিংবা এর উপর বিশ্বাস স্থাপন করবে, তাদের গৃহীত এই দ্বীন (জীবনব্যবস্থা) আল্লাহর নিকট কখনোই কবুল করা হবে না। আর এরাই হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত।

    আল্লাহ সুবহানাহু ওয়া তা আলা অন্যত্র বলেন,
    أليوم أکملت لکم دينکم وأتممت عليکم نعمتی ورضيت لکم الاسلم دينا
    "আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের দ্বীন (জীবনব্যবস্থা) হিসেবে মনোনীত করলাম"। (মায়িদাহ ৫:৩)।

    সুতরাং জান্নাত লাভের সর্বপ্রথম উপায় হলো ইসলামকে পরিপূর্ণ দ্বীন (জীবনব্যস্থা) হিসেবে গ্রহণ করা। এতদ্ব্যতীত সমস্ত প্রকারের দ্বীনকে বাতিল সাব্যস্ত করা।

    ইসলাম কি?
    উপরের আয়াতত্রয় থেকে এ কথা স্পষ্ট যে, ইসলাম হল এক পরিপূর্ণ দ্বীন তথা পূর্নাঙ্গ জীবনব্যবস্থা।
    শাব্দিক অর্থে ইসলাম অর্থ আত্মসমর্পণ।

    তবে পারিভাষিক অর্থে ইসলাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ-এর স্বাক্ষ্য দেয়া, সলাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা, সামর্থ্যবান হলে আল্লাহর ঘরের হজ্ব করা। (মুসলিম)।

    ঐ ব্যক্তি মুসলিম নয় যে ইসলামকে পূর্ণাঙ্গ জীবনবিধান মানে না অথবা ইসলাম ব্যতীত এর বিপরীত ভিন্ন মতাদর্শ, তন্ত্র, মন্ত্র ও মতবাদকে শ্রেষ্ঠ মনে করে।

    বরং প্রকৃত মুসলিম সে যে 'লা ইলাহা' বলার মাধ্যমে ইসলাম ব্যতীত সমস্ত প্রকার দ্বীনকে অস্বীকার ও বাতিল সাব্যস্ত করে।
    মুসলিম ঐ ব্যক্তি যে সমস্ত প্রকার ইসলাম বিরোধী তন্ত্র,মন্ত্রকে অস্বীকার করে এবং বিশ্বাস করে যে,

    إن الحکم الا لله
    বিধান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ। (ইউসুফ ১২:৪০)।

    الا له الخلق والامر
    জেনে রাখ, সৃষ্টি যার বিধান চলবে তারই। (আরাফ ৭:৫৪)।

    মোদ্দাকথা সমস্ত প্রকার বাতিল দ্বীনকে (জীবনব্যবস্থাকে) পরিত্যাগ করে আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে গ্রহণকারী ব্যক্তিই জান্নাতে যাবে। আর এরূপ ব্যক্তিই সত্যিকারের মুসলিম।

    আল্লাহ তা আলা বলেন,
    و لا تموتن الا و انتم مسلمون
    "আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না"। (আলে ইমরান ৩:১০২)।

    চলবে..... (ইনশা আল্লাহ)।

  • #2
    মাশা আল্লাহ।
    والیتلطف ولا یشعرن بکم احدا٠انهم ان یظهروا علیکم یرجموکم او یعیدو کم فی ملتهم ولن تفلحو اذا ابدا

    Comment

    Working...
    X