Announcement

Collapse
No announcement yet.

হারিয়ে যাচ্ছে রমাদান: আপনার আমলের কী অবস্থা?

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • হারিয়ে যাচ্ছে রমাদান: আপনার আমলের কী অবস্থা?

    হারিয়ে যাচ্ছে রমাদান: আপনার আমলের কী অবস্থা?


    দেখতে দেখতে হারিয়েগেল রমাদানের প্রথম দশদিন। সময়যে কিভাবে কেঁটে যাচ্ছে! হায়াত যে কত দ্রুত ফুঁরিয়ে অাচ্ছে! তা ভাবতেও অভাবলাগে।

    প্রিয় ভাই! রমাদানের তিনভাগের একভাগ তো চলেই গেল, বাকি দু'ভাগও কোন দিক দিয়ে চলে যাবে তা আমরা বুঝতেও পারবনা।
    প্রিয় ভাই! আপনার আমলের কী অবস্থা? অনেক ভাই আছেন যারা রমাদানের প্রথম কয়েকদিন বেশ অাগ্রহ নিয়ে আমল শুরু করেন, নিয়মিত তিলাওয়াত করেন, কিয়ামুল লাইল আদায় করেন, দোয়া মুনাজাত ও আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। কিন্তু কিছু দিন যেতেই সেই আগ্রহে বাঁটাপড়ে তিলাওয়াতে অনিয়মিত হয়ে পড়েন, কিয়ামুল লাইলে অলসতা এসে যায়। দোয়াও কান্নাকাটি করা হয়না আগের মত, আল্লাহ আমাদের হিফাজত করুন।

    প্রিয় ভাই! আপনার কী অবস্থা? আপনার উপর গাফলতী ভর করেনি তো! আপনার তিলাওয়াত, তাওবা ইস্তেগফার, কিয়ামুল লাইল নিয়মিত হচ্ছে তো?
    প্রিয় ভাই! রমাদানের প্রতিটি মূহুর্ত মূল্যবান, আবার কবে ইবাদতের এই মৌসুম আপনি পাবেন? আল্লাহর রহমতে বারিধারা আবার কবে আপনার উপর বর্ষিত হবে, গুনাহ মাফের এমন সুবর্ণ সুযোগ আপনি আর কোথায় পাবেন? রমাদানের গুণাহ মাফের তিন তিনটি অফার! আল্লাহ তাআলা আমাদের দান করেছেন।

    "প্রথম অফার" সহিহ বুখারীতে এসেছে রাসূল ﷺইরশাদ করেন,
    مَنْ صَامَ رَمَضَانَ٭ إِيَمانًا وَاحْتِسَابًا٭ غُفِرَلَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
    'যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রামাদানের সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুণাহ ক্ষমা করে দেবেন।' ( সহিহুল বুখারি: ৩৮)

    "দ্বিতীয় অফান" সহিহ বুখারিতে এসেছে রাসূলﷺইরশাদ করেন,
    مَنْ قَامَ رَمَضَانَ إِيَانًا وَاحْتِسَابًا٭ غُفِرَلَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
    'যে ব্যক্তি রামাদানে ইমানের সাথে সওয়াবের আশায় তারাবিহ আদায় করে, তার পূর্বের সকল গুণাহ ক্ষমা করে দেয়া হয়।' ( সহিহুল বুখারী: ৩৭)

    "তৃতীয় অফার" সহিহ বুখারীতে এসেছে রাসূলﷺইরশাদ করেন,
    مَنْ قَامَ لَيْلَةَالقْرِ إِيمَانًا وَاحْتِسَابًا٭ غُفِرَلَهُ مَ تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
    'যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায়া রাতজেগে ইবাদত করে, তার পূর্বের সকল গুণাহ ক্ষমা করে দেয়া হয়।' (সহিহুল বুখরি: ১৯০১)

    প্রিয় ভাই! যারা ভাগ্যবান তারা এই তিনটি অফারের একটি নিশ্চয় পেয়ে যাবে। আর জিন্দেগীর সকল গুণাহ মাফ করিয়ে নিবেন। সুবাহানাল্লাহ! এই ভাগ্যবানরা রমাদানের পরে নতুন ঝলমলে গুণাহ মুক্ত একটি পবিত্র জীবন শুরু করবে। আপনিও কি সে ভাগ্যবানদের দলে অন্তর্ভূক্ত হতে চান না?

    প্রিয় ভাই! হাদিসে যে পূর্বে সকল গুণাহ মাফ করে দেওয়ার কথা বলা হয়েছে এর অর্থ হল সগিরা গুণাহ। কিন্তু করিবা গুণাহ তাওবা ছাড়া মাফ হবে না, তাই কিয়ামুল লাইলের পর কিছু সময় নির্যনে আল্লাহর সাথে কাঁটান হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর কাছে তাওবা করুন, কাদোঁন, রোনাজানি করুন ইনশাআল্লাহ আপনার কবিরা গুণাহও আল্লাহ তাআলা ক্ষামা করে দিবেন।

    প্রিয় ভাই! দ্রুত হারিয়ে যাচ্ছে মাহে রমাদান আখেরাতের পুজিঁ সংগ্রহে মৌসুম ক্রমেই নিঃশেষ হয়ে আচ্ছে। জংগধরা অন্তরটাকে পরিস্কার করার সুযোগ দ্রুত ফুরিয়ে যাচ্ছে, অগুছালো জিবনটাকে গুছিয়েছ নেওয়ার সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে।

    ভাই! এই রমাদানেও যদি আপনি ঘুড়ে দাড়াতে নাপাড়েন তবে আপনি আর কবে ঘুড়ে দাড়াবেন? এই রমাদানেও যদি আপনি গুনাহ থেকে তাওবা না করেন তবে আর কবে করবেন? এই রমাদানেও যদি আখেরাতের কিছু পুজিঁ জমা করতে না পারেন তবে আর কবে আপনি আখিরাত নিয়ে ভাববেন? এই রমাদানও যদি আপনার গাফলতির মাঝেই কেটে যায় তবে আপনার চেয়ে দুর্ভাগা আর কে আছে? আপনার চেয়ে চেয়ে হতভাগা আর কে আছে? ইমাম বুখারী সংকলিত 'আল-আদাবুল মুফরাদ' গ্রন্থে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে একবার রাসূলﷺমিম্বরে অরোহণ করার সময় জিবরাঈল অালাইহি সসালাম এসে বলেন,
    شَقِيِ عَبْدٌ أَدْرَكَ رَمَضَانَ٭ فَانْسَلَخَ مِنْهُ وَلَمْ يُغْفَرْلَهُ
    ' দুর্ভাগ্য সেই ব্যক্তির জন্য যে রমাদান পেল, তারপর রামাদান তার কাছ থেকে বিদায়াও নিল কিন্তু তার গুণাহ ক্ষমা করা হলো না। ' (আল-আদাবুল মুফরাদ: ৬৪৪)

    প্রিয় ভাই! রমাদান তো, হারিয়ে যাচ্ছে! আপনার গুণার কি হবে? আপনি তাওবার দিকে অগ্রসর হবেন না? আল্লাহর রহমতের দিকে ছুটে যাবেন না?
    ’’হয়তো শরিয়াহ, নয়তো শাহাদাহ,,

  • #2
    মাশাআল্লাহ
    অনেক সুন্দর পোষ্ট ৷
    আল্লাহ ভাইয়ের ইলমে আমলে বারাকাহ দান করুন ৷ আমিন
    গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

    Comment


    • #3
      হায়! আমার কী অবস্থাা!!! আল্লাহ ই জাানেন। তিনিই একমাত্র সাহায্যকারী। হে আল্লাহ! নেককার ভাইদের বেদৌলতে আমাকে মাফ করে দাও। আমার অন্তরকে কলুষমুক্ত করে দাও। অন্তরটাকে পবিত্র, স্বচ্ছ ও তোমার ভালোবাসায় পরিপূর্ণ করে দাও। আমীন! ইয়া রাব্বাল আলামীন!!

      Comment

      Working...
      X