Announcement

Collapse
No announcement yet.

আকিদা সিরিজে- অংশগ্রহণের ব্যাপারে কিছু নির্দেশনা।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আকিদা সিরিজে- অংশগ্রহণের ব্যাপারে কিছু নির্দেশনা।

    আকিদা সিরিজে - অংশগ্রহণের ব্যাপারে কিছু নির্দেশনা।

    আহমাদ ফাইয়াজ





    যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য চাই একটি সুন্দর পরিকল্পনা। আমাদের এই আকিদা সিরিজ থেকে মুমিন ভাই-বোনেরা যাতে ভালোভাবে উপকৃত হতে পারে, এজন্য আমরা কিছু জরুরি দিকনির্দেশনা পেশ করতে চাই। প্রথমত আমাদেরকে আকিদার গুরুত্ব ভালোভাবে অনুধাবন করতে হবে। একজন মুমিনের জীবনে আকিদা হলো বিল্ডিংয়ের ফাউন্ডেশনের মতো। ফাউন্ডেশনে ওপর যেমন ভবন নির্মিত হয়, ঠিক তেমন আকিদার ভিত্তির ওপর নির্মিত হয় নেক আমল ও ইবাদতের ভবন।


    তাই রাসূলুল্লাহﷺযখন মক্কায় ইসলামের দাওয়াত শুরু করেন, তখন সর্বপ্রথম তিনি আকিদার দাওয়াত দেন। কারণ আকিদা বিশুদ্ধ না হলে আমলের কোনো মূল্যই নেই। ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য মুমিন হওয়া শর্ত। আল্লাহ তাআলা বলেন:
    مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
    "নারী ও পুরুষের মধ্যে যে কেউ নেক আমল করবে যদি সে মুমিন হয়, তাকে আমি নিশ্চয় পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব।"(সূরা নাহল, ১৬:৯৭)
    এই আয়াতে(وَهُوَ مُؤْمِنٌ)বলে আল্লাহ তাআলা নেক আমল কবুল হওয়ার জন্য মুমিন হওয়ার শর্ত আরোপ করেছেন। আমাদের অনেক ভাইদের এখনো ফরজ পরিমাণ আকিদার জ্ঞান অর্জিত হয়নি।


    ইমানের বিষয়টি অত্যন্ত নাজুক ও স্পর্শকাতর। প্রয়োজনীয় আকিদার জ্ঞানের অভাবে মানুষ ইমানহারা হয়ে যাওয়ার আশঙ্ক্ষা তৈরি হয়। কারণ সে অজ্ঞতাবশত এমন কিছুতে বিশ্বাস রাখে কিংবা এমন কোনো কথা বলে বসে, অথবা এমন কাজ করে বসে, যা তার ইমানকে ধ্বংস করে দেয়। তাই বিশুদ্ধ আকিদার জ্ঞান অর্জন করা ছাড়া নিজের ইমানের হেফাজত করা কোনোভাবেই সম্ভব নয়। ইনশাআল্লাহ! আমরা কেবল আকিদার মৌলিক দিকগুলো আলোচনা করার প্রয়াস পাব, যেগুলো মুমিনের ইমানের গঠন ও সুরক্ষার জন্য জরুরি। বিস্তারিত ব্যাখ্যা কিংবা মতবিরোধপূর্ণ শাখাগত বিষয়গুলো এড়িয়ে যান, যাতে আওয়াম ভাইদের অনুধাবন করতে কষ্ট না হয়। আর আমাদের আলোচনার ভাষা হবে একেবারে সবল ও প্রাঞ্জল। প্রায়শ আমরা দরসগুলো কেবল দেখার জন্য দেখি। শেখার খেয়াল আমাদের অনেক সময় থাকে না। আকিদা সিরিজটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়ার আহ্বান করব।


    যেসব ভাইদের এখনো ফরজ পরিমাণ আকিদা শেখা হয়নি, তাদের এই সুযোগ কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্ট করা উচিত। প্রতিটি পর্ব যেন আমাদের ভালোভাবে আয়ত্ব হয়ে যায়। প্রয়োজনের আমরা ডাউনলোড করে নিয়ে বারবার দেখব, যতক্ষণ না ভালোভাবে হৃদয়ঙ্গম হয়ে যায়। শুধু আপনি নিজে শিখলেই হবে না, আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, আপনার পরিচিত সবাইকেই এই সিরিজের সঙ্গে সংযুক্ত করুন। তাদের মাঝেও আকিদার জ্ঞান ছড়িয়ে দিন। আপনি যা শিখলেন তা অন্যদের পৌছিয়ে দিন। আদিকা সিরিজে অংশগ্রহণের পূর্বে নিজের সঙ্গে অঙ্গীকার করুন, যে আপনি শেষ পর্যন্ত সবগুলো দরসে অংশগ্রহণ করবেন, এবং ফরজ পরিমাণ আকিদার জ্ঞান অর্জন করেই ক্ষান্ত হবেন। আর আপনার পরিবারকেও বিশুদ্ধ আকিদার মজবুত ভিতের ওপর গড়ে তুলবেন। এটি আপনার দ্বীনি দায়িত্বের মধ্যে পড়ে।


    ইনশাআল্লাহ! আমরা প্রতিটি দরসের পিডিএফ লিংক দিয়ে দিব। আপনারা ডাউনলোড করে নেবেন এবং সবাইকে শেয়ার করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই সিরিজ থেকে সবাইকে উপকৃত হওয়ার তাওফিক দিন, আমাদের সবার কাজে ইখলাস ও নিষ্ঠা দান করুন,আমীন, ইয়া রব্বাল আলামিন।
    ’’হয়তো শরিয়াহ, নয়তো শাহাদাহ,,

  • #2
    আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তায়ালা ভাইদের কাজ কবুল করুন এবং বারাকাহ দান করুন।
    আল্লাহ আমাদের আকিদা সহিহ করে দিন।
    فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ

    Comment


    • #3
      আল্লাহ্ কবুল করুন অনেক উত্তম কাজ করেছেন প্রিয় ভাই!

      Comment


      • #4
        আখি,,নির্ভরযোগ্য আকিদার কিতাবের নাম বলার জন্য অনুরোধ।
        বিলাসিতা জিহাদের শুত্রু,শাইখ উসামা রাহ।

        Comment


        • #5
          মাশাআল্লাহ, উপকারী খেদমত।
          ধারাবাহিকতা বজায় থাকুক...!
          ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

          Comment

          Working...
          X