নিউজ ডেস্ক
আরটিএনএন
ঢাকা: গুপ্তহত্যার বিরুদ্ধে শিগগিরই
ফতোয়া আসছে। বাংলাদেশের এক
লাখেরও বেশি আলেম ওই ফতোয়ায়
স্বাক্ষর করেছেন। ফতোয়ায় বলা
হয়েছে গুপ্তহত্যা জিহাদের অংশ
নয়। এট সন্ত্রাস।
আগামী ১৮ জুন তা প্রকাশ করা হবে
বলে বার্তা সংস্থা এএফপিকে
জানিয়েছেন বাংলাদেশ ওলামা-
মাশায়েখ সংহতি পরিষদের
চেয়ারম্যান ও কিশোরগঞ্জ
শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ
উদ্দিন মাসঊদ।
তিনি বলেছেন, সর্বসম্মতভাবে
গৃহীত ওই ফতোয়ায় বলা হয়েছে
অমুসলিম, সংখ্যালঘু ও
ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের হত্যা
করা ইসলামে নিষিদ্ধ। আমরা এসব
হত্যাকে অবৈধ ও মানবতার বিরুদ্ধে
অপরাধ হিসেবে আখ্যায়িত করেছি।
এএফপির রিপোর্টে আরো বলা হয়,
জঙ্গি দমনের অভিযানে বাংলাদেশে
গ্রেপ্তার করা হয়েছে ১১ হাজারেরও
বেশি মানুষকে।
হিন্দু, খ্রিস্টান, সুফি মুসলিম,
অধিকারকর্মী, বিদেশিদের টার্গেট
করে তাদের ওপর গত তিন বছরে
ভয়াবহ নৃশংস হামলা চালিয়েছে
ইসলামি উগ্রবাদীরা। এতে প্রায় ৫০
জন নিহত হয়েছন।
গত সপ্তাহে বয়স্ক একজন
পুরোহিতের গলা কাটা মৃতদেহ
পাওয়া যায় একটি ধানক্ষেত্রে।
এছাড়া আশ্রমের এক সেবায়েতকে
কুপিয়ে হত্যা করা হয়েছে। একটি
চার্চের কাছে একজন খ্রিস্টান
দোকানিকেও হত্যা করা হয়েছে। এ
ছাড়া হত্যা করা হয়েছে
ধর্মনিরপেক্ষ ব্লগার, দু’জন বিদেশি
নাগরিক ও দু’জন সমকামী
অধিকারকর্মীকে। এসব হত্যার
বেশির ভাগেরই দায় স্বীকার করেছে
ইসলামিক স্টেট ও আল কায়েদার
দক্ষিণ এশিয়া শাখা। কিন্তু সরকার
ও পুলিশ বলছে, দেশে এমন কোনো
সংগঠনের অস্তিত্ব নেই।
হত্যা বন্ধের জন্য দেশব্যাপী জঙ্গি
বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ।
এ অভিযানের চতুর্থদিনে আটক করা
হয়েছে ৩১১৫ জনকে। এ নিয়ে মোট
আটকের সংখ্যা ১১৩০৭।
এদিকে সহিংসতা মোকাবিলায়
ব্যর্থতার জন্য সমালোচনার মুখে
পড়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। কিন্তু
সপ্তাহান্তে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা সব হত্যাকারীকে ধরার
প্রত্যয় ঘোষণা করেছেন। দেশকে
অস্থিতিশীল করার জন্য এসব
হত্যাকাণ্ড প্রধান বিরোধী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) ও তার মিত্র ইসলামপন্থী
দল জামায়াতে ইসলামী ঘটাচ্ছে বলে
অভিযোগ করেছেন তিনি।
তবে বিএনপি বলছে, রাজনৈতিক
ভিন্ন মতাবলম্বীদের দমন করতে
সরকার এসব গ্রেপ্তার চালাচ্ছে।
বিএনপির অভিযোগ, তাদের ২১০০
নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে
তাদের বেশির ভাগই ফৌজদারি
অপরাধের আসামি। তবে তাদের
সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নেই।
বাংলাদেশ পুলিশের উপ
মহাপরিদর্শক একেএম শহিদুর
রহমান এএফপিকে বলেছেন,
গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে
১৪৫ জন রয়েছে ইসলামি জঙ্গি
গ্রুপের সদস্য। পুলিশ আরো
বলেছে, রাজধানী ঢাকার উপকণ্ঠ
থেকে মাংস কাটার চাপাতি ও জিহাদি
বইপত্র সহ আনসারুল্লাহ বাংলা
টিমের স্থানীয় দুই সদস্যকে আটক
করেছে। বেশির ভাগ হত্যাকাণ্ডের
জন্য আনসারুল্লাহ বাংলা টিম,
দেশেই বেড়ে ওঠা অন্যান্য জঙ্গি
গ্রুপ, জামায়াতে মুজাহিদিন
বাংলাদেশকে দায়ী করেছে।
আনসারুল্লাহ বাংলা টিমের বেশির
ভাগ নেতাই উচ্চ শিক্ষিত। সম্প্রতি
বন্দুকযুদ্ধে গুলিতে সন্দেহভাজন ৫
জন ইসলামী উগ্রপন্থি নিহত
হয়েছে।
চট্টগ্রামে গুপ্তহত্যার শিকার
মাহমুদা খানম মিতুর মরদেহ
ধারণা করা হয়, এ মাসে একজন
পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খানম
মিতুুুু হত্যার পর এই অভিযান
জোরালো হয়েছে। ওই পুলিশ সুপার
জেএমবির বিরুদ্ধে উচ্চ পর্যায়ের
বেশ কিছু অভিযান চালিয়েছিলেন।
মাওলানা মাসঊদ বলেছেন, পুলিশের
এ অভিযান গুরুত্বপূর্ণ। যদি কোন
ইসলামী গ্রুপ হত্যাকাণ্ডের পক্ষে
অবস্থান নেয় তাহলে নতুন ওই
ফতোয়ায় তাদের নিন্দা জানানো
হবে। এই ফতোয়ায় পরিষ্কার করে
বলা হয়েছে, এসব হত্যাকাণ্ড
জিহাদের অংশ নয়, এটা সন্ত্রাস
Results 1 to 2 of 2
Thread: আসছে জিহাদ বিরোধী rand ফতোয়া
-
06-15-2016 #1
- Join Date
- Jan 2016
- Posts
- 30
- جزاك الله خيرا
- 1
- 20 Times جزاك الله خيرا in 10 Posts
আসছে জিহাদ বিরোধী rand ফতোয়া
-
The Following 3 Users Say جزاك الله خيرا to Hamzah For This Useful Post:
কালো পতাকাবাহী (06-12-2020),ABU SALAMAH (07-03-2016),Muqatil (06-12-2020)
-
06-16-2016 #2
- Join Date
- Jun 2016
- Location
- ভারতীয় উপমহাদেশ
- Posts
- 158
- جزاك الله خيرا
- 24
- 130 Times جزاك الله خيرا in 54 Posts
এ কাফেলার রাহবার রাসূল (সা),থামবে না তার গতি
হিন্দ যমীনের সবুজ ঘাসে মোরা মদিনার ছবি দেখি
তিমির রাতেও দিগন্তে দেখি হেরার জ্যোতি।
এ তুফান ভারি, কাফেলাও চলবে নিরবধি
শক্ত হাতে মাস্তুল ধর পান্জেরী !!!!!!!!!!!!
-
The Following 2 Users Say جزاك الله خيرا to কালিমার পতাকা For This Useful Post:
কালো পতাকাবাহী (06-12-2020),Muqatil (06-12-2020)
Similar Threads
-
| VIDEO | দরবারী আলেমদের জিহাদবিরোধী ফতোয়া থেকে সাবধান ! | Titumir Media
By TitumirTeam in forum অডিও ও ভিডিওReplies: 11Last Post: 11-27-2017, 04:49 PM -
জঙ্গিবাদ বিরোধী ফতোয়া এবং প্রতিক্রিয়া
By Abu Anwar al Hindi in forum উম্মাহ সংবাদReplies: 13Last Post: 06-19-2016, 10:36 PM -
জঙ্গিবাদ বিরোধী ‘কমন’ ফতোয়া আসছে
By musafir2 in forum কুফফার নিউজReplies: 9Last Post: 12-25-2015, 10:05 AM