Announcement

Collapse
No announcement yet.

জিহাদি ভিডিও দেখার বিধান

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • জিহাদি ভিডিও দেখার বিধান


    এক ভাই জানতে চেয়েছিলেন, জিহাদি ভিডিও দেখার বিধান কি? শরয়ী দৃষ্টিকোণ থেকে এতে কোন সমস্যা আছে কি’না?

    উত্তর:
    বিসমিল্লাহির রাহমানীর রাহীম
    ভিডিও একটি সমকালীন মাসআলা। পূর্ব যামানায় এর অস্তিত্ব ছিল না। সমকালীন উলামায়ে কেরামের এ ব্যাপারে একাধিক অভিমত আছে। কেউ কেউ জায়েয বলেন, আবার কেউ কেউ নাজায়েয বলেন। তবে যারা নাজায়েয বলেন, প্রয়োজনের সময় তারাও প্রয়োজন পরিমাণ জায়েয বলেন।


    যদি আমরা জায়েযের মতটি অবলম্বন করি, তাহলে ভিডিও করতে বা দেখতে কোন সমস্যা নেই- যদি তাতে শরীয়ত বিরোধী কিছু না থাকে। আর যদি নাজায়েযের অভিমত ধরা হয়, তাহলেও উম্মাহর প্রয়োজন এবং ব্যাপক ফায়েদার দিকে লক্ষ্য করে জায়েয বলা যাবে।


    আপনারা যারা দাওয়াতের কাজ করেন, তাদের কাছে আশাকরি একেবারেই স্পষ্ট যে, একটা ভিডিও দেখানোর দ্বারা ময়দানের অবস্থা যতটুকু বুঝানো যায়, দীর্ঘ সময়ের বয়ান বক্তৃতা বা বই-কিতাব দ্বারা সেটা হয় না। বর্তমান জিহাদে মিডিয়া একটি অপরিহার্য অস্ত্রের মতো হয়ে দাঁড়িয়েছে। অস্ত্রের তুলনায় এর ফায়েদা কোন অংশেই কম নয়। এই প্রয়োজন ও ব্যাপক ফায়েদার কথা বিবেচনা করলে জিহাদি ভিডিও নাজায়েয বলার ইনশাআল্লাহ কোন অবকাশ নেই।

    যাহোক, মাসআলার তাহকিক পেশ করতে দীর্ঘ সময় প্রয়োজন। আপাতত শায়খ সালেহ আলমুনাজ্জিদ কতৃক পরিচালিত আরবের প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য ইন্টারনেটভিত্তিক ফতোয়ার সাইট https://islamqa.info/ থেকে প্রকাশিত দু’টি ফতোয়া তুলে ধরছি-



    ফতোয়া-১
    লিংক: https://islamqa.info/ar/answers/111948/

    ভিডিও ডিভাইসের মাধ্যমে সেমিনার প্রদর্শন ও রেকর্ড
    প্রশ্ন:
    আমরা একটি তাহফিজুল কুরআন মাদ্রাসায় আছি। আমাদের একটি হল রুম আছে, তবে ছোট। ছাত্রদের তো সংকুলান হয়-ই না, মেহমান সকলেরও সংকুলান হয় না। মাঝে মাঝে আমরা বক্তৃতা, ইলমী সেমিনার ও অনুষ্ঠানের আয়োজন করি। আমাদের ইচ্ছা ভিডিও ডিভাইসের মাধ্যমে এগুলো অন্য স্থানে দেখানো। এ ব্যাপারে আপনাদের কাছে জানার বিষয় হল- ১. এসব অনুষ্ঠান ও সেমিনার কি ভিডিও ডিভাইসের মাধ্যমে অন্যত্র দেখানো জায়েয হবে? উল্লেখ্য, রেকর্ড নয়, শুধু দেখানো উদ্দেশ্য; ২. ইস্তিফাদার জন্য পরবর্তীতে পুনঃর্বার প্রদর্শনের লক্ষ্যে অনুষ্ঠান ও সেমিনার কি ভিডিও ক্লিপে ধারণ করা জায়েয হবে?


    উত্তর:
    আলহামদুলিল্লাহ ...
    “প্রথমত: ইলমী সেমিনার ও অনুষ্ঠানে যদি শরীয়ত বিরোধী কিছু না থাকে, তাহলে ভিডিও ডিভাইসের মাধ্যমে অন্যত্র দেখানো যাবে। ব্যাপক ফায়েদা ও ইলমের প্রচারের জন্য এমনটি জায়েয।

    দ্বিতীয়ত: প্রয়োজনে অধিক ইস্তিফাদার জন্য পুনঃর্বার প্রদর্শনের লক্ষ্যে সেমিনার ও অনুষ্ঠান ভিডিও ক্লিপে রেকর্ড করা যাবে। কেননা, এই ক্লিপের সাথে মূলত জায়েয নাজায়েযের সম্পর্ক নেই। বরং এটি ভাল মন্দ উভয় কাজেই ব্যবহার করা যায়। যদি ভাল কাজে ব্যবহার করা হয় তবে ভাল, মন্দ কাজে হলে মন্দ।
    وبالله التوفيق ، وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم”
    সমাপ্ত

    আললাজনাতুত দায়িমা লিলবুহুসিল ইলমিয়্যাহ ওয়াল ইফতা:
    শায়খ আব্দুল আজীজ বিন আব্দুল্লাহ বিন বায
    শায়খ আব্দুর রাজ্জাক আফিফি
    ফাতাওয়াললাজনাতিত দায়িমা লিলবুহুসিল ইলমিয়্যাহ ওয়াল ইফতা: ২৬/২৭৮
    ***




    ফতোয়া-২
    লিংক: https://islamqa.info/ar/answers/31780/

    সভা-সেমিনার ও অনুষ্ঠান ভিডিও করার বিধান
    প্রশ্ন: সভা-সেমিনার ও অনুষ্ঠান ভিডিও করার বিধান কি?


    উত্তর:
    আলহামদুলিল্লাহ ...
    শায়খ আব্দুল আজিজ বিন বায রহ. এর কাছে এ প্রশ্নটি করা হয়েছিল। তিনি উত্তর দেন, “যেসব সভা-সেমিনার ও ইসলামী কনফারেন্সের মাধ্যমে দাওয়াহ ইলাল্লাহর কাজ হবে, সেগুলো ভিডিও করলে যদি অধিক মাসলাহাত এবং জনগণের কল্যাণ ও উপকারের আশা থাকে এবং লোকজন সেগুলোর মাধ্যমে উপকৃত হবে মনে হয়: তাহলে ভিডিও করতে সমস্যা নেই ইনশাআল্লাহ।” সমাপ্ত।
    ***

    পিডিএফ: https://my.pcloud.com/publink/show?c...ugpfotjpHJLnCy

  • #2
    আল্লাহ, আপনাদের কাজে বারাকাহ দান করুন, আমীন।
    আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান।

    Comment


    • #3
      جزاك الله. يااخي! بارك الله في علمك.

      Comment


      • #4
        খুব উপকারী একটি পোস্ট। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আপনি নিয়মইত পোস্ট দেন না কেন? মিম্বারউত তাওহিদের পোস্ট গুলো তো আমাদের কাছে অনেক ভালো লাগত। আপনি নিয়মিত উম্মাহের জন্য কাজ করে যান ভাই। আমরা অপেক্ষায় থাকি।

        জিহাদি ভিডিও দেখে নাকি কিছু লাভ হয় না। বিনোদন!!!! এটা কি বিনোদন.....
        জিহাদের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে জিহাদের ভিডিও,ট্রেনিং ইত্যাদি দেখা শরীয়তের দৃষ্টিতে গুনাহের অন্তর্ভুক্ত হবে কিনা? দলীল সহ জানালে ভালাে হবে।
        পরবর্তিতে সেখান থেকে উত্তর আসলাে এরকম,(হুবহু তুলে দেওয়া হলাে):
        সমাধান-
        কোন প্রাণীর ছবি তোলা নাজায়েজ। কারণ,ছবি অঙ্কনকারীর ব্যাপারে হাদীস শরীফে মারাত্বক সতর্কতা এসেছে। রাসুল সাঃ বলেন ছবি অঙ্কনকারীর কিয়ামতের দিন কঠিন শাস্তিপ্রাপ্ত হবে। (বোখারী)
        ঠিক তেমনই কোন ছবি ইচ্ছাকৃত দেখাও নাজায়েজ। কেননা, হারাম জিনিসের প্রতি লক্ষ্য করাও হারাম।
        সুতরাং জিহাদ ইত্যাদির ভিডিও দেখাও নাজায়েজ। তাছাড়া এসব ভিডিও দেখার দ্বারা এমন কোন অভিজ্ঞতাও হয়না যা কাজর আসতে পারে। বরং এগুলো এক ধরনের বিনোদন মাত্র।
        জীবনের ছোট -বড় সকল বিষয়ে সুন্নাহর উপর আমল করো, সর্বপরকার বিদ'আত থেকে দূরে থাকো! আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহর নবীকে অনুসরণ কর।

        Comment


        • #5
          পিডিএফ দেওয়ার জন্য ধন্যবাদ। বারা ভাইয়েরা অনুরোধটি গ্রহণ করা হলে পিডিএফ না দিলেও ফোরামে সেইভ করে পড়া যাবে
          আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান।

          Comment

          Working...
          X