Announcement

Collapse
No announcement yet.

যদি আমাদের মায়েরা এমন হত !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • যদি আমাদের মায়েরা এমন হত !

    হযরত উমর রাঃ তিনি খলিফাতুল মুসলিমিন। তার অভ্যাস ছিল সবসময় প্রজাদের খোজখবর নেওয়া।
    অভ্যাস অনুযায়ী , এক রাত্রে তিনি, প্রজাদের অবস্তা দেখতে বের হলেন। হঠাত একঘর হতে কথার আওয়াজ শুনতে পেলেন।
    ★কি ছিল উক্ত কথোপকথন ★
    মেয়ে মাকে বলল, আম্মা দুধ একটু কম হয়েছে।
    মা! মেয়েকে বলল, অসুবিধা কি? একটু পানি মিশিয়ে নাও।
    মেয়ে ! খলিফাতুল মুসলিমিন যদি জানে তাহলে..
    মা! রাত্রের অন্ধকারে খলিফাতুল মুসলিমিন কিভাবে জানবে/ দেখবে।
    মেয়ে! খলিফাতুল মুসলিমিন না দেখলে কি হবে ,আল্লাহ তাআলা তো দেখতেছেন।
    দেখুন কি ছিল তার তাকওয়া।
    ঘটনাক্রমে খলিফাতুল মুসলিম হযরত উমর রাঃ ঐ স্হানে উপস্থিত ছিলেন। ঐ অন্ধকার রাত্রিতে উক্ত কথোপকথন এর আওয়াজ তিনি শুনতে পান।
    ★তাকওয়ার ফলাফল ★
    1)এ দরিদ্র পরিবারের মেয়েকে উমর রাঃ নিজ পুত্র বধূ বানিয়ে ঘরে উঠান।
    2)পরবর্তিতে এমেয়ের বংশেরই সন্তান আমরা যাকে উমর ইবনে আব্দুল আজিজ নামে চিনি। তার কালকে ইসলামের ইতিহাসে সোনালি যুগ বলা হয়।
    3) তার আমলে এত ইনসাফ ছিল যে, বাঘ ও বকরি উভয়ে ঘাস খেত। একই ঘাটে পানি পান করত।
    হে মা! হে বোন! আমরা কি চেষ্টা করতে পারিনা ,তাদের মত সন্তান জন্ম দিতে।
    হ্যা অবশ্যই , এরজন্য প্রয়োজন তাকওয়া অর্জনের। আল্লাহ তাঅালা বলেন ومن
    يتق الله يجعل له مخرجا و يرزقه من حيث لا يحتسب

    যে ব্যক্তি তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দিবেন।
    এমন ভাবে রিজিক দিবেন যে, সে কল্পনাও করতে পারবেনা।
    আল্লাহ তাআলা আমাদের সকলের মা, বোন, মেয়েকে এমন মহিয়সী মা,বোন, ও মেয়ের মত বানিয়েদিন। আমিন।
Working...
X