Announcement

Collapse
No announcement yet.

সালাফদের আত্মশুদ্ধিমূলক অমূল্য বাণী : 43

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • সালাফদের আত্মশুদ্ধিমূলক অমূল্য বাণী : 43

    _______________________________


    127 : ইস্তিগফার আল্লাহর আযাব থেকে নিরাপত্তা দেয়

    قَالَ اِبْن عَبَّاس إِنَّ اللَّه جَعَلَ فِي هَذِهِ الْأُمَّة أَمَانَيْنِ لَا يَزَالُونَ مَعْصُومِينَ مُجَارِينَ مِنْ قَوَارِع الْعَذَاب مَا دَامَا بَيْن أَظْهُرهمْ فَأَمَان قَبَضَهُ اللَّه إِلَيْهِ وَأَمَان بَقِيَ فِيكُمْ قَوْله وَمَا كَانَ اللَّه لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّه مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ

    হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাযি. বলেন, আল্লাহ তাআলা এ উম্মতের মধ্যে 'নিরাপত্তামূলক দুটি জিনিস' দিয়ে রেখেছেন। যতদিন পর্যন্ত এ দুটি জিনিস তাদের মাঝে থাকবে ততদিন পর্যন্ত তারা আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকবে।
    এর মধ্যে একটি হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যাকে আল্লাহ তুলে নিয়ে গেছেন। অপরটি হল, ইস্তেগফার করা, যা তাদের মাঝে এখনও আছে। আল্লাহ তাআলা বলেন,
    وَمَا كَانَ اللَّه لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّه مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ
    আপনি তাদের মাঝে থাকাকালে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না। আবার তারা ইস্তিগফার করছে এমন অবস্থায়ও আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। সূরা আনফাল : ৩৩,তাফসীরে ইবনে কাসীর

    _______________________________
    128 : সত্যিকারের পুরুষ কে?

    ইমাম ইবনুল কাইয়িম রহ. বলেন,
    الرجل : هو الذي يخاف موت قلبه، لا موت بدنه.
    সত্যিকারের পুরুষ সে-ই যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে। দেহের মৃত্যুকে ভয় করে না। -মাদারিরুস সালিকীন : ৩/২৪৮

    _______________________________
    129 : মানুষের সম্মান পাবার আশায় পরহেযগারি জাহির করো না

    عن محمد بن واسع قال : كان لقمان يقول لابنه: اتق الله، ولا تُر الناس أنك تخشى الله عزوجل، ليكرموك، وقلبك فاجر.
    বিখ্যাত তাবেয়ি মুহাম্মদ বিন ওয়াসে' রহ. বলেন, লুকমান তাঁর ছেলেকে বলতেন, আল্লাহকে ভয় কর। মানুষ যেন তোমার সম্মান করে এ উদ্দেশ্য তাদেরকে দেখাবে না যে, তুমি আল্লাহকে ভয় কর। অথচ তোমার অন্তর কলুষিত হয়ে আছে। -আয-যুহদ, ইমাম আহমদ রহ.
    _______________________________
    হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সাআদাতের জীবন এবং শাহাদাতের মৃত্যু দান করুন।

  • #2
    মাশা আল্লাহ, বহুত মুফিদ নসীহাহ।
    আল্লাহ আপনার কলমে বারাকাহ দিন।
    “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

    Comment


    • #3
      মাশাআল্লাহ উপকারী নাসিহা।
      আল্লাহ আমাদেরকে আমল করার তাউফিক দিন।
      ভাইয়ের ইলমে ও আমলে বারাকাহ দান করুন। আমিন
      গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

      Comment


      • #4
        মাশাল্লাহ, উপকৃত হলাম,ধন্যবাদ ভাইকে
        “দ্বীনের জন্য রক্ত দিতে দৌড়ে বেড়ায় যারা,সালাহউদ্দিন আইয়ুবীর উত্তরসূরী তারা”–TBangla

        Comment

        Working...
        X