Announcement

Collapse
No announcement yet.

কবিতা || আমি কেন আজও পর? | এক জঙ্গীর ব্যথিত হৃদয়ের আর্তনাদ!

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • কবিতা || আমি কেন আজও পর? | এক জঙ্গীর ব্যথিত হৃদয়ের আর্তনাদ!

    এক জঙ্গীর ব্যথিত হৃদয়ের আর্তনাদ!


    আমি কেন আজও পর?
    ___________________________

    যখন আমার ভূমি কেড়ে নিলো,
    হানলো আঘাত বুকে,
    বিবৃতি দিয়ে ক্ষান্ত হলে,
    পাশে ছিলে না শোকে।
    যখন হাতে অস্ত্র নিলাম,
    ফিরাতে আমার ভূমি,
    আমায় কেন জঙ্গীবাদী
    আখ্যা দিলে তুমি?
    এই কি তোমার মানবতা!
    এই কি তোমার নীতি!?
    মুসলমানের রক্ত নিয়ে
    কাফেরের সাথে প্রীতি!

    মুসলমানের খুন সাগরে
    ভাসছো তুমি ভেলায়!
    বুক ফুলিয়ে বলছো আমায়
    ‘জঙ্গীবাদী, শালায়!’
    খুব অচিরেই আসবে সেদিন
    দেখবে তুমি চেয়ে,
    জঙ্গী শালায় আসছে দেখে,
    মরছো আঘাত পেয়ে!
    তখনও কি তোমার চোখে
    জঙ্গী আমি হবো?!
    নাকি তোমার অন্তরে ভাই
    একটু জায়গা পাবো?

    জঙ্গী বলে আমায় তুমি
    ঠেলে দিয়ো না দূরে,
    তোমার বন্ধু-সন্তান আমি,
    ব্যাথা লাগে অন্তরে।
    তোমার সুখের জন্যই তো
    ছাড়লাম বাড়িঘর,
    তবুও বন্ধু তোমাদের চোখে,
    আমি কেন আজও পর?



    “ আমি আবেগী হতে পারি, তবে নই বাস্তবতায় বিমুখ,
    জানি কারাগার কেড়ে নিতে পারে মোর জীবনের সব সুখ।
    জেনে *বুঝেই আমি বেছে নিয়েছি শত কষ্টের এই পথ,
    যে পথ নিয়ে যাবে জান্নাতে, সে পথে অটল থাকার করেছি শপথ।”

  • #2
    এ ভূখণ্ডের মানুষ ইসলাম কায়েমের কথা শোনলে গায়ে জ্বর এসে যায়!!!এ-ই বুঝি আমাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে! প্রথমে ৪৫ তার ৭১ সবই হলো শয়তানের স্বাধীনতা। শয়তানকে অবাধে কাজ করার ক্ষমতায়ন।
    ان المتقین فی جنت ونعیم
    سورة الطور

    Comment


    • #3
      মাশা-আল্লাহ। আল্লাহ কবুল করুন আমীন। প্রিয় ভাই, জঙ্গি নামটি ব্যবহার না করাই ভালো হবে। কারণ এদেশের জনগন জঙ্গি শোনলে আঁতকে উঠে। বহুদিন ধরে কুফরিতন্ত্রের ফলে যায় হয়। জঙ্গি অর্থ যুদ্ধা ঠিক আছে কিন্তু আমরা তা ব্যবহার না করি। মুজাহিদ, বাছ মুজাহিদ।
      والیتلطف ولا یشعرن بکم احدا٠انهم ان یظهروا علیکم یرجموکم او یعیدو کم فی ملتهم ولن تفلحو اذا ابدا

      Comment

      Working...
      X