Announcement

Collapse
No announcement yet.

আল্লাহর নূর

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আল্লাহর নূর

    কখনও ভেবে দেখেছেন, কাবা ঘরকে কেন আমরা এত সম্মান করি, ভালবাসি? বাইতুল মাকদিস? আচ্ছা কখনও ভেবে দেখেছেন, মূসা আলাইহিসসালামের লাঠি আর বাকি দশটা লাঠির মধ্যে তফাৎটা কী...?? কিভাবে তারা এত মর্যাদার অধিকারী হল...???

    আশলে, তাদের মর্যাদার উৎস কেবল আল্লাহর নূর, রহমত এবং কুদরত... যা তিনি তাদের মাঝে সঞ্চারিত বা প্রবাহিত করেছেন। জী, মূসার আলাইহিসসালামের লাঠির নিজের কোনো বৈশিষ্ট্য ছিল না, এটা আর দশটা লাঠির মতই অতি সাধারণ তুচ্ছ একটা বস্তু ছিল। কাবা ঘর আর বাইতুল মাকদিসও বিশেষ কিছুই না, অন্য দশটা স্থানের মতই তাদের অবস্থান। কিন্তু আল্লাহ তাঁর রহমতের বা নূরের ছোট একটা অংশ কাবা আর আলমাকদিসে রাখলেন, মূসার লাঠিতে তাঁর কুদরত প্রবাহিত করলেন, এবং ঠিক তখনই, আল্লাহর সেই নূরের জন্যই এরা নতুন করে মর্যাদা, শক্তি ও প্রশান্তি লাভ করল।

    তো এবার ভাবুন তো আপনি নিজে কী ছিলেন...??? আপনার আর একটা নির্জীব মাটির টুকরার মধ্যে তফাৎটা কী...??? আল্লাহ তাঁর কুদরত বা রুহের একটা অংশ আপনার মধ্যে ফুঁকে দিলেন, অতঃপর আপনি জীবন লাভ করলেন। আপনার আর একটা শিশুর মধ্যে তফাৎ কি? আল্লাহ তাঁর ইলমের সাগর থেকে ছোট্ট একটা প্রবাহ আপনার মধ্যে দিয়ে প্রবাহিত করলেন, অতঃপর আপনি এক মহাপণ্ডিতে পরিণত হলেন। আর আপনার আর একজন নিকৃষ্ট কাফিরের মধ্যে তফাৎ কি...????? আল্লাহ আপনার হৃদয়ে তাঁর নূরের একটা ছোট্ট ঝিলিক স্থাপন করলেন, আর তাতেই আপনার চার পাশ আলোকিত হয়ে গেল....... সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজীম....!!!!!!!!!!

    তো ভাই, আপনি তাহলে কী...!!!! আপনি যাকে ভালবাসেন, তাঁকে কেন ভালবাসেন.....!!!!!! কখনও কি ভেবে দেখেছেন......???!! কখনও ভেবে দেখেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে আপনার কেন ভালবাসা উচিৎ....??? কারণ আল্লাহ তাঁর সৃষ্টির মাঝে নিজের সবচেয়ে বড় নূর স্থাপন করেছেন এই ব্যক্তির মধ্যে.......!!!!!

    আমরা তাহলে কী......?!!!!!!! আমরা কেবল ধারক বা পাত্র.......!!! ধরুন একটা আতরদানি.....!!!! এই আতরদানির নিজের কোনোই মূল্য নাই, এর মূল্য নির্ধারণ হবে তা কী ধারণ করছে তার উপর....!!! এখানে আপনি যত বেশি সুগন্ধি আতর রাখবেন, এর মূল্য ও সম্মান ততই বেশি হবে......!!!! আমরাই সেই আতরদানি, আর আল্লাহর নূরই সেই আতর......!!!!!!! যা আমাদেরকে এত বেশি সম্মানিত করে তুলেছে....!!!!!!! আল্লাহু আকবার জাল্লা জালালুহ........!!!!!!!!!!

    তো ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহিসসালাম কাফিরদের দিকে ধুলা ছুড়ে মারলেন, ওইযে মুসলিম বাহীনি বিজয় লাভ করল, এর কোনোটাতেই তাঁদের নিজেদের কোনোই যোগ্যতা ছিল না....... আল্লাহ কেবল তাঁর শক্তি বা কুদরত তাঁদের মধ্যে দিয়ে প্রবাহিত করেছিলেন.....। আমরা কেবল অস্ত্র, আল্লাহ যেভাবে পরিচালনা করেন, আমরা শুধু সেভাবেই পরিচালিত হই.....! আমাদের নিজেদের কোনোই ইখতিয়ার নাই......!!!

    তাই আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা বলেন,
    فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمي
    যখন তোমরা তাদেরকে হত্যা করলে, তোমরা হত্যা করো নাই, বরং আল্লাহই হত্যা করেছেন। আর যখন আপনি ছুঁড়ে মারলেন, আপনি ছুঁড়েন নাই, বরং আল্লাহই ছুঁড়ে মেরেছেন........!!!!!!!!

    সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়াল্লাহু আকবারু ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ.........!!!!!!!

    আমাদের সম্মান কেবল এই যে, আল্লাহ আমাদেরকেই অস্ত্র এবং আতরদানি হিসেবে বাছাই করেছেন.....!!!!! আর এই জন্য আমরা কতটা ঋণী তা খুব সহজেই বুঝা যায়.....!!!!

    আল্লাহ যদি আমাদেরকে চিরকাল আগুনে জ্বালাতেন, কেটে ছিড়ে টুকরা টুকরা করে ফেলতেন, তবে সেটাই তাঁর মহত্ব....!!!!! কারও কোনো কিছুই বলার অধিকার নাই.......!!!!!!! আর সেখানে তিনি আমাদেরকে এত রহমত ও মায়া দিয়ে আগলে রাখলেন.......!!!!!! আমাদেরকে ভালবাসলেন.......!!!!!!!!!!

    আমরা যদি জীবনে একটা গুনাহও না করি, যদি সারা জীবন শুধু তাঁর ইবাদতই করি, সারা জীবন জিকির-আযকার ও কান্নাকাটি করি, তাও এই ঋণ কোনোভাবেই শোধ করতে পারব না.....!!!!! এমনকি নিজেদের জীবন, স্ত্রী-সন্তান, পরিবার-সম্পদ, সবকিছু বিলিয়ে দিলেও এই ঋণ কখনই কোনোভাবেই শোধ হবে না......!!!!

    আশলে, আমরা মিসকীন, ফকির, অসহায়, অভাবগ্রস্ত অতি দুর্বল, আর তিনি মহারাজ.....!!!!!! তাঁর কাছে ভিক্ষা চাওয়া ছাড়া আমাদের আর কোনোই পথ নাই......!!!!!!! আর তিনি তো মহান দাতা.......!!!!!!! আলজাওয়াদুল কারীম............!!!!!!!!!!!!!!

    তাকবীর......!!!!!!! আল্লাহু আকবার.........!!!!!!!!! ওয়ালিল্লাহিল হামদ.....!!!!! লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা কুল্লি শাইইন কাদীর...........!!!!!!!!!!!!!!!

  • #2
    তাকবির !
    অাল্লাহু অাকবার।
    তাকবির !
    অাল্লাহু অাকবার।

    তাকবির !
    অাল্লাহু অাকবার।

    Comment


    • #3
      মাসাআল্লাহ, আল্লাহ তা‘আলা আপনার মেহনতকে কবুল করুন। আমীন
      ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

      Comment


      • #4
        আল্লাহ কবুল করুন আমীন।
        আল্লাহ আমাদের ঈমানী হালতে মৃত্যু দান করুন,আমিন।
        আল্লাহ আমাদের শহিদী মৃত্যু দান করুন,আমিন।

        Comment

        Working...
        X