Announcement

Collapse
No announcement yet.

তাগুত প্রশাসন ও আমার এক ভয়ানক এক স্মৃতি।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • তাগুত প্রশাসন ও আমার এক ভয়ানক এক স্মৃতি।

    স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মৃদু বৃষ্টি হচ্ছিল। উপরের ক্লাসের একজন ভাইয়া দেখলাম হন্তদন্ত হয়ে আসছেন। আমাকে ডাক দিলেন: কিছু শুনেছ?
    আমি বললাম: কি?
    : এক তরুণীর লাশ পাওয়া গিয়েছে।
    : কি বলছো! কোথায়?
    : হ্যাঁ, রাস্তার পাশে, দেখে আসো
    **************************
    পুলিশ আসলো। মেয়েটার লাশ উদ্ধার করলো। ময়নাতদন্তে নিলে। ধর্ষনের(ধর্ষণের) পর হত্যা- রিপোর্ট আসলো। কারো বুঝতে বাকি ছিলো না যে মেয়েটা তার কোনো প্রেমিকের হাতেই ধর্ষিত নিহত হয়েছে।

    পুলিশ শুনেছে এলাকায় দুটি বিবাদমান পক্ষ রয়েছে। এই বিবাদকে কাজে লাগিয়ে তারা উক্ত ঘটনা থেকে নিজের পকেট ভরতে চাইলো। তাই ঘটনার দিনই তারা দুপক্ষের দুইজন লোককে থানায় ডেকে নিয়ে গেলো।

    থানায় নিয়ে তাদের ঘণ্টার পর ঘন্টা(ঘণ্টা) বসিয়ে রাখলো। রাত্রি যখন গভীর হলো তারা তাদের কাছে বিশাল অঙ্কের টাকা চেয়ে বসলো। বলল যে যদি তারা দিতে ব্যর্থ হয়, সঙ্গে সঙ্গে তাদের জেলা কারাগারে চালান দিয়ে দিবে এবং মেয়েটির হত্যা মামলায় ফাসিয়ে(ফাঁসিয়ে) দেবে।
    তারা তাড়াতাড়ি টাকা* দিয়ে ছাড়া পেলো ঠিকই কিন্তু এই ফন্দির তাৎক্ষণিক সফলতা তাগুত পুলিশের লোভ বহু উচ্চে পৌঁছে দিলো। লুটপাটের এক নতুন কৌশল বের করলো।

    এদিকে এলাকার বিবাদমান দুই পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে একে অপরকে নিজেদের ক্ষতির জন্য দোষারূপ(দোষারোপ) করতে শুরু করলো। এলাকায় নতুন এক স্নায়ুযুদ্ধের সূচনা হলো। দুর্নীতিবাজ প্রশাসন এই সুযোগে লুটপাটের নতুন ফিকির নিয়ে নিরীহ এলাকাটির ওপর ঝাঁপিয়ে পড়লো। উভয় পক্ষের সাথেই যোগাযোগ রেখে তাগুত পুলিশ তাদের কাছ থেকে তাদের প্রত্যেকের* প্রতিপক্ষের বিভিন্ন তরুণ ও যুবকদের নাম, ঠিকানা, লোকেশন প্রভৃতি সংগ্রহ করতো এরপর তাদেরকে ধরে নিয়ে যেত কিংবা থানায় ডেকে নিতো এবং আটকে রেখে মোটা অংকের ঘুষ না দিলে ফাসিয়ে(ফাঁসিয়ে) দেবার হুমকি দিত। ফলে বিপুল পরিমাণ অর্থ যেতে লাগলো এলাকা থেকে। কেউ জমিজমা বিক্রি করলো আর্থিক ক্ষতি সামাল দিতে।

    আমি এসব বিষয়ের ধার ধারছিলাম না, তবে অবস্থা পুরোপুরি প্রত্যক্ষ করছিলাম। নিজের জন্য ঘটমান অবস্থাকে বিপদজনক মনে করছিলাম না। কিন্তু যেদিন দেখলাম আমার প্রতিবেশী কয়েকজন যুবককে ধরে নিয়ে গেছে তখন আসলেই ভীত হয়ে পড়লাম, পাছে পরের রাতে আমাদেরকেও ধরে নিয়ে যায়। সারা এলাকায় এক আতঙ্ক সৃষ্টি হলো। পরের রাত্র আমি যাপন করলাম এক বাড়িতে বাবা করলেন আরেক বাড়িতে। কারণ বিবাদমান দুটির পক্ষের মধ্যে যেটি আমাদের তথাকথিত* বিপক্ষ তাদের দেওয়া লিস্টের ভিত্তিতে যদি আমাদেরকেও ধরে নিয়ে যায় তাহলে* ভয়ানক বিপদে পড়ব। যদিও* আমার জন্য বিপদজনক নয় কিন্তু সতর্ক থাকতে হয়েছিলো কারণ তাগুত পুলিশ ধরে নিয়ে যে পরিমাণ অর্থ দাবি করে তা দেওয়ার সাধ্য আমাদের নেই।

    অবশেষে কাকতালীয় ভাবে অপরাধী ধরা পড়লো ঠিকই, কিন্তু ইতোমধ্যে* এলাকা থেকে এক বিশাল পরিমাণ অর্থ লুটপাট করে নিয়ে গেলো তাগুত।

    অথচ চাইলেই তাগুত পারত নিহত মেয়েটির পাশে পাওয়া তার ফোন থেকে তার খুনি প্রেমিকের সকল তথ্য নিতে। কিন্তু তাগুত আপাতত সেটা করেনি কারণ প্রকৃত অপরাধী ধরা পড়লে তাগুতের দুর্গন্ধময় এই উপার্জনের তথা লুণ্ঠনের পথ বন্ধ হয়ে যাবে।

Working...
X