‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে মুসলিম দেশগুলোর রাস্তায় লাখো মানুষ
ক্রুসেডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ডিল অব দ্য সেঞ্চুরি প্রত্যাখ্যান করে ফিলিস্তিন ও ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ ছাড়া বিশ্বের নানা দেশ ও অঞ্চলে গণ-বিক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।
গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ‘ক্রোধের শুক্রবার’ কর্মসূচি পালন করেন। গাজায় ফিলিস্তিনিরা জুমার নামাজ আদায়ের পর বিক্ষোভ মিছিল বের করেন এবং মার্কিন ও ইসরায়েল-বিরোধী নানা স্লোগান দেন।
এদিন ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় শহর সা’দা শহরসহ দেশটির প্রায় সব কয়টি শহরে ডিল অব দ্য সেঞ্চুরির বিরুদ্ধে গণ-বিক্ষোভ হয়েছে। এসব গণ-বিক্ষোভে লাখ লাখ ইয়েমেনি নাগরিক অংশ নেন। বিক্ষোভকারীরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সমর্থন ও ট্রাম্পের কথিত ডিল অব দ্য সেঞ্চুরির তীব্র নিন্দা জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে বর্ণবাদী চুক্তি ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন করেন। বিতর্কিত এই শান্তি পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, মুসলিমদের প্রথম ক্বেবলা ঐতিহাসিক জেরুজালেমের আল-কুদস শহর ইসরায়েলের ভূখণ্ডের অন্তর্ভুক্ত থাকবে। অধিকৃত পশ্চিম তীরের একাংশ জর্ডানের এবং অবশিষ্ট অংশ চলে যাবে ইসরায়েলে।
সূত্র: https://alfirdaws.org/2020/02/01/32344/
Results 1 to 9 of 9
-
02-02-2020 #1
উম্মাহ্ নিউজ # ৬ই জমাদিউস-সানি ১৪৪১ হিজরী # ০১ফেব্রুয়ারি, ২০২০ ঈসায়ী।
Last edited by Al-Firdaws News; 02-02-2020 at 08:10 AM. Reason: উম্মাহ্ নিউজ # ৬ই জমাদিউস-সানি ১৪৪
আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-02-2020),Munshi Abdur Rahman (02-02-2020)
-
02-02-2020 #2
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্য শুনেই পড়ুয়াদের গুলি চালিয়েছে হিন্দু যুবক: আপ
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্যই তাতিয়ে তুলেছে রামভক্ত গোপালকে। বৃহস্পতিবার জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি চালায় এক যুবক। সেই ঘটনা ঘিরেই তোলপাড় গোটা দেশ। ঘটনার যথাযথ তদন্তের আবেদন জানিয়ে দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লিখেছে আপের আইনি শাখা। চিঠিতে আপ দাবি জানিয়েছে, দিল্লিতে নির্বাচনী প্রচারে এসে বিতর্কিত ভাষণ দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভাষণে তাঁর সরাসরি নিশানা ছিল শাহিনবাগ। সেই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী বলেছিল, ‘*দেশকে গদ্দারো কো.*.*.*’* সভায় উপস্থিত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা চেঁচিয়ে বলতে থাকে, ‘*গোলি মারো সালো কো’*। রীতিমতো হিংসা ছড়াতে উস্কানি দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী। সেই ভাষণের পরই শাহিনবাগে বন্দুক হাতে পৌঁছে গিয়েছিল এক হিন্দু সন্ত্রাসী । আর তারপরই ঘটে জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি ছোড়ার ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের কারণেই পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলে গুলি ছোড়ার সাহস পেয়েছে রামভক্ত গোপাল। এমনটাই দাবি আপের। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে ‘ইয়ে লো আজাদি’ বলে গুলি চালিয়েছে অভিযুক্ত ওই যুবক। পাশে পুলিশ থাকলেও নির্বিকার ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশকে। পরে তার অপরাধ ধামাচাপা দিতে ওই যুবককে নাবালক ছিল বলে প্রচার করা হয়।
এমনকি, জামিয়ায় পড়ুয়াদের উপর হামলাকারী সন্ত্রাসীকে সম্মানিত করবে বলেও ঘোষণা দিয়েছে সন্ত্রাসী দল হিন্দু মহাসভা।
একই সঙ্গে তাঁরা আরো ঘোষণা করেছে, ওই হামলাকারীর সমস্ত আইনি খরচ জোগাবে হিন্দু মহাসভা।
সূত্র: https://alfirdaws.org/2020/02/01/32345/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-02-2020),Munshi Abdur Rahman (02-02-2020)
-
02-02-2020 #3
জামিয়ার পর এবার দিল্লিতে বিক্ষোভকারীদের উপর হিন্দুত্ববাদী সন্ত্রাসী যুবকের গুলি
ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে রাজধানী দিল্লির শাহিনবাগে চলমান বিক্ষোভে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এক মাসেরও বেশি সময় ধরে ওই চলা বিক্ষোভে ১ ফেব্রুয়ারি শনিবার বিকালে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীকে বলতে শোনা যায়, ‘আমাদের দেশে কেবল হিন্দুরাই থাকবে।’ এর আগে গত বৃহস্পতিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভেও পুলিশের উপস্থিতিতে গুলিবর্ষণ করে এক উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদী কিশোর।
ভারতীয় সম্প্রচারমাধ্যমগুলো জানিয়েছে, শাহিনবাগের বিহার সাইড ব্যারিকেড থেকে বিক্ষোভকারীদেরকে উদ্দেশ্য করে দুই দফায় কপিল গুজ্জা নামের এক হিন্দুত্ববাদী সন্ত্রাসী গুলি ছোড়ে।
ভারতে সিএএ পাস হওয়ার পর থেকে দিল্লির শাহিনবাগে টানা দেড় মাসজুড়ে চলা বিক্ষোভের কারণে কার্যত এক পাশের রাস্তা বন্ধ রয়েছে। নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে সেখানে বিপুল সংখ্যক নারীরা টানা বিক্ষোভ প্রদর্শন করছেন।
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার শাহিনবাগের ঘটনার আগে গত বৃহস্পতিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে ১৯ বছরের এক সন্ত্রাসী যুবক। ‘আজাদি চাই; এই নে আজাদি’ বলেই সেখানকার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশকে নীরব ভূমিকা পালন করতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, আটকের সময় ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিচ্ছিল ওই বন্দুকধারী। তার দাবি, ভারতে শুধু হিন্দুরাই থাকবে।
উল্লেখ্য, শাহিনবাগের অবস্থান কর্মসূচি নিয়ে বেশ কিছুদিন ধরেই কড়া ভাষায় কথা বলেছেন বিজেপি নেতারা। কেন সেখানে দিনের পর দিন রাস্তায় বসে বিক্ষোভ চলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। তাদের কেউ কেউ দিল্লির বিধানসভা ভোটে বিজেপি জিতলেই আন্দোলনকারীদের সেখান থেকে হটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দিল্লির আসন্ন নির্বাচনেও ইস্যু হয়েছে শাহিনবাগের সিএএ-বিরোধী বিক্ষোভ। কেউ কেউ তাদের কুকুরের মত গুলি মারা উচিত বলে জঘন্য মন্তব্য করেছে।
দিল্লিতে নির্বাচনী প্রচারে এসে বিতর্কিত ভাষণ দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভাষণে তাঁর সরাসরি নিশানা ছিল শাহিনবাগ। সেই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী বলেছিল, ‘*দেশকে গদ্দারো কো.*.*.*’* সভায় উপস্থিত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা চেঁচিয়ে বলতে থাকে, ‘*গোলি মারো সালো কো’*।
সূত্র: https://alfirdaws.org/2020/02/01/32355/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-02-2020),Munshi Abdur Rahman (02-02-2020)
-
02-02-2020 #4
করোনা ভাইরাসে গরুর মূত্র ও গোবর ব্যবহারের পরামর্শ দিয়েছে : হিন্দু মহাসভা প্রধান
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসায় বিশেষ একটি উপাদান ব্যবহারের পরামর্শ দিয়েছে হিন্দু মহাসভা প্রধান স্বামী চক্রপানি মহারাজ। এখনও প্রতিষেধক আবিষ্কৃত না হওয়া ভাইরাসটির চিকিৎসায় গরুর মূত্র ও গোবর ব্যবহারের কথা বলেছে। ভাইরাসটি ঠেকাতে বিশেষ যজ্ঞ করার পরামর্শও রয়েছে তার। শুক্রবার (৩১ জানুয়ারি) সে এসব পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম দেখা যায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৫৯ জন। আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজার মানুষ। বিশ্বের অন্তত ২২টি দেশে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। ভাইরাসটির টিকা উদ্ভাবনে কাজ শুরু করেছেন চীন ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বিজ্ঞানীরা। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গেলে তিন মাসের মধ্যে মানবদেহে এই টিকার পরীক্ষা চালানো সম্ভব হবে বলে আশা করছেন তারা।
এরই মধ্যে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজ বলেন, ‘গরুর মূত্র ও গোবর গ্রহণ করলে করোনা ভাইরাসের প্রভাব বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি ‘ওঁম নমঃ শিবা’ বলবে এবং গোবর গায়ে মাখবে তিনি রক্ষা পাবেন। করোনা ভাইরাস মারতে শিগগিরই বিশেষ যজ্ঞ করা হবে’।
হিন্দু মহাসভার প্রেসিডেন্টের এমন মন্তব্যের আগে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রসঙ্গত, হিন্দু জাতীয়তাবাদী সংগঠন হিন্দু মহাসভা। মুসলিম লীগ ও কংগ্রেসের বিরুদ্ধে ১৯১৫ সালে দলটি প্রতিষ্ঠিত হয়। পরে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই গঠন করেন ভারতের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বর্তমানে হিন্দু মহাসভার কোনও প্রতীক না থাকলেও বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন প্রতীকে এই দল ভোট লড়ে থাকে এর প্রার্থীরা।
সূত্র: https://alfirdaws.org/2020/02/01/32356/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-02-2020),Munshi Abdur Rahman (02-02-2020)
-
02-02-2020 #5
রাজশাহী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিএসএফ
রাজশাহীর খরচাকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসী বিএসএফ। তারা পেশায় সবাই জেলে বলে জানা গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাছ ধরার সময় তাদেরকে পবার খরচাকা সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানিয়েছেন।
ওই পাঁচ জন হলেন- রাজন মিয়া, শাহিন মিয়া, দোয়েল মিয়া, কাবিল মিয়া ও রফিকুল ইসলাম। তাদের সবার বাড়ি রাজশাহীর উপজেলার গহমাবোনা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবি-১ এর রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘শুক্রবার সকালের দিকে ওই এলাকার অনেক জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। তখন বিএসএফের ৩৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের মধ্যে থেকে পাঁচ জনকে ধরে নিয়ে গেছে বলে সীমান্তবর্তী এলাকা থেকে ফেরত আসা জেলেরা জানিয়েছেন। জেলেদের আটক করা নিয়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
সূত্র: https://alfirdaws.org/2020/02/01/32346/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-02-2020),Munshi Abdur Rahman (02-02-2020)
-
02-02-2020 #6
বরিশালে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হলো যুবককে
বরিশালের মুলাদী উপজেলার চর আলিমাবাদ গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোকলেস খান (৪০) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বেলা সাড়ে ১২টার হামলায় আহত হয় সে। নিহত মোকলেস খান মুলাদীর চর আলামিবাদ গ্রামের বাসিন্দা।
নিহতের ভাই খবির খান জানান, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী কালকিনী উপজেলার মোল্লারহাট বাজার থেকে মোকলেস নিজ বাড়ি মুলাদীর চর আলামিবাদ গ্রামে ফিরছিল। পথিমধ্যে তাকে ধরে নির্জন বাগানে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর সেখানে লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মৃত ভেবে তাকে ফেলে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় মোকলেস মারা যায়।
সূত্রঃ বিডি প্রতিদিন
সূত্র: https://alfirdaws.org/2020/02/01/32368/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-02-2020),Munshi Abdur Rahman (02-02-2020)
-
02-02-2020 #7
ঢাকায় বেপরোয়াভাবে চলছে মাদকের রমরমা, বন্ধে নেই উদ্যোগ
ঢাকায় মাদক বাণিজ্য রমরমা হয়ে উঠেছে। প্রায় এক হাজার স্পটে রাত-দিন চলছে মাদক কেনাবেচা। অলিগলি, মহল্লা পর্যায়ে অনেকটা বেপরোয়াভাবেই চলছে এ কারবার।
রাজধানীতে পাইকারিভাবে মাদক সরবরাহের ক্ষেত্রে কমবেশি ১০টি বড় সিন্ডিকেট বেপরোয়া।
এর মধ্যে মতিঝিল-ফকিরাপুল, মালিবাগ-গুলবাগ, শাহজাহানপুর, বারিধারা-গুলশান, উত্তরা, বাড্ডা-ভাটারা, মুগদা-মানিকনগর, লালকুঠিতে সরবরাহকারীরা বেচাকেনার শীর্ষে রয়েছে। এসব সিন্ডিকেট বিগত সাত দিনে অন্তত ৫ কোটি টাকার মাদক আমদানি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে।
বেশ কয়েকজন গডফাদার বিভিন্ন অভিজাত ভবনে রীতিমতো অফিস-চেম্বার সাজিয়ে ইয়াবা ও ফেনসিডিলের বাজার নিয়ন্ত্রণ করে চলেছে। এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, কালশী, জেনেভা ক্যাম্প, কমলাপুর রেলস্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, চানখাঁরপুল, গে-ারিয়া, টিটিপাড়া, খিলগাঁও, পুরানা পল্টন, বাড্ডা, ভাটারা, বনানী, গুলশান, মতিঝিল, আরামবাগ, যাত্রাবাড়ী, দক্ষিণ বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, তেজগাঁও রেলবস্তি, উত্তরা, গাবতলী, কারওয়ানবাজার রেলবস্তি, রূপনগর, শাহআলী, বংশাল, চকবাজারসহ বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক স্পটে দাপটের সঙ্গেই চলে মাদকের কেনাবেচা। আর এসব স্পট নিয়ন্ত্রণ করছে চিহ্নিত গডফাদাররা।
জানা গেছে, রাজধানীর প্রায় এক হাজার স্পটে এখন রাত-দিন চলছে মাদক কেনাবেচা। দুর্র্ধর্ষ আড়াই সহস্রাধিক ফেরারি আসামি এসব মাদক স্পট নিয়ন্ত্রণ করছে। পুলিশের খাতায় বছরের পর বছর ধরে ‘পলাতক’ এই আসামিরা ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও মদের স্পট বানিয়ে প্রকাশ্যে বেচাকেনা করছেন। সূত্র জানায়, সোর্স পরিচয়ধারী ব্যক্তিরাই রাজধানীর দাপুটে মাদক ব্যবসায়ী হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, তারা মাঝেমধ্যেই প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ী দু-চারজনকে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ ধরিয়ে দিয়ে নিজেদের ব্যবসা নিরাপদ রাখে।
বেশ কয়েকটি থানার সন্ত্রাসী এসআই-এএসআই পদমর্যাদার কর্মকর্তার হাত ঘুরেও মাদকের সরবরাহ যায় খুচরা বাজারে। মাদক বাণিজ্যে সরাসরি জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ১৭ পুলিশ সদস্য আটক হয়েছেন, বিভাগীয় শাস্তিও পেয়েছেন অনেকে। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন ভিন্ন তথ্য। তারা বলেন, মাঝেমধ্যে লোক দেখানো অভিযান চলে সন্ত্রাসী প্রশাসনের, আটক হন ক্রেতা ও নিরপরাধ পথচারীরা। সোর্সদের মাধ্যমে পথচলা মানুষের পকেটে ইয়াবা ঢুকিয়েও গ্রেফতার-হয়রানির অসংখ্য নজির রয়েছে। তবে বরাবরই মাদকের মূল বেপারিরা থাকে ধরাছোঁয়ার বাইরে। বেপারিদের সঙ্গে মাদকের মাসোয়ারা লেনদেনের গোপন সমঝোতায় থানা, পুলিশ, প্রশাসনের দহরম-মহরম সম্পর্ক। তাই গ্রেফতার ও হয়রানিমুক্ত থাকে তারা।
সূত্রঃ বিডি প্রতিদিন
সূত্র: https://alfirdaws.org/2020/02/01/32370/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-02-2020),Munshi Abdur Rahman (02-02-2020)
-
02-02-2020 #8
এবার মদ খাওয়া নিয়ে সন্ত্রাসী ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
সরস্বতী পূজায় মদ্যপান করা ও উদ্বৃত টাকার ভাগবাটোয়ারা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা সন্ত্রাসী ছাত্রলীগের দু’গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার ৩০ জানুয়ারি রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিজেদের মানসম্মান ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাঁচাতে শাবি সন্ত্রাসী ছাত্রলীগের সব পক্ষই এখন চুপ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাংলা বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারের কাছে মদ ও টাকা চায় সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সন্ত্রাসী সুজন বৈষ্ণব। রাজিব সরকার তা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় বাকবিতণ্ডা। এর একপর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে।
আরও জানা গেছে, বিজয় কুমার ও সুজন বৈষ্ণব শাখা ছাত্রলীগের সহসম্পাদক নিউটন দাসের এবং রাজিব সরকার যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের অনুসারী। সুজন বৈষ্ণব এর আগে আরেক ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়।
শাখা ছাত্রলীগের সহসম্পাদক নিউটন দাসের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে দৈনিক আমাদের সময়কে বলেছে, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’ যদিও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিউটন দাস নিজেও ঘটনাস্থলে ছিল, বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষ কর্মীদের মারধরেরও শিকার হয় সে।’
সূত্র: দৈনিক আমাদের সময়
সূত্র: https://alfirdaws.org/2020/02/01/32373/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-02-2020),Munshi Abdur Rahman (02-02-2020)
-
02-02-2020 #9
- Join Date
- May 2018
- Location
- আফগানিস্তান
- Posts
- 2,475
- جزاك الله خيرا
- 17,906
- 4,520 Times جزاك الله خيرا in 1,851 Posts
হে আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করুন,আমিন।
’’হয়তো শরিয়াহ, নয়তো শাহাদাহ,,
Similar Threads
-
উম্মাহ্ * নিউজ ll ১৮ যিলহজ ১৪৪০ হিজরী। ll২০ আগস্ট, ২০১৯ ঈসায়ী। in উম্মাহ সংবাদ
By Al-Firdaws News in forum উম্মাহ সংবাদReplies: 6Last Post: 08-24-2019, 08:12 PM -
উম্মাহ্* নিউজ ll ১৬ই শাউয়াল, ১৪৪০ হিজরী ll ২০শে জুন, ২০১৯ ঈসায়ী।
By Al-Firdaws News in forum উম্মাহ সংবাদReplies: 11Last Post: 06-24-2019, 02:03 PM -
মুজাহিদীন নিউজ ll ১২ই শাউয়াল, ১৪৪০ হিজরী ll ১৬ই জুন, ২০১৯ ঈসায়ী।
By Al-Firdaws News in forum জিহাদ সংবাদReplies: 6Last Post: 06-16-2019, 10:33 PM -
উম্মাহ্* নিউজ ll ১২ই শাউয়াল, ১৪৪০ হিজরী ll ১৬ই জুন, ২০১৯ ঈসায়ী।
By Al-Firdaws News in forum উম্মাহ সংবাদReplies: 2Last Post: 06-16-2019, 11:33 AM -
মুজাহিদীন নিউজ ll ১০ই সফর , ১৪৪০ হিজরী ২০ই অক্টোবর, ২০১৮ ইং
By Al-Firdaws News in forum জিহাদ সংবাদReplies: 5Last Post: 10-21-2018, 07:00 PM