Announcement

Collapse
No announcement yet.

◆_ ধারাবাহিক "আমরা কিভাবে রমাদ্বান কে স্বাগত জানাব" সিরিজের দ্বিতীয় পর্ব

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ◆_ ধারাবাহিক "আমরা কিভাবে রমাদ্বান কে স্বাগত জানাব" সিরিজের দ্বিতীয় পর্ব

    ধারাবাহিক "আমরা কিভাবে রমাদ্বান কে স্বাগত জানাব" সিরিজের
    দ্বিতীয় পর্ব:




    বিসমিল্লাহির-রহমানির-রহিম।

    আলহামদুলিল্লা-হি রব্বিল আ-লামী-ন। ওয়াস্-সলা-তু ওয়াস্-সালা-মু আলা- সাইয়িদিল আম্বিয়া-ই ওয়াল-মুরসালী-ন, ওয়া আলা- আ-লিহী-, ওয়া আসহা-বিহী-, ওয়ামান তাবিয়াহুম বি ইহসা-নিন ইলা- ইয়াওমিদ্দী-ন, মিনাল উলামা-ই ওয়াল মুজাহিদী-ন, ওয়া আ-ম্মাতিল মুসলিমীন, আমী-ন ইয়া- রাব্বাল আ’-লামীন।

    আম্মা বা’দ,

    মুহতারাম ভাইয়েরা!
    প্রথমে আমরা সকলেই একবার দুরূদ শরীফ পড়ে নিই।
    আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লাম ওয়া বা-রিক আলা- নাবিয়্যিনা- মুহাম্মাদ ওয়া আলা- আ-লি মুহাম্মাদ কামা- সল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বা-রকতা আলা- ইবর-হী-মা ওয়া আলা- আ-লি ইবর-হী-মা ইন্নাকা হামি-দুম্মাজি-দ।


    মুহতারাম ভাইয়েরা! গত পর্বে আমরা আলোচনা করেছিলাম "খালেস তাওবা ও বেশি বেশি ইস্তেগফার করা। আন্তরিক নিয়ত করা। আন্তরিক দঢ় সংকল্প করা এই বিষয় গুলো, আজ আমরা নিন্মোক্ত বিষয় গুলো আলোচনা করব ইনশাআল্লাহ।


    সিয়ামের বিধিবিধান জানাঃ

    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেনঃ
    اَمَّنۡ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّیۡلِ سَاجِدًا وَّقَآئِمًا یَّحۡذَرُ الۡاٰخِرَةَ وَیَرۡجُوۡا رَحۡمَةَ رَبِّهٖ ؕ قُلۡ هَلۡ یَسۡتَوِی الَّذِیۡنَ یَعۡلَمُوۡنَ وَالَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ؕ اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الۡاَلۡبَابِ ٪
    যে রাত্রির বিভিন্ন প্রহরে সেজদা ও দন্ডায়মান অবস্থায় বিনয় ও শ্রদ্ধা-ভক্তি প্রকাশ করে, আখিরাতকে ভয় করে, আর তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে? বল- যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? বিবেক-বুদ্ধিসম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে।
    [আয-যুমার ৩৯:৯]
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরো বলেনঃ
    وَتِلۡكَ الۡاَمۡثَالُ نَضۡرِبُهَا لِلنَّاسِ ۚ وَمَا یَعۡقِلُهَاۤ اِلَّا الۡعٰلِمُوۡنَ
    এ সব দৃষ্টান্ত আমি মানুষদের জন্য বর্ণনা করছি, কেবল জ্ঞানীরাই তা বুঝে।
    [আল-আনকাবূত ২৯:৪৩]

    সিয়ামও অন্যান্য ইবাদতের মতই মুসলিমের উপর তার বিধিবিধানও শিক্ষা করা আবশ্যক। এই কারণেই আমাদের জন্য আবশ্যক হল রমাদ্বান আসার পূর্বে তার সকল বিধিবিধান যত সম্ভব শিক্ষা করা। এবং সে অনুযায়ী আমল করা।
    বিধি-বিধান সমুহের মসঝে সর্বাধিক গুরুত্বপূর্ন বিধানাবলি হলোঃ
    ১) সিয়ামের শর্ত সমুহ কি কি? সীয়ামের রোকন (যা ছাড়া সিয়াম হয়না) গুলো কি কি? এবং সিয়ামে মাকরুহ সমুহ কি?
    ২) কোন জিনিস সিয়াম বাতিল করে দেয়?
    ৩) রোজাদারের জন্য কি কি জিনিস বৈধ?
    ৪) কখন রোজা ভঙ্গ করা আবশ্যক?
    ৫) রেজা না রাখলে তার কাফ্ফারা কি কি?
    ৬) ই'তেকাফের বিধিবিধান।
    ৭) সদাকাতুল ফিতর ও ও তার বিধিবিধান সমুহ: কার জন্য কখন মাল পৃথক্ করা হবে (??)ইত্যাদি।


    দুয়া করাঃ
    দু'য়া মহান স্রষ্টা আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালার নির্দেশ। আল্লাহ তায়ালা বলেনঃ
    اُدۡعُوۡا رَبَّكُمۡ تَضَرُّعًا وَّخُفۡیَةً ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ ۚ
    তোমরা কাকুতি-মিনতি সহকারে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাক, নিশ্চয় তিনি সীমালংঘনকারীদেরকে পছন্দ করেন না।
    [আল-আ‘রাফ ৭:৫৫]
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরো বলেনঃ
    وَلَا تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ بَعۡدَ اِصۡلَاحِهَا وَادۡعُوۡهُ خَوۡفًا وَّطَمَعًا ؕ اِنَّ رَحۡمَتَ اللّٰهِ قَرِیۡبٌ مِّنَ الۡمُحۡسِنِیۡنَ
    পৃথিবীতে শান্তি স্থাপনের পর ওতে বিপর্যয় ঘটায়ো না এবং তাঁকে ভয় ও আশার সঙ্গে আহবান কর। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মপরায়ণদের নিকটবর্তী।
    [আল-আ‘রাফ ৭:৫৬]
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরো বলেনঃ
    وَقَالَ رَبُّكُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَكُمۡ ؕ اِنَّ الَّذِیۡنَ یَسۡتَكۡبِرُوۡنَ عَنۡ عِبَادَتِیۡ سَیَدۡخُلُوۡنَ جَهَنَّمَ دٰخِرِیۡنَ ٪
    তোমাদের প্রতিপালক বলেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারে আমার উপাসনায় বিমুখ, ওরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’[২]
    [গাফির ৪০:৬০]
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরো বলেনঃ
    فَاسۡتَجَبۡنَا لَهٗ ۫ وَوَهَبۡنَا لَهٗ یَحۡیٰی وَاَصۡلَحۡنَا لَهٗ زَوۡجَهٗ ؕ اِنَّهُمۡ كَانُوۡا یُسٰرِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ وَیَدۡعُوۡنَنَا رَغَبًا وَّرَهَبًا ؕ وَ كَانُوۡا لَنَا خٰشِعِیۡنَ
    অতঃপর আমি তার আহবানে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম ইয়াহয়্যাকে, আর তার জন্য তার স্ত্রীকে যোগ্যতাসম্পন্না করেছিলাম। তারা সৎকর্মে প্রতিযোগিতা করত, তারা আশা ও ভীতির সাথে আমাকে ডাকত এবং তারা ছিল আমার নিকট বিনীত।
    [আল-আম্বিয়া ২১:৯০]

    বেশি বেশি দুয়ার মাধ্যমে সিয়ামকে অভ্যর্থনা জানানো যেন এই মাসে আনুগত্য করার সর্বোচ্চ তাওফিক লাভ করা যা। যেন সময়ে বারাকাহ পওয়া যা। যেন পুরো সিয়ামজুরে পূন্য করা যায়।

    রমাদ্বান মাস নিকটবর্তী হচ্ছে তাই আনন্দিত হওয়াঃ
    নিশ্চয়ই মুসলিম বান্দার উপর এই মাস মহান রবের মহা নিয়ামত। কেননা এই রমাদ্বান একটি কল্যাণের মাস। যে মাসে জান্নাতের দুয়ার গুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দুয়ারে তালা ঝুলানো হয়। আর এই রমাদ্বান কুরআনের মাস, ইসলাম ও কুফরের মসঝে ফরখ কারী জিহাদ সমুহের মাস। মুসলিম উম্মাহর বিজয় ও কাফির মুশরিকদের পরাজয়ের মাস।
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেনঃ
    قُلۡ بِفَضۡلِ اللّٰهِ وَبِرَحۡمَتِهٖ فَبِذٰلِكَ فَلۡیَفۡرَحُوۡا ؕ هُوَ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ
    তুমি বলে দাও, ‘এ হল তাঁরই অনুগ্রহ ও করুণায়; সুতরাং এ নিয়েই তাদের আনন্দিত হওয়া উচিত;[১] এটা তারা যা (পার্থিব সম্পদ) সঞ্চয় করছে তা হতে অধিক উত্তম।’
    [ইউনুস ১০:৫৮]

    কোরআন তেলাওয়াত করাঃ
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেনঃ
    اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ ؕ وَلَوۡ كَانَ مِنۡ عِنۡدِ غَیۡرِ اللّٰهِ لَوَجَدُوۡا فِیۡهِ اخۡتِلَافًا كَثِیۡرًا
    তারা কি কুরআন সম্বন্ধে চিন্তা-ভাবনা করে না? এ (কুরআন) যদি আল্লাহ ব্যতীত অন্য কারো তরফ থেকে (অবতীর্ণ) হত, তাহলে নিশ্চয় তারা তাতে অনেক পরস্পর-বিরোধী কথা পেত।
    [আন নিসা ৪:৮২]
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরো বলেনঃ
    اَمۡ عِنۡدَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ الۡعَزِیۡزِ الۡوَهَّابِ
    ওদের নিকট কি তোমার প্রতিপালকের অনুগ্রহের ভান্ডার আছে, যিনি পরাক্রমশালী, মহাদাতা?
    [সাদ ৩৮:৯]
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরো বলেনঃ
    اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰی قُلُوۡبٍ اَقۡفَالُهَا
    তবে কি তারা কুরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ? [মুহাম্মাদ ৪৭:২৪]

    সুতরাং বুঝে বুঝে কুরআন তিলাওয়াত করা মহান ইবাদত যার থেকে কোনোভাবেই গাফেল না হওয়া আবশ্যক। বিশেষভাবে এই রমাদ্বান মাসে।


    বিভিন্ন শরিয়াহ খেলাফ নাটক সিনেমা সিরিয়াল থেকে সম্পর্কচ্ছেদ করাঃ
    ফিল্ম গুলোতে বহু শরীয়াহ খেলাফ জিনিসই থাকে নিন্মে তার কিছু নমুনা পেশ করা হলঃ
    প্রথমতঃ
    এই ফিল্ম সমূহ বাদ্যযন্ত্র নাচ-গান বেহায়াপনায় ভরপুর। আর তাহা চারো ইমামের সর্ব-সম্মতিতে হারাম। তিনারা অনেক অনেক দলীল পেশ করেছেন এর অধিনেঃ তার মধ্যে একটি হলোঃ
    রাসুলে আকরাম সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। তেমনি এমন অনেক দল হবে, যারা পাহাড়ের ধারে বসবাস করবে, বিকেল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে তখন তাদের নিকট কোন অভাব নিয়ে ফকীর আসলে তারা বলবে, আগামী দিন সকালে তুমি আমাদের নিকট এসো। এদিকে রাতের অন্ধকারেই আল্লাহ্ তাদের ধ্বংস করে দেবেন। পর্বতটি ধ্বসিয়ে দেবেন, আর বাকী লোকদেরকে তিনি কেয়ামতের দিন পর্যন্ত বানর ও শূকর বানিয়ে রাখবেন।
    [আধুনিক প্রকাশনী- ৫১৮০, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৭৬] [সহিহ বুখারী, হাদিস নং ৫৫৯০, হাদিসের মান: সহিহ হাদিস]

    দ্বিতীয়তঃ
    এই সকল ফিল্ম গুলোতে বেহায়া বেসরম সকল তরফ থেকে উলঙ্গ, বে-পর্দা উদ্ভট সকল নারী থাকে যাদের যেদিকেই তাকানো হয় জিনা হয়। না তাদের মাথায় কাপর থাকে না বুকে না পিঠে না পেটে না পায়ে। যাদের দিকে দৃষ্টি দেওয়া কোন মুসলিমের জন্য বৈধ নয়।
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেনঃ
    قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِهِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَهُمۡ ؕ ذٰلِكَ اَزۡكٰی لَهُمۡ ؕ اِنَّ اللّٰهَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ
    বিশ্বাসীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে; এটিই তাদের জন্য অধিকতর পবিত্র। ওরা যা করে, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত।
    [আন-নূর ২৪:৩০]
    আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আরো বলেনঃ
    وَقُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِهِنَّ وَیَحۡفَظۡنَ فُرُوۡجَهُنَّ وَلَا یُبۡدِیۡنَ زِیۡنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنۡهَا وَلۡیَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلٰی جُیُوۡبِهِنَّ ۪
    বিশ্বাসী নারীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। তারা যা সাধারণতঃ প্রকাশ থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে তারা তাদের বক্ষঃস্থল যেন মাথার কাপড় দ্বারা আবৃত রাখে।
    [আন-নূর ২৪:৩১]

    তৃতীয়তঃ
    এই ফিল্ম সমুহে মিথ্যা বানোয়াট ও অধিকাংশ অনৈসলামিক গল্প কাহিনিতে ভরপুর, আবার সেখানের অভিনয় যেমন স্বামী স্ত্রীর অভিনয় সেখানে দুজন পুরুষ মহিলা স্বামী স্ত্রী না হয়েও স্বামী স্ত্রীর মতো আচরণ করে। যার সব কিছুই হারাম।
    তাই তার থেকে নিজে আবশ্যিক ভাবে সম্পুর্ণ দূরে রাখতে হবে। যাতে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা রমাদ্বানের বারাকাহ আমার থেকে তুলে না নেন! আল্লাহ তায়ালা আমাকে ও সকল মুসলিমকে এই বিষয় গুলো মেনে চলার তাওফিক দান করুন আমিন! আমিন আমিন!


    আল্লাহ তা’আলা আমাদের সবাইকে এবং পুরো উম্মাহকে রমাদান মাস যেন পূর্ণ প্রস্তুতির সাথে কাজে লাগাতে পারি সে তাওফিক দান করুন আমিন। আমিন! এবং আমাদের সবাইকে ইখলাসের সাথে জিহাদ ও শাহাদাতের পথে অবিচল থাকার তাওফীক দান করুন! আমিন!

    আমাদের নেক দোয়ায় মাজলুম উম্মাহ এবং মুজাহিদগনকে যেন ভুলে না যাই!


    আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লাম ওয়া বা-রিক আলা- নাবিয়্যিনা- মুহাম্মাদ ওয়া আলা- আ-লি মুহাম্মাদ কামা- সল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বা-রকতা আলা- ইবর-হী-ম ওয়া আলা- আ-লি ইবর-হী-ম ইন্নাকা হামি-দুম্মাজি-দ।


    وصلى الله تعالى على خير خلقه محمد وآله
    واصحابه اجمعين
    وآخردعوانا ان الحمد لله ربالعالمين


    চলবে ইনশাআল্লাহ.............!
    হয় শাহাদাহ নাহয় বিজয়।

  • #2
    বিধি-বিধান সমুহের মসঝে সর্বাধিক গুরুত্বপূর্ন বিধানাবলি হলোঃ
    ১) সিয়ামের শর্ত সমুহ কি কি? সীয়ামের রোকন (যা ছাড়া সিয়াম হয়না) গুলো কি কি? এবং সিয়ামে মাকরুহ সমূহ কি?
    ২) কোন জিনিস সিয়াম বাতিল করে দেয়?
    ৩) রোজাদারের জন্য কি কি জিনিস বৈধ?
    ৪) কখন রোজা ভঙ্গ করা আবশ্যক?
    ৫) রেজা না রাখলে তার কাফ্ফারা কি কি?
    ৬) ই'তেকাফের বিধি-বিধান।
    ৭) সদাকাতুল ফিতর ও ও তার বিধি-বিধান সমূহ : কার জন্য কখন মাল পৃথক্ করা হবে (??)ইত্যাদি।===>
    আল্লাহ তা’য়ালা আমাদের সকলের জন্য উপরোক্ত বিধানগুলো শিক্ষা করার তাওফিক দান করুন।আমীন

    Comment

    Working...
    X