আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়তে ভারতের স্যাটেলাইটের সাহায্য নেবে যুক্তরাষ্ট্র। সামরিক ব্যবস্থাপনা সম্পর্কে সিদ্ধান্ত নিতে এই স্যাটেলাইট ব্যবহার করবে পেন্টাগন। মার্কিন কংগ্রেসের ‘সায়েন্স, স্পেস অ্যান্ড টেকনোলজি সাব-কমিটি অন এনভায়রনমেন্ট’ সদস্যদের এ কথা জানিয়েছেন পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা।
আধুনিক যুদ্ধ পরিকল্পনায় আবহাওয়ার পূর্বাভাস খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন সেনারা আফগানিস্তানে প্রতিটা সামরিক পদক্ষেপ চূড়ান্ত করার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেয়। আবহাওয়া পূর্বাভাস ছাড়া খুব নিখুঁত কৌশলও যুদ্ধক্ষেত্রে কার্যকর হয় না। এতোদিন আফগানিস্তানে মোতায়েন মার্কিনবাহিনী ইউরোপীয় স্যাটেলাইট ব্যবহার করতো। কিন্তু ইরাকের যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ইউরোপীয় দেশের সেনারা যুদ্ধে অংশ নেওয়ায় তাদের সুবিধার্থে ইউরোপীয় স্যাটেলাইটগুলো মধ্য এশিয়ার দিকে সরিয়ে নেওয়া হয়। ফলে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীকে এখন অন্য কোনও স্যাটেলাইটের সাহায্য নিতে হবে।
আফগানিস্তান এবং আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাস নিখুঁতভাবে দিতে পারে, এমন স্যাটেলাইট এই মুহূর্তে রয়েছে শুধু চীন এবং ভারতের হাতে।
মার্কিন কংগ্রেসের ‘সায়েন্স, স্পেস অ্যান্ড টেকনোলজি সাব-কমিটি অন এনভায়রনমেন্ট’ এ বিষয়ে পেন্টাগনের কাছে বিশদ তথ্য চেয়েছিল। মার্কিন বিমান বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর অপারেশনস, ডিরেক্টর অফ ওয়েদার র*্যালফ স্টফলার মার্কিন কংগ্রেসের ওই কমিটিকে জানিয়েছেন, ‘ইরাক এবং সিরিয়ায় আমাদের যে অভিযান চলছে, তাকে সাহায্য করার জন্য ইউরোপের মিটিওস্যাট ৮ সে দিকে সরানো হয়েছে। এতে পূর্ব আফগানিস্তানের কিছুটা অংশে আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে আমাদের অসুবিধা হবে। আমরা স্থির করেছি, আমরা ভারতের সহযোগিতা নেব এবং ভারতীয় স্যাটেলাইট থেকে তথ্য নিয়ে পূর্ব আফগানিস্তানের ওই সমস্যার সমাধান করবো।’
স্টফলার মার্কিন কংগ্রেসের সদস্যদের আরও জানিয়েছেন, ভারতের স্যাটেলাইট ব্যবহার করার কথা প্রথমে পেন্টাগন ভাবেনি। ওই অঞ্চলে রুশ এবং চীনা স্যাটেলাইটও রয়েছে। কিন্তু আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন চীনা স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেন্টাগনকে নিষেধ করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা।
Results 1 to 3 of 3
-
07-11-2016 #1
- Join Date
- May 2015
- Posts
- 159
- جزاك الله خيرا
- 12
- 172 Times جزاك الله خيرا in 80 Posts
আফগানিস্তানের যুদ্ধে ভারতীয় স্যাটেলাইট ব্যবহার করবে যুক্তরাষ্ট্র
-
07-12-2016 #2
- Join Date
- Jun 2016
- Location
- দারুল হারব
- Posts
- 270
- جزاك الله خيرا
- 322
- 315 Times جزاك الله خيرا in 122 Posts
ভারতের সতর্ক হওয়া উচিত এর আগে তালেবান ভাইয়েরা আই ই ডি দিয়ে আফগান সরকারের হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছিল।
এবার ইংশা আল্লাহ ভারতের স্যাটেলাইট উড্ডয়ন কেন্দ্র ধ্বংস করা হবে।
-
07-13-2016 #3
- Join Date
- Sep 2015
- Posts
- 185
- جزاك الله خيرا
- 209
- 122 Times جزاك الله خيرا in 75 Posts
হিন্দুস্থানের জন্য পেন্টাগনের বিশেষ সেল
হিন্দুস্থানের জন্য বিশেষ সেল গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন। কোনো দেশের জন্য পেন্টাগনের এমন বিশেষ গঠনের ঘটনা এই প্রথম। হিন্দুস্থানের সঙ্গে সামরিক সম্পর্ক দৃঢ় ও গতিশীল করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুধু হিন্দুস্থানের জন্যই বিশেষ সেল গঠন করেছে পেন্টাগন, যার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া র*্যাপিড রিঅ্যাকশন সেল (আইআরআরসি)’। এই বিশেষ সেলের প্রধান হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক কার্যালয়ের পরিচালক কিথ ওয়েবস্টার। বর্তমানে হিন্দুস্থানবিষয়ক সেলে আছেন সাতজন কর্মকর্তা, যাঁরা একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে কর্মরত। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনেকেই এই সেলের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাই সেলের সদস্যসংখ্যা বাড়তে পারে।
ওয়েবস্টার হিন্দুস্থানের সংবাদ সংস্থা পিটিআইকে বলেন , প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় বিষয় যুক্তরাষ্ট্র-ভারত চুক্তি ডিটিটিআই অনুযায়ী হিন্দুস্থানের জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক যৌথ বিবৃতিতে সামরিক সহযোগিতার কথা তুলে ধরেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বড় আকারে কয়েকটি লেনদেন হবে। এ ছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার পেন্টাগন সফর করবেন। আর চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের জন্য দুই দেশের শীর্ষ নেতৃত্ব যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আসবেন। ওই সময় ওবামা ও মোদি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় থাকবে
https://dawahilallah.in/showthread.p...A7%87%E0%A6%B2
Similar Threads
-
টর দিয়ে কিভাবে ফেসবুক টুইটার অ্যাকাউন্ট ক
By Alpha1 in forum তথ্য প্রযুক্তিReplies: 8Last Post: 08-28-2016, 07:41 AM -
লাইলাতুল কদরের মর্যাদা, বৈশিষ্ট্য ও ফযীলাত
By Ahmad Faruq M in forum শরিয়াতের আহকামReplies: 3Last Post: 06-26-2016, 05:34 PM -
মনে মনে কষ্ট হয় কিন্তু এটাই সৌভাগ্য
By tamim rayhan in forum আল হাদিসReplies: 5Last Post: 06-08-2016, 06:29 PM