এবার নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিকদের ওপর হামলা
রাজধানীর নয়াবাজারে নিউজ টোয়েন্টিফোরের টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের ওপর এ হামলায় চালায় অবৈধ বন্ড সন্ত্রাসীরা।
এ সময় সন্ত্রাসীরা নিউজ টোয়েন্টি ফোরের সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয়। গাড়ি ভাংচুরসহ মারধর করে সাংবাদিকদের।
জানা গেছে, নিউজ টোয়েন্টিফোরের একটি টিম নয়াবাজারে পেশাগত দায়িত্বপালনে অবস্থান করছিল। এসময় বন্ড সন্ত্রাসীরা একযোগে তাদের ওপর হামলা চালায়। এসময় তাদের সাথে থাকা ব্যাকপ্যাক ছিনতাই করা হয়। এছাড়া ক্যামেরা কেড়ে নেওয়া হয় এবং গাড়ি ভাংচুর করা হয়। রিপোর্টার ও ক্যামেরাপারসনকে মারধর করা হয়।
হামলায় গুরুতর আহত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। এক পর্যায়ে রিপোর্টার ও ক্যামেরাপারসন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সাধারণ জনতা।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি আওয়ামী দালাল বাহিনী পুলিশ।
সূত্র: কালের কণ্ঠ
সূত্র: https://alfirdaws.org/2020/02/12/32860/
Results 11 to 16 of 16
-
02-13-2020 #11আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-13-2020),Munshi Abdur Rahman (02-13-2020)
-
02-13-2020 #12
এক সন্ত্রাসী আওয়ামী লীগ নেতার গুলিতে আহত আরেক নেতা
পল্লবীতে সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম শাওনের গুলিতে আরেক সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পল্লবীর ২৪ নং রোডে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০ টায় শাওনের সাথে স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা আড্ডুর সঙ্গে ঝামেলা হয়। এসময় শাওন পর পর ৫ রাউন্ড গুলি চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পরে।
সূত্রঃ বিডি প্রতিদিন
সূত্র: https://alfirdaws.org/2020/02/12/32865/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-13-2020),Munshi Abdur Rahman (02-13-2020)
-
02-13-2020 #13
শেখ হাসিনাকে ‘হযরত’ বলার পর এবার ‘আওলাদে আউলিয়া’ বলে মন্তব্য করল স্বপন হুইপ
সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হযরত সম্বোধন করে আলোচনায় এসেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছেন। তাই শেখ হাসিনার নাম উচ্চারণ করার পূর্বে তার প্রতি সম্মানসূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, ‘হযরত শেখ হাসিনা’ তোমাকে অভিবাদন।
এবার প্রধানমন্ত্রীকে ‘আওলাদে আউলিয়া’ বলে মন্তব্য করে রবিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন হুইপ স্বপন। ওই স্ট্যাটাসে শেখ হাসিনাকে ‘হযরত’ বলার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি লেখেছেন, ‘শেখ হাসিনা তার শরীরে আউলিয়া পরিবারের রক্ত বহন করছেন। তিনি আওলাদে আউলিয়া।’
সূত্র: বিডি-প্রতিদিন
সূত্র: https://alfirdaws.org/2020/02/12/32871/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-13-2020),Munshi Abdur Rahman (02-13-2020)
-
02-13-2020 #14
বিতাড়ন আতঙ্কে ভারতের বাংলাদেশীরা, বাড়ছে সীমান্তে পাচার
ভারতে বসবাসরত বাংলাদেশীরা বলেছে যে বিতর্কিত নাগরিককত্ব আইন পাস ও প্রস্তাবিত জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ক্রমেই সেখানে একটি মুসলিম-বিদ্বেষী পরিবেশ তৈরি করছে। ফলে বাংলাদেশ-ভারত সীমান্তে মানব-পাচার বেড়ে গেছে।
মুসলিম সংখ্যাগুরু বাংলাদেশ, ভারত ও আফগানিস্তানের নির্যাতিত সংখ্যালঘুদের সহজে নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করে দিতে গত ডিসেম্বরে ভারতের পার্লামেন্ট নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাস করে।
এতে একটি ঘোষিত সেক্যুলার দেশে ধর্মকে নাগরিকত্ব পাওয়ার হাতিয়ার করায় সমালোচকরা বলছেন যে এটি আসলে একটি মুসলিম বিরোধী আইন। ফলে সিএএ ও এনআরসির বিরুদ্ধে সারা ভারতে প্রতিবাদ শুরু হয়েছে। এসব প্রতিবাদে মুসলমানরা যোগ দিচ্ছে নজিরবিহীন সংখ্যায়।
এদিকে বাংলাদেশ থেকে আসা যেসব মুসলমান দশকের পর দশক ধরে ভারতে রয়েছেন তারা আল-জাজিরাকে বলেন যে সাম্প্রতিক ঘাটনাবলী তাদের প্রতি শত্রুতা বাড়িয়ে দিয়েছে এবং তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করছে। এ কাজে প্রায়ই তারা পাচারকারীদের সহায়তা নেয়।
পালিয়ে যাওয়া লোকজনের আশঙ্কা তারা ভারতে থাকলে সরকার তাদেরকে বিভিন্ন আটক কেন্দ্রে পাঠাবে। আসামসহ দেশের বিভিন্নস্থানে এ ধরনের আটককেন্দ্র তৈরি করা হয়েছে।
পালাতে বাধ্য করা হচ্ছে
বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় ৪,০০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তে হঠাৎ করেই মানবপাচার ব্যাপক লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।
আল জাজিরার বার্নাড স্মিথ জানান যে, সাম্প্রতিক সময়ে সীমান্তে ব্যাপক অনুপ্রবেশ শুরু হয়েছে। আর অনুপ্রবেশের এই ধারটি একমুখি — ভারত থেকে বাংলাদেশমুখি।
গত কয়েক মাসে সীমান্ত রক্ষা বাহিনী পাঁচ শতাধিক লোককে আটক করেছে উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে কত মানুষ প্রবেশ করছে তার সঠিক সংখ্যা পাওয়া অসম্ভব। পাচারকারীরা আমাদেরকে বলেছে তারা প্রতিরাতে ৪০-৫০ জন করে সীমান্ত পার করে দিচ্ছে।
ভারত থেকে সম্প্রতি বাংলাদেশে ফিরে আসা প্রায় ৩০ বছর বয়সী যুবক মুনির হাওলাদার আল-জাজিরাকে বলেন যে তিনি শিশুকাল থেকে ভারতে ছিলেন।
তিনি বলেন, তারা দমন অভিযান চালাচ্ছে এবং গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমাদের প্রায় ৬০ জনকে আটক করা হয়েছে। এতে আতঙ্ক তৈরি হয়েছে এবং আমরা বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেই।
ভারতীয় ওয়ার্ক পারমিটধারী কুকি বেগম জানান তিনি তার স্বামীর সঙ্গে ১১ বছর ধরে ভারতে ছিলেন।
তিনি বলেন, ভারতের ক্ষমতাসীন দল চায় না সেখানে কোন বাংলাদেশেী থাকুক। তাহলে আমরা কি করবো। আমরা মর্যাদা ও সম্মান নিয়ে থাকতে চাই। তাই চলে এসেছি।
গত মাসে ভারতের বেঙ্গালুরুতে একটি বস্তি গুড়িয়ে দেয়া হলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। বস্তিতে বাংলাদেশীরা থাকে বলে গুজব রটিয়ে বস্তিটি উচ্ছেদ করা হয়। পরে দেখা গেলো বস্তিবাসীরা ভারতীয় নাগরিক।
ভারত সরকারের হিসাবে প্রায় ২০ লাখ বাংলাদেশী ভারতে বাস করে।
বাংলাদেশ ইতোমধ্যে প্রায় ১২ লাখ রোহিঙ্গা উদ্বাস্তুকে নিয়ে সংগ্রাম করছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘গণহত্যা’ থেকে বাঁচতে এরা পালিয়ে আসে।
সূত্র: আল-জাজিরা
সূত্র: https://alfirdaws.org/2020/02/12/32895/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 2 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-13-2020),Munshi Abdur Rahman (02-13-2020)
-
02-13-2020 #15
মালয়েশিয়া যাবার পথে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে নিহত ১৫, নিখোঁজ ৫২
মালয়েশিয়া যাবার পথে সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে ১৫ জনের মৃতদেহ ও ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৫২ জন।
জানা যায়, প্রকৃতপক্ষে পাঁচটা ছোট ছোট বোটে করে মোট ১৩৮ জন রোহিঙ্গা মালয়েশিয়ার উদ্দেশে রওনা করেছিল। পরে দালালরা তাদেরকে একটা বড় বোটে তুলে নেয়, যেটি মঙ্গলবার ভোরে ডুবে যায়। সকাল থেকে যে আরেকটি নিখোঁজ বোটের কথা বলা হচ্ছিল, তা মূলত ওই ছোট ছোট বোটগুলোরই একটা ছিল।
কোস্টগার্ড সদর দফতর সূত্র জানায়, জীবিত উদ্ধার ৭১ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ৪৪ নারী ও তিন শিশু। মৃত অবস্থায় উদ্ধার ১৫ জনের মধ্যে তিন শিশু ও ১২ নারী ছিলেন। নিহত ১৫ জনকে টেকনাফে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, ১৩৮ জনের মধ্যে নিখোঁজ ৫২ জন।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, সোমবার রাতে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন তারা। সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলার ডুবে যায়। এতে অনেকেই ডুবে যান। কেউ কেউ সাঁতরে পার হন।
সূত্র: https://alfirdaws.org/2020/02/12/32901/আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org
-
The Following 3 Users Say جزاك الله خيرا to Al-Firdaws News For This Useful Post:
abu mosa (02-13-2020),bokhtiar (02-13-2020),Munshi Abdur Rahman (02-13-2020)
-
02-13-2020 #16
- Join Date
- May 2018
- Location
- আফগানিস্তান
- Posts
- 2,475
- جزاك الله خيرا
- 17,906
- 4,521 Times جزاك الله خيرا in 1,851 Posts
হে আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করুন,আমিন।
’’হয়তো শরিয়াহ, নয়তো শাহাদাহ,,
Similar Threads
-
মুজাহিদীন নিউজ # ২১ সফর ১৪৪১ হিজরী # ২০ অক্টোবর ২০১৯ ঈসায়ী।
By Al-Firdaws News in forum জিহাদ সংবাদReplies: 10Last Post: 10-21-2019, 06:28 PM -
উম্মাহ্* নিউজ ll ১৭ই শাউয়াল, ১৪৪০ হিজরী ll ২১শে জুন, ২০১৯ ঈসায়ী।
By Al-Firdaws News in forum উম্মাহ সংবাদReplies: 3Last Post: 06-23-2019, 10:05 AM -
মুজাহিদীন নিউজ ll ১২ই সফর , ১৪৪০ হিজরী ২২ই অক্টোবর, ২০১৮ ইং
By Al-Firdaws News in forum জিহাদ সংবাদReplies: 6Last Post: 10-24-2018, 05:25 AM -
মুজাহিদীন নিউজ।। ২০,২১ই রজব,১৪৩৯ হিজরী।। ৭,৮ই এপ্রিল, ২০১৮ ইংরেজি।।
By HIND_AQSA in forum জিহাদ সংবাদReplies: 12Last Post: 04-08-2018, 10:50 PM -
কাশ্মীর নিউজ [১৭-ই সফর, ১৪৩৮/ ১৮-ই নভেম্বর, ২০১৬]
By Abdullah Ibnu Usamah in forum উম্মাহ সংবাদReplies: 8Last Post: 11-19-2016, 10:22 AM