Announcement

Collapse
No announcement yet.

হযরত সাদ ইবনুর রবী' রাদিয়াল্লাহু আনহুর অন্তিম ওসিয়্যত।(ওসিয়তটা সবার পড়া উচিত)

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • হযরত সাদ ইবনুর রবী' রাদিয়াল্লাহু আনহুর অন্তিম ওসিয়্যত।(ওসিয়তটা সবার পড়া উচিত)

    আজ আমরা এমন এক সময়ে আছি, এমন এক পরিস্হিতির মোকাবেলা করছি-যখন শরীয়াহকে বিলুপ্ত করা হয়েছে,আমাদের মা-বোন আসিফা-আফিয়া রা কুফফারদের হাতে নির্যাতিত হচ্ছেন,এমনকি..আমাদের প্রাণের স্পন্দন রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-ফিদাহু আবী ওয়া উম্মী- কে নিয়েও কটূক্তি করা হচ্ছে।
    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    আমাদের কি অজুহাত থাকতে পারে-যখন উহুদ যুদ্ধের শহীদ হযরত সাদ ইবনুর রবী রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতের অন্তিম মুহূর্তেও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা চিন্তা করছিলেন-আর উম্মাহর জন্য তার শেষ ওসিয়ত করে গেছেন।

    হযরত সা'দ ইবনুর রবি' ইবনে আমর আল খাজরাজি রাদিয়াল্লাহু ছিলেন একজন আনসারী নকীব সাহাবী।
    বাইআতে আকাবার রাতে ১২ নকীবের ইনিও ছিলেন একজন।
    ইনিই সেই বিখ্যাত সাহাবী যার উক্তি এবং কর্ম আনসার মুহাজিরদের ভ্রাতৃত্বের প্রতীক হয়ে আছে।নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সঙ্গে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন।সা'দ রাদিয়াল্লাহু নিজের সমুদয় সম্পত্তির অর্ধেক তাকে দিয়ে দিতে চেয়েছিলেন এবং একজন বিবিকে তালাক দিয়ে তাঁর সাথে বিয়ে পড়িয়ে দিতে চেয়েছিলেন।

    উহুদ যুদ্ধে এই মহান সাহাবী শহীদ হন।যুদ্ধ শেষে তাঁকে খুজে না পেয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-কে আছো,আমার জন্য একটু সাদ ইবনুর রবীর খবর নেবে?
    একজন আনসারী বললেন-ইয়া রাসুলাল্লাহ, আমি খোজ নিচ্ছি।
    শহীদদের মাঝে খুঁজতে খুঁজতে তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে গেলেন-তখন তার শেষ নিঃশ্বাসটুকু বাকি আছে।
    তিনি বললেন-
    یا سعد!إن رسول الله صلی الله علیه و سلم أمرنی أن أنظر فی الأحیاء أنت أم فی الأموات ؛قال:فإنی فی الأموات فأبلغ رسول الله السلام وقل:إن سعدا یقول جزاک الله عنی خیر ما یجزی نبیا عن أمته و أبلغ قومک منی السلام و قل لهم :إن سعدا یقول لکم : إنه لا عذر لکم عند الله إن خلص إلی نبیکم و منکم عین تطرف


    গিয়ে বললেন!হে সাদ! রাসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম আমাকে পাঠিয়েছেন খোজ নিতে যে তুমি বেঁচে আছো নাকি শহীদ হয়েছো।
    সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু আনহু বললেন-আমি মৃত্যুপথযাত্রী।নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার সালাম দিবে। এবং বলবে-সাদ বলেছে-আল্লাহ যেন আপনাকে আমার উপর অনুগ্রহের কারণে এর বিনিময়ে সর্বোত্তম প্রতিদান দান করেন- একজন যতটুকু উত্তম প্রতিদান তার উম্মাহর পক্ষ থেকে দেয়া হতে পারে-ততটুকু।

    আর তুমি গিয়ে তোমার কওমের কাছেও আমার সালাম পৌছে দিয়ে বলো- সাদ তোমাদেরকে বলছে-তোমাদের মাঝে চোখের পলক ফেলতে সক্ষম একজন ব্যাক্তি বাকি থাকা সত্বেও যদি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোনো আঘাত আসে-তবে আল্লাহর দরবারে তোমাদের কোনো ওজর থাকবেনা।

    (সিয়ারু আলামিন নুবালা-১/৩১৮,সিরাতে ইবনে হিশাম২/৯৩-৯৫)

    সুবহানাল্লাহ! আমরা যদি এখনও পরিবর্তন না হই তবে আর কবে!!
    ألم یأن للذین أمنوا أن تخشع قلوبهم لذکرالله و ما نزل من الحق....
    "মুমিনদের কি এখনো সময় আসেনি-যে তাদের অন্তরসমূহ বিগলিত হবে আল্লাহর স্মরণে-এবং যে হক নাজিল হয়েছে তার প্রতি....."

    আমাদেরকি এখনো সময় আসেনি এই চেতনায় উজ্জীবিত হবার-فداک أبی و أمی یا نبی الله ...ظهری لظهرک فداء ..عرضی لعرضک فداء...نفسی لدینک فداء....

    আমাদের এখনো সময় আসেনি অনুধাবন করার?
    فلتثکلنا أمهاتنا إن لم ننصر رسول الله صلی الله علیه و سلم....
    যদি আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নুসরত করতে না পারি তবে আমাদের জন্ম-জনম সবই ব্যার্থ।এই জীবনের সামান্য কোন মূল্যও আল্লাহর কাছে নেই।ধ্বংস হোক সে জীবন যে জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় আত্নোৎসর্গ নেই।
    ব্যার্থ হোক সেই মরণ-যে মৃত্যুতে সাদ রাদিয়াল্লাহু আনহুর চেতনার দ্বীপ্তি নেই।

    یا حی یا قیوم ! برحمتک نستغیث أصلح لنا شأننا کله و لا تکلنا إلی أنفسنا طرفة عین

    হে আল্লাহ! আপনি আমাদের কে সংশোধন করে দিন।আপনার দ্বীনের এবং আপনার নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নুসরত করবার তাওফিক দান করুন।আমীন।ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।

  • #2
    মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ ওসিয়্যত।
    আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুন। আমীন
    “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

    Comment

    Working...
    X